LATEST UPDATE

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

ঠোঁট থাকুক কোমল!



সূর্যের তাপ, ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, হরমোনের অসামঞ্জস্যতা ইত্যাদি কারণে ঠোঁট কালচে হয়ে যেতে পারে। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে ঠোঁট কোমল ও গোলাপি করার কিছু টিপস উল্লেখ করা হয়।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে সহজলভ্য ও ঘরোয়া উপাদানে ঠোঁটের যত্ন নেওয়ার কিছু পন্থা এখানে দেওয়া হল।

গোলাপ: আর্দ্রতা এনে ত্বকের সাধারণ সমস্যা উপশমের মাধ্যমে শীতলতা জোগায় গোলাপ। তাছাড়া ঠোঁটে গোলাপি আভাযুক্ত করে এই ফুল। তাই গোলাপ দিয়ে ঘরেই লিপবাম তৈরি করা যায়।

কয়েক ফোঁটা মধুর সঙ্গে এক ফোঁটা গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এটি দিনে তিন বার ব্যবহার করা যাবে। এতে ঠোঁট কোমল থাকবে এবং নিয়মিত ব্যবহারে গোলাপি আভা আসবে।

বিট: প্রাকৃতিক ব্লিচিং উপাদানে ভরপুর। তাই ঠোঁটের কালচেভাব দূর করতে এটি বেশ উপকারী।

রাতে ঘুমানোর আগে ঠোঁটে খানিকটা তাজা বিটের রস লাগিয়ে নিন। সকালে ধুয়ে ফেলুন। বিটের লালচে রং ঠোঁটের কালচেভাব দূর করে আলাদা গোলাপিভাব যুক্ত করবে।

বেদানা: শুষ্ক ও মলিন ঠোঁটে পুষ্টি জুগিয়ে আর্দ্রতার মাত্রা বজায় রাখতে সাহায্য করে বেদানা। পাশাপাশি ঠোঁটে গোলাপি আভা যুক্ত করে।

এক টেবিল-চামচ বেদানার দানা থেঁতলে খানিকটা ক্রিম ও গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ স্ক্রাব হিসেবে ব্যবহার করা যাবে। আলতো করে ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

শসা: ত্বকের যত্নে শসা কতটা উপকারী তা নতুন করে বলার কিছু নেই। চোখের কালচে দাগ বা কালি দূর করতে এটি দারুণ উপকারী। তেমনি ঠোঁটের যত্নেও এটি সমানভাবে ব্যবহার উপযোগী।

এক টুকরা শসা ঠোঁটের উপর হালকা করে ঘষতে হবে। রস পুরোপুরি ত্বক শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতিদিন পাঁচ মিনিট সময় ব্যয় করুন এই কাজে, উপকার পাবেন।

কাঠবাদামের তেল: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহারের পাশাপাশি ঠোঁটের কালচে দাগ দূর করতেও এই তেল বেশ উপকারী।

পাঁচ থেকে ছয় ফোঁটা কাঠবাদামের তেলের সঙ্গে এক টেবিল-চামচ মধু মিশিয়ে যখনই ঠোঁট শুষ্ক মনে হবে ত্বকে লাগিয়ে নিন। কয়েক দিন নিয়ম করে ব্যবহারে নিজেই পার্থক্য লক্ষ্য করতে পারবেন।

জানুন কীভাবে কাঁচের মতো চকচকে নখ পাবেন



ওয়েব ডেস্ক: তেল চকচকে নখই এখন নতুন ফ্যাশন। আপনার নখ যদি চকচক না করে, তাহলে আপনি মোটেই ফ্যাশনেবল নন। চুল, ত্বক, ঠোঁট এবং নখ যত বেশি চকচকে হবে, তত আপনাকে সুন্দর দেখতে লাগবে। কিন্তু চকচকে নখ পাওয়া মোটেই সহজ নয়। নেলপলিশ লাগানোর পর তাতে জল লাগলেই তা থেকে চকচকে ভাব উঠে যেতে থাকে। তাহলে কীভাবে রাখবেন নখ চকচকে? জেনে নিন-

চকচকে নখ পাওয়া প্রক্রিয়া শুরু করার আগে জেনে রাখুন, এর জন্য মেটালিক রঙ যেমন, মেটালিক গ্রে, নীল, সবুজ, পার্পল রং বেছে নিন।

১) প্রথমে নখে বেস কোটিং করুন।

২) বেস কোটিং শুকনো হয়ে গেলে কালো রঙের নেলপলিশ পুরো নখে ভালো করে লাগান।

৩) এবার এই নেলপলিশটিকে অল্প শুকনো হতে দিন। অর্ধের শুকিয়ে এলে নখে মেটালিক রঙের নেলপলিশ ব্যবহার করুন। নীল, সবুজ, পার্পল বিভিন্ন রং নখের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন।

৪) এবার ক্রোম পাউডার ব্যবহার করুন নখের উপর।

৫) নখকে আরও আকর্ষণীয় করে তুলতে, বিভিন্ন রং মিশিয়ে নখে ব্যবহার করতে পারেন। তাহলে রামধনু এফেক্ট আসবে।

৬) নখ শুকিয়ে গেলে আর একবার নেলপলিশ ব্যবহার করুন।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

এবারের বিপিএলে আইকন ক্রিকেটার দের তালিকা দেখে নিন



২০১৬ তথা বিপিএলের চতুর্থ আসরের প্লেয়ারস ড্রাফট আগামী ৩০ সেপ্টেম্বর। এর আগে বিপিএল কর্তৃপক্ষ চলতি আসরের জন্য সাত আইকন খেলোয়াড়ের তালিকা ঠিক করেছেন।

প্রথমে সিদ্ধান্ত নেয়া নেয়া হয় আইকন খেলোয়াড় না রাখার বিষয়ে। পরে ২২ সেপ্টেম্বরের টেকনিক্যাল কমিটির সভায় আইকন শ্রেণি রেখেই খেলোয়াড় তালিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আর আইকনদের প্লেয়ারস ড্রাফটে তোলা হবে না। পছন্দমতো দল বেছে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তাদের।

এবারের


বিপিএলে আইকনরা হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। গত আসরে আইকন নাসির এ তালিকা থেকে বাদ পড়েছেন।

এদিকে আইকন শ্রেণির সাত ক্রিকেটারের সবার মূল্য সমান নয়। অনুমিতভাবেই সাকিব আল হাসান সবচেয়ে ‘দামি’ (৫৫ লাখ টাকা)। এর পরেই যথাক্রমে আছেন তামিম ইকবাল (৫০ লাখ), মুশফিকুর রহিম (৫০ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ লাখ) ও গত আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (৫০ লাখ)। আর সাব্বির রহমান ও সৌম্য সরকার ( যাদের মূল্যমান ৪০ লাখ করে)।

বিপিএল-এর এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড় রয়েছেন যাদের মূল্যমান রাখা হয়েছে ২৫ লাখ। আঠারো লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ জন, ১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জন ও পাঁচ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরির ২৮ জন খেলোয়াড়সহ মোট ১৩৩ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল-এর এবারের আসর।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

সাতটি দল নিয়ে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর



এবারের বিপিএলে মোটা অংক পাবেন সাকিব-মাশরাফিরা। আগের আসরেরর চেয়ে বেশি অর্থ পাবেন তারা। আসছে ৪ নভেম্বর থেকে শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এবারের বিপিএলের চতুর্থ আসরে থাকছে কিছু পরিবর্তন।

প্রথম তিন আসরেই ছিলো ‘আইকন’ ক্যাটাগরির খেলোয়াড়। তবে এবারের আসরে কোনো ‘আইকন’ ক্যাটাগরির খেলোয়াড় থাকছে না। দেশের শীর্ষ ক্রিকেটারদের রাখা হবে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আর বাড়ছে তাদের ভিত্তি অর্থের পরিমান।

আগামী ৩০ সেপ্টেম্বর হবে বিপিএলের চতুর্থ আসরের নিলাম। আগের বারের মতো এবারো ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দ মতো খেলোয়াড় সংগ্রহ করবে। বিপিএলের তৃতীয় আসরে দেশী আইকন ক্রিকেটারদের থেকে বিদেশী ক্রিকেটাররা অনেক বেশি পারিশ্রমিক পেয়েছেন। যা নিয়ে অনেক বিতর্কের দেখা দেয় তবে এবারের আসরে দেশি ও বিদেশি খেলোয়াড়দের


পারিশ্রমিকের ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি।

দেশের শীর্ষ খেলোয়াড়দের ‘আইকন’ ক্যাটাগরি থেকে সরিয়ে নেয়া হচ্ছে। তাদের জন্য থাকবে ‘এ প্লাস’ ক্যাটাগরি। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, “এবাবের আসরে আইকন ক্যাটাগরি থাকছে না। ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকেই মূলত ক্যাটাগরি শুরু হবে।”

বিপিএলের তৃতীয় আসরে বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ দাম ছিল ৭০ হাজার ডলার, সর্বনিম্ন ৩০ হাজার ডলার। অন্যদিকে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ‘আইকন’ শ্রেণিতে থাকা ক্রিকেটাররা পেয়েছেন ৩৫ লাখ টাকা করে। ‘এ’ ক্যাটাগরি ২৮ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি ২২ লাখ, ‘সি’ ক্যাটাগরি ১৫ লাখ করে টাকা করে পেয়েছিলেন। এই আসরে এই ব্যবধান কমানো হবে জানিয়েছেন আফজালুর রহমান সিনহা, “এবার স্থানীয় টপ খেলোয়াড়দের সঙ্গে বিদেশী খেলোয়াড়দের দামের ব্যবধান কমানো হবে।”

তবে আগের আসরের নিজের দলের খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাচ্ছে এবার ফ্রাঞ্চাইজিগুলো। সর্বোচ্চ শ্রেণি বাদ দিয়ে অন্য শ্রেণি থেকে দুইজন খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো। আগের আসরের পাঁচটি দল এবারও থাকছে, বাদ যাচ্ছে সিলেট। তাই এবারের আসরের সাত দলের মধ্যে পাঁচ দল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস) দুইজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাবে।

তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি বলে জানিয়েছেন আফজালুর রহমান বলেছেন, “এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে টেকনিক্যাল কমিটি দুই-এক দিনের ভেতরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দেশি ‘এ’ ক্যাটাগরির দুই জন করে খেলোয়াড় তারা রেখে দিতে পারবে। বিদেশিদের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।”

প্রেমে মজেছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন




গুঞ্জন উঠেছে অভিনেতা উপেন প্যাটেলের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি।

কয়েক মাস আগে কারিশমা তান্নার সঙ্গে ব্রেকআপ হয় উপেন প্যাটেলের। এখন তিনি অ্যামির সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে।

মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় নাকি একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অ্যামি এবং উপেন। সম্প্রতি একটি রেস্তোরাঁয় ফটোসাংবাদিকের ক্যামেরায় বন্দি হন দুজন। পরবর্তীতে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ছবিটি। এরপর থেকে এ জুটির প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়।

শংকর পরিচালিত আই সিনেমার সেটে অ্যামি এবং উপেনের বন্ধুত্ব হয়। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন উপেন। অন্যদিকে নায়িকা চরিত্রে ছিলেন অ্যামি জ্যাকসন। এখন তারা তাদের সম্পর্কটি পরবর্তী ধাপে নিয়ে যেতে চান।

তাদের সম্পর্কের ব্যপারে হ্যাঁ অথবা না কিছুই বলেননি এই কথিত প্রেমিক যুগল। বর্তমানে অ্যামি জ্যাকসন এন্থিরাম-টু বা ২.০ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রজনীকান্ত এবং অক্ষয় কুমার।

উজ্জ্বল ত্বকের জন্য ৮ টিপস!



আপনার চারপাশেই রয়েছে অজস্র প্রাকৃতিক উপাদান যা নামমাত্র খরচে, বিনা পার্শ্বপ্রতিক্রিয়ায় আপনাকে করে তুলতে পারে আরও বেশি ফর্সা ও উজ্জ্বল ত্বকের অধিকারী। ভাবছেন কীভাবে? চলুন জেনে নিই।

১। ত্বকের রঙ আরও ফর্সা করার জন্য দই লাগান মুখে। মিনিট কুড়ি রাখুন, এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ দিন এরকম লাগাতে হবে।

২। সারা গায়ের রঙ উজ্জ্বল করতে বেসন, দই আর সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গোসলের সময় সাবানের বদলে এটি ব্যবহার করুন নিয়মিত।

৩। যাদের ত্বক তৈলাক্ত তারা মুগের ডাল গুঁড়ো করে সামান্য পানিতে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন করে মুখে স্ক্রাব করুন। কারণ ত্বকের ওপরে মরা কোষের পরত জমে মুখের ত্বক কালো দেখায়।

৪। আধা টুকরো পাকা কলা নিন। ভালোভাবে চটকে নিয়ে এতে কয়েক ফোঁটা শসার রস মেশান, মুখে গলায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। সারা গায়ের ত্বক উজ্জ্বল করতে বেসন ও খাঁটি সরিষার তেল একসাথে মিশিয়ে গোসলের আগে সারা গায়ে মেখে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৬। শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য দারুণ একটি টিপস হল ৫০ গ্রাম আমন্ড গুঁড়ো, ২ চামচ দুধের মাঠা, গোটা একটা লেবুর রস, ২ চামচ চায়না ক্লে তারপর সব উপকরণ একসাথে মিশিয়ে মুখ ও গলায় লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৭। স্বাভাবিক ত্বকের অধিকারীরা আরও একটি উপায়ে ফর্সা হতে পারেন। ১ চামচ চন্দনবাটা , ১ চামচ পাকা পেঁপের শাঁস একসঙ্গে মিশিয়ে সারা মুখে মেখে নিন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৮। যদি আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকে তাহলে, ৪ চামচ চন্দন গুঁড়ো, ১ চামচ মুলতানি মাটি, ১ চামচ কমলালেবুর খোসার শুকনো গুঁড়ো, দুধ দিয়ে মিশিয়ে মুখে ও গলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং আগ্রহীদের জন্য কিছু টিপস





কি কাজ করবেন

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে বিভিন্ন কাজ পেতে পারেন। সহজ কাজগুলোর মধ্যে আছে Search Engine Optimization, Article writing, Data Entry ইত্যাদি। স্বভাবতই কাজগুলো যেহেতু সহজ, সেহেতু এগুলোতে বিডিং হয় সবচেয়ে বেশি এবং এগুলো সহসা পাওয়াও দুষ্কর। এগুলোর চাইতে একটু কঠিন কাজ হল Web Development, Product Development, Software Development, Graphics Designing ইত্যাদি। কঠিন কাজগুলোতে সহজ কাজের চাইতে পে-মেন্ট বেশি থাকে।

আপনি কোন্ কাজটি করবেন সেটি নির্ভর করে আপনি কোন্ কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং মার্কেটপ্লেসে তার চাহিদা কেমন। সবসময় এই দুটো বিষয়ের ওপর ভারসাম্য রাখার চেষ্টা করুন।
আপনার কাজটি কতটা জটিল, এটি সম্পন্ন করতে কত সময় লাগবে এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে রেট নির্ধারিত হয়। ফিক্সড পেমেন্টের কাজগুলো ৩০ ডলার থেকে শুরু করে ১০০০ বা তারও বেশি ডলারের হয়।



কিভাবে বিড করবেন

প্রধানত দুই প্রকারে বিডিং করা হয়ঃ

Project Fee: কোনো একটি প্রজেক্ট যখন মার্কেটপ্লেসে দেওয়া হয়, তখন আপনি পুরো প্রজেক্টটি সম্পন্ন করতে কত পারিশ্রমিক নিবেন তা নিয়ে বিডিং করতে পারেন।
Hourly Rate: এই পদ্ধতিতে আপনি কোনো একটি প্রজেক্টের জন্য কাজ করতে প্রতি ঘন্টায় কত পারিশ্রমিক নেবেন, তা নিয়ে বিড করতে পারেন।
টাকা তুলবেন কিভাবে

১.  Bank-to-Bank Wire Transfer: কিছু কিছু মার্কেটপ্লেস থেকে সরাসরি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তবে সব মার্কেটপ্লেস থেকে এটি করা যায় না, সেক্ষেত্রে অনলাইনে টাকা লেনদেনের বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে প্রথমে আপনার অর্থটি ডলার হিসেবে মার্কেটপ্লেসে আপনার অ্যাকাউন্টে জমা হবে। টাকা পাবার পর সেটি আপনি Skrill (প্রাক্তন Moneybookers) বা এ ধরনের কোনো মানি সার্ভিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মার্কেটপ্লেস ভেদে ট্রান্সফার ফি দিতে হতে পারে। এরপর Skrill থেকে সেই টাকাটি আপনি আপনার দেশের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। এই ধাপে ব্যাংক আপনার কাছ থেকে আরেকটি ট্রান্সফার ফি কেটে নিতে পারে। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে ব্যাংকটির যেনো অবশ্যই একটি SWIFT Code থাকে। নতুবা আপনার টাকা Skrill থেকে ট্রান্সফার হবে না। পুরো প্রক্রিয়াটি প্রথম ট্রান্স্যাকশনের ক্ষেত্রে প্রায় এক মাস লাগে। পরবর্তী Transaction গুলো সাত দিনের মধ্যেই হয়ে যায়। বাংলাদেশের ব্যাংকগুলোর SWIFT Code পেতে নিচের লিংকটি দেখতে পারেনঃ
http://www.theswiftcodes.com/bangladesh/

২. পেওনিয়ার কার্ড (Payoneer Card): নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আপনি আপনার মার্কেটপ্লেস থেকে যেকোনো সময়ে অর্থ উত্তোলন করার জন্য একটি কার্ড পেতে পারেন। এটি এক রকম ডেবিট কার্ডের মত। এই কার্ড দিয়ে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে যেকোন সময়ে আপনার মার্কেটপ্লেসে জমানো টাকা তুলতে পারবেন। এই কার্ড দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করতে পারবেন। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবেন।

৩. ক্লায়েন্ট এর নিকট থেকে সরাসরি ট্রান্সফারঃ যখন কেউ একজন আপনার রেগুলার ক্লায়েন্ট হয়ে যাবেন, তখন তার কাছ থেকে প্রজেক্ট পেতে আপনার আর মার্কেটপ্লেসে যেতে হবে না। তিনি সরাসরি আপনার সাথে ই-মেইল বা অন্য কোনো উপায়ে যোগাযোগ করে প্রজেক্ট দিবেন এবং প্রজেক্টের পে-মেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করবেন।

ফ্রিল্যান্সারদের চ্যালেঞ্জসমূহ

ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে গেলে অপার সম্ভাবনার পাশাপাশি কিছু কিছু চ্যালেঞ্জের মুখোমুখি-ও হতে হয়। যেমনঃ-

কাজ করার সুনির্দিষ্ট কোনো সময় নেই, ক্লায়েন্ট যখন চাইবেন তখনই তাকে কাজের অগ্রগতি দেখাতে হবে। এটি আপনার প্রাত্যহিক ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে।
যারা নতুন ফ্রিল্যান্সিং করছেন তাদের মাসিক আয় যথেষ্ট পরিমাণে ওঠানামা করতে পারে।
সব ক্লায়েন্টের প্রতিশ্রুতি এক রকম থাকে না, কাজ শেষ হয়ে গেলেও কেউ কেউ সম্পূর্ণ পে-মেন্ট প্রতিশ্রুত সময়ের চেয়ে দেরিতে দেন।
বাংলাদেশে এই পেশাটি এখনও সামাজিকভাবে তেমন একটা স্বীকৃতি পায় নি। তবে দ্রুতই মানুষের দৃষ্টিভঙ্গী বদলে যাচ্ছে।
কিছু ব্যতিক্রমী মার্কেটপ্লেস

Odesk.com, Elance.com, Freelancer.com- এই প্রচলিত সাইটগুলো ছাড়াও ব্যতিক্রমি কিছু ফ্রিল্যান্সিং করার সাইট আছে। সংক্ষেপে সেগুলোর একটি বর্ণনা এখানে দেওয়া হল।


99designs.com : গ্রাফিক ডিজাইন নির্ভর এই সাইটটিতে প্রতিযোগিতার মাধ্যমে কাজের পুরস্কার প্রদান করা হয়। আর এ সাইটের পুরস্কারের টাকার পরিমাণ অন্য যেকোনো সাইটের তুলনায় বেশ ভাল। এখানে ক্লায়েন্ট তার চাহিদা অনুযায়ী কাজের বিবরণ দিবেন, কাজটি পাওয়ার জন্য আপনাকে কোন দরখাস্ত করতে হবে না। তার বর্ননা করা চাহিদা অনুযায়ী আপনি ডিজাইন করবেন এবং তা প্রতিযোগিতার পেইজে আপলোড করবেন। আপনার ডিজাইনটি সংশ্লিষ্ট ক্লায়েন্ট দেখবেন। আপনার মত আরও অনেক ডিজাইনার তাঁর নিজের ডিজাইন আপলোড করবেন ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট এর যে ডিজাইন পছন্দ হবে তিনি সেটিই বেছে নেবেন এবং সবশেষে পারফেক্ট ডিজাইনারকে পুরস্কার বা প্রজেক্টের টাকা প্রদান করবেন।
themeforest.net: থিমফরেস্ট গ্রাফিক্স ডিজাইনিং কাজের একটি জনপ্রিয় সাইট । গ্রাফিক্স ডিজাইনাররা এখানে তাঁদের ডিজাইন টেমপ্লেট বিক্রি করতে পারেন এবং ডেভেলপার হলে ডিজাইনের পাশাপাশি এইচটিএমএল এবং সিএসএস কোডিংও বিক্রি করা যায়। থিমফরেস্টে থিম বিক্রি হয়, আর গ্রাফিক্স বিক্রি করার জন্য গ্রাফিকরিভার, কোড বিক্রি করার জন্য কোডক্যানিয়ন, স্টক ফটোগ্রাফি বিক্রি করার জন্য ফটোডিউন এবং থ্রিডি অ্যানিমেশন বিক্রির জন্য থ্রিডিওশান বেশ জনপ্রিয় মার্কেটপেস।
এরকম ব্যতিক্রমী কিন্তু জনপ্রিয় আরও দুটি মার্কেটপ্লেস হল designcrowd.com এবং fiverr.com

বিবেচ্য বিষয়

১. ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলোর একটি বড় অংশ আসে পশ্চিমা দেশগুলো থেকে, তাদের সাথে আমাদের সময়ের পার্থক্য ৫ থেকে ১২ ঘন্টা। সহজ প্রজেক্টগুলো পোস্ট হবার প্রায় সাথে সাথেই বিডিং শুরু হয়ে যায়। তাই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুতে রাতের বেলা বিড করতে হবে।

২. কাজটি জেনুইন কিনা বুঝতে সবার আগে যিনি প্রজেক্টটি পোস্ট করেছেন তার অ্যাকাউন্টটি ভালো করে পর্যবেক্ষণ করুন। তার সম্পর্কে অন্যদের ফিডব্যাকগুলো দেখে নিন। তিনি পেমেন্ট ভেরিফাইড কিনা সেটা দেখুন। বিড করার পর প্রজেক্ট পেয়ে গেলে তাকে প্রশ্ন করুন যে তিনি কিভাবে পে-মেন্ট দিতে চান, কবে দিতে পারবেন।

৩. ভালো ক্লায়েন্ট ধরে রাখার চেষ্টা করুন। সব ক্লায়েন্টের কাছ থেকে আপনি একই ব্যবহার পাবেন না, যার ব্যবহার ভালো তাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। ভবিষ্যতে তার হাত ধরেই আপনি ভালো প্রজেক্ট পেতে পারেন।

৪. আপনি যেই মার্কেটপ্লেসে কাজ করছেন সেখানে Escrow সার্ভিস থাকলে সেটির সর্বোচ্চ ব্যবহার করুন। Escrow হল মার্কেটপ্লেসে টাকা জমা রাখার একটি সার্ভিস যা কাজের শেষে আপনার পারিশ্রমিক পাওয়া নিশ্চিত করে। কোনো একটি প্রজেক্টের বিষয়ে কথা বলার সময় আপনি ক্লায়েন্টকে অনুরোধ করতে পারেন পারিশ্রমিকের পুরো টাকাটি Escrow তে জমা রাখতে। Escrow তে একবার টাকা রাখার পর তা ক্লায়েন্ট ফিরিয়ে নিতে পারবেন না। প্রজেক্টের কাজ শেষ হয়ে গেলে তিনি Escrow থেকে আপনার অ্যাকাউন্টে টাকা Discharge করে দিবেন। যদি আপনার ক্লায়েন্ট টাকা না দেন, তাহলে এই Escrow সার্ভিসের মাধ্যমে আপনার পাওনা টাকা যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবী করতে পারবেন।

৫. কোনো কোনো প্রজেক্টের জন্য Employer ইন্টারভিউ এর ব্যবস্থা রাখেন। যেসব প্রজেক্টের জন্য ইন্টারভিউ শুরু হয়ে গেছে সেগুলোতে বিড না করাই ভালো, কারণ ইন্টারভিউ যেহেতু শুরু হয়ে গেছে, সুতরাং সেগুলো থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

৬. কাজের চাপ সামাল দিতে শিখুন। ফ্রিল্যান্সিং পেশায় সব সময় কাজের চাপ সমান থাকে না। যখন চাপ অনেক বেশি থাকে তখন নিজেকে নিয়ন্ত্রন করাটা একটি বড় চ্যালেঞ্জ। এর জন্য পূর্বপ্রস্তুতি হিসেবে একটি ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলুন। সময়ানুবর্তীতা বজায় রাখুন।

৭. আধুনিক প্রযুক্তিগত উন্নতির দিকে চোখ রাখুন। সব সময় আপনার কাজের মান উন্নয়ন করতে চেষ্টা করুন। এটি আপনার ভাল প্রোফাইল ধরে রাখতে সহায়তা করবে।

৮. সহসাই কোনো প্রজেক্টের প্রস্তাব গ্রহণ না করে একটু ভেবে দেখুন কাজটি আপনি ১০০ ভাগ সম্পূর্ণ করতে পারবেন কিনা।

৯. কোনো কোনো মার্কেটপ্লেসে বিডিং করার সময় একটি Cover letter দিতে হয়। এক্ষেত্রে Cover letter টি প্রাসঙ্গিক, হতে হবে। সব কয়টি Cover letter এ একই ধরনের Template ব্যবহার করবেন না। চেষ্টা করুন আপনার সব কয়টি Cover letter নিজে থেকে বানাতে, এতে আপনার সৃজনশীলতা প্রকাশ পাবে।

১০. আপনার কাজের জায়গাটি সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। কাজের মাঝে বিশ্রাম নিতে ভুলবেন না। আপনার প্রাত্যহিক কাজগুলো মনে রাখতে একটি ছোটো নোটবুক সাথে রাখতে পারেন।

১১. ক্লায়েন্টের সাথে যেকোন ধরনের যোগাযোগ অথবা অডিও/ভিডিও ইন্টারভিউ এর সময় পেশাদারী পোশাক এবং ব্যবহার বজায় রাখুন।

১২. আপনার কাজ ক্লায়েন্টের পছন্দ হয়েছে কি-না তা জিজ্ঞেস করতে ভুলবেন না। ক্লায়েন্টের feedback থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন।


আউটসোর্সিংয়ে বাংলাদেশ

বাংলাদেশি ফ্রিল্যান্সারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনটি মার্কেটপ্লেস হলো Odesk.com, Freelancer.com, Elance.com। এই তিনটি সাইটেই খুব ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আউটসোর্সিংয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ওডেস্ক। ফ্রিল্যান্সিং-এর সবচেয়ে বড় এই মার্কেটপ্লেসে বাংলাদেশের অবস্থান এখন ৩য়। বর্তমানে ৭০০০ সক্রিয় বাংলাদেশি ফ্রিল্যান্সার রয়েছে ওডেস্কে এবং বাংলাদেশিদের অংশগ্রহণ দিন দিন বেড়েই চলেছে। এই কারণে ওডেস্কের উদ্যোগে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘কনট্রাক্টরস অ্যাপ্রিপ্রিয়েশন ডে (২০১২) এবং ওডেস্কের পক্ষ থেকে কয়েক দফা বাংলাদেশে সফরে এসেছেন ওডেস্কের শীর্ষস্থানীয় সব কর্মকর্তা। ২০০৯ সালে ওডেস্কের মোট কাজের ২ শতাংশ করতেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। ২০১২ সাল নাগাদ যা গিয়ে দাঁড়ায় ১২ শতাংশে। ২০১২ সালের প্রান্তিকে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ওডেস্কে ৭ লাখ ২০ হাজার ঘন্টা কাজ করেছেন।

ফ্রিল্যান্সার ডটকমে ২৫ হাজারের বেশি নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় জনপ্রিয় সাইট ফ্রিল্যান্সার ডটকমেও বাংলাদেশিদের অবস্থান সন্তোষজনক। এ সাইটটিতে বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজই বেশি করে থাকেন। সর্বশেষ স্ত্রিপ্টল্যান্সডটকম সাইটটি ফ্রিল্যান্সার কর্তৃক কিনে নেয়ায় বাংলাদেশি অনেক প্রোগ্রামার এখন ফ্রিল্যান্সার ডটকমে কাজ শুরু করেছেন।

অপর জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সেও প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি এক প্রতিবেদনে ইল্যান্স কর্তৃপক্ষ কন্ট্রাক্টর বাই জিওগ্রাফি ক্যাটাগরিতে শীর্ষ ২৫টি দেশের নাম প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। প্রকাশিত তথ্যমতে, সাইটটিতে বর্তমানে বাংলাদেশি নিবন্ধিত ফ্রিল্যান্সার ৩৯ হাজার ১৯৫ (৬ এপ্রিল ২০১৩ সাল পর্যন্ত)। এখানে বাংলাদেশিদের প্রতি ঘন্টায় গড় কাজের মূল্য ৯ ডলার। এখন পর্যন্ত বাংলাদেশি ফ্রিল্যান্সাররা এই সাইট থেকে ৪৯ লাখ ইউএস ডলার আয় করেছে।

বাংলাদেশিরা মূলত Data Entry এবং SEO/SEM/SMM-এর কাজ বেশি হয়। এছাড়া Web Development, Software Development, Writing & Content, Design, এবং Multimedia & Architecture সহ অন্যান্য কাজের পরিমাণ কম না। ওয়েব ডেবেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রকল্পে ব্যয় বেশি। এধরণের কাজগুলোতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। দেখা যায় বাংলাদেশি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার যেখানে প্রতি ঘন্টার জন্য ৩ থেকে ৫ ডলার মূল্যে কাজ করেন সেখানে যুক্তরাষ্ট্রের একজন ওয়েব ডেভেলপার প্রতি ঘন্টার জন্য ৩০ থেকে ১০০ ডলার পর্যন্ত চার্জ করে থাকেন। কেবল তাঁর দক্ষতার কারণেই এত বিপুল পরিমাণ অর্থ তিনি চার্জ করতে পারছেন। এক্ষেত্রে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের আরো দক্ষতা অর্জন করা দরকার।

বাংলাদেশের অর্থনীতিতে ফিল্যান্সিং এর অবদান

আমদানী নির্ভর আমাদের এ দেশে যত বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রয়োজন হয় তার একটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে। ২০১২ সালে বিদেশে অবস্থানরত বাংলাদেশের শ্রমিকেরা প্রায় ১৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন (তথ্যসুত্রঃ ওর্য়াল্ড ব্যংক)। প্রতিবছর ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে এটা ধরে নিলে ২০১৫ সাল নাগাদ সেটা হবে প্রায় ১৯ বিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি।

এবার আসা যাক আউটসোর্সিং শিল্পের দিকে। ২০১২ সালে ৩৬৫ কোটি টাকারও বেশি আয় করেছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। ২০১৫ সালে সর্বমোট ৪৪৩ বিলিয়ন ডলার সমপরিমাণের কাজ আউটসোর্স হবে। আমরা যদি এর ১০% মার্কেট শেয়ার নিতে পারি তাহলে সেটা প্রায় ৪৫ বিলিয়ন ইউএস ডলার এবং ৫% মার্কেট শেয়ার নিলে সেটা হবে প্রায় ২৩ বিলিয়ন ইউএস ডলার, যা কিনা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের বর্তমানের সবচেয়ে বড় খাতকেও অতিক্রম করবে।

আমাদের দেশে প্রায় ৫০ শতাংশই মহিলা। আর এ মহিলাদের একটা বিশাল অংশ জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে- এমন কাজ খুব কমই করেন। কিন্তু তাদের একটা বড় অংশ চাইলে বাসায় বসে প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিলে প্রতি ঘন্টা ১ ডলার হিসাবে প্রতিদিন কমপক্ষে ৩-৪ ডলারও ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন। মোট কর্মক্ষম লোকের সংখ্যা যদি ৭ কোটি হয় তাহলে নারী আছে ৩.৫ কোটি। এর মধ্যে শিক্ষিত তরুণী এবং মহিলা যদি অর্ধ কোটিও হয় এবং তাঁদেরকে ফ্রিল্যান্সার হিসাবে গড়ে তোলা সম্ভব হয় তবে প্রতিদিন ১.৫ কোটি ডলার আয় আসবে এ ক্ষেত্র থেকে। বছরে এ আয়ের পরিমাণ দাড়াবে ৫০০ কোটি ডলারে।



আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা




দীর্ঘদিন পর আবারও ওয়ানডে ক্রিকেট খেলতে নামছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ১ম ও ২য় ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেখে নিন স্কোয়াডটি-

১) তামিম ইকবাল

২) সৌম্য সরকার

৩) ইমরুল কায়েস

৪) সাব্বির রহমান

৫) মাশরাফি মর্তুজা

৬) সাকিব আল হাসান

৭) মাহমুদুল্লাহ রিয়াদ

৮) মুশফিকুর রহিম

৯) সৈকত

১০) রুবেল হোসেন

১১) নাসির হোসেন

১২) শফিউল ইসলাম

১৩) তাইজুল ইসলাম

হৃদয় ভালো রাখার ৭ উপায়!




বর্তমানে সারা বিশ্বেই বিরাজ করছে অদ্ভুত এক অস্থিরতা৷ আর এ বাস্তবতার একটা নেতিবাচক প্রভাব কিছুটা হলেও আমাদের মনে এবং শরীর পড়ে৷ তাই মনকে শান্ত রেখে হৃদপিণ্ডকে সুস্থ রাখার কিছু উপায় জানিয়েছেন বিভিন্ন দেশের গবেষকরা৷

নিজেকে শান্ত রাখতে, অন্যকে সাহায্য করুন

আপনি কি ক্লান্ত বা অশান্ত অথবা আপনার কি মন খারাপ? তাহলে আপনার আশেপাশের কাউকে কিছু এগিয়ে দিন, দরজা খুলে দিন অথবা বাজারটা করে দিন৷ দেখবেন এতেই হরমোনগুলো কেমন ছড়িয়ে গিয়ে মন ও শরীরকে শান্ত করেছে৷ এই তথ্যটি খুঁজে বের করেছেন অ্যামেরিকার ‘ইয়েল’ বিশ্ববিদ্যালয়ের একদল নারী গবেষক৷

মেডিটেশন সুস্থ রাখে

কার্ডিওভাস্কুলার বা হার্টের সমস্যা যাঁদের আছে, তাঁদের জন্য যে কোনো ধরনের মেডিটেশনই খুব উপকারী৷ এই যেমন, চিগং বা তাইচি-র মতো চীনের জনপ্রিয় মেডিটেশন উচ্চ রক্তচাপ ও কোলেস্টরেলের মাত্রা কমিয়ে শরীর ও মনকে সুস্থ রাখে৷ জানা গেছে ‘জার্নাল অফ দ্য হার্ট অ্যাসোসিয়েশন’ নামের একটি ম্যাগাজিন থেকে৷

যা হৃদপিণ্ডকে নাড়া দেয়

দুঃখ আর হতাশাই কেবল হৃদস্পন্দন বাড়িয়ে দেয় না৷ বিয়ের প্রস্তাব, প্রিয় দলের বিজয় কিংবা ‘সারপ্রাইজ পার্টির’ মতো কোনো ইতিবাচক অভিজ্ঞতাও নার্ভকে সক্রিয় করে তোলে, হৃদপিণ্ডকে নাড়া দেয় প্রচণ্ডভাবে৷ অর্থাৎ অতিরিক্ত সুখ এবং দুঃখ – দু’টোতেই বুকে একই রকম ব্যথা, শ্বাসকষ্ট, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে৷ এ কথা জানিয়েছেন, ‘ইউরোপীয় হার্ট জার্নাল’-এর আন্তর্জাতিক গবেষকদল৷

হার্টে অলিভ অয়েলের প্রভাব

স্প্যানিশ গবেষকদের করা এক সমীক্ষা থেকে জানা গেছে যে, সালাদ এবং সবুজ সবজিতে যথেষ্ট পরিমাণে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল মিশিয়ে খেলে, তা হৃদপিণ্ডে ইতিবাচক প্রভাব ফেলে৷ এই গবেষণাটি করা হয়েছে দীর্ঘ পাঁচবছর ধরে মোট ৬,৭০৫ জন অংশগ্রহণকারীকে নিয়ে৷ তথ্যটি প্রকাশ করেছে ‘সার্কুলেশন’ ম্যাগাজিন৷

মাছের চর্বি না মাখন?

উদ্ভিদের তেল বা মাছের ‘ফ্যাটি অ্যাসিড’ মাংস বা মাখনের ফ্যাটের চেয়ে স্বাস্থ্যকর – এই ধারণা কিন্তু পুরোপুরি সত্য নয়৷ আর সেটাই প্রমাণ করেছেন অ্যামেরিকান গবেষকরা৷ জানা গেছে, উদ্ভিদ বা মাছের তেল কোলেস্টরেলের মাত্রা কিছুটা কমায় বটে, কিন্তু তা হার্টের রোগীদের মৃত্যুর ঝুঁকি কমায় না৷ তথ্যটিই প্রকাশ হয়েছে ‘ব্রিটিশ মেডিকেল জার্নাল’-এ৷

হেঁটে মন ভালো করুন

অ্যামেরিকার আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণা থেকে জানা যায়, মন খারাপে কষ্ট পাচ্ছেন বা কোনো বিষণ্ণ মানুষ মুক্ত বাতাসে হাঁটলে, তাঁর মন ভালো হয়ে যায়৷ এই গবেষণাটি করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়েই৷ খবরটি জানা গেছে ‘ইমোশন’ ম্যাগাজিন থেকে৷

আরো যা করবেন

মন আর হৃদপিণ্ড সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান থেকে বিরত থাকুন, মুক্ত বাতাসে ব্যায়াম করুন আর অবশ্যই হাসিখুশি থাকুন৷ দেখবেন আপনার মন আর শরীর দু’টোই কেমন চাঙ্গা থাকবে!

টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা




বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট দল। ঘোষিত দলে ক্রিকেটারের সংখ্যাও চোখে পড়ার মতো। হতে পারে বিশেষ সিরিজ বলেই বিশেষ ব্যবস্থা!

গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন আফগান ক্রিকেটাররা। প্রায় একই সময়ে ঘোষিত হয়েছে দলও।

নতুন সুযোগ পাওয়া ১৮ বছর বয়সী ইহসান উল্লাহ উদ্বোধনী ব্যাটসম্যান। ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলা নিজের প্রথম প্রথমশ্রেণির ম্যাচে মাত্র ১৫ রান করেও তাঁর বাংলাদেশ


সফরের টিকিট পাওয়ার মানে একটাই—উদ্বোধনী জুটিটা এখনো নড়বড়ে আফগানদের। মোহাম্মদ শাহজাদের যোগ্য সঙ্গীর খোঁজ এখনো পায়নি তারা। অবশ্য ইহসান উল্লাহর একটা সুবিধা আছে। বাংলাদেশে অনুষ্ঠিত সবশেষ যুব বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। ১২ ম্যাচে ২৯৪ রানও আছে ইহসানের। তাঁর আরেকটি সুবিধা, এই সফরে ড্রেসিংরুমে নিজের বড় ভাইকেও পাচ্ছেন। নওরোজ মঙ্গল যে আবার ফিরেছেন আফগান দলে।

যুব বিশ্বকাপের আরেকজনকেও বাংলাদেশে উড়িয়ে এনেছে আফগানিস্তান। ১৬ বছর বয়সী অলরাউন্ডার নাভিনও খেলেছেন যুব বিশ্বকাপে। তৃতীয় নতুন মুখ জানাতের ক্রিকেটীয় পরিচয় নাভিনের মতোই, অলরাউন্ডার। বর্তমান দলে তাঁর রানই সবচেয়ে বেশি, ৪৫.৫০ গড়ে ২৭৩।

ক্রিকইনফো স্কোয়াড : আজগার স্ট্যানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, রহমত উল্লাহ, মিরওয়াইস আশরাফ, দৌলত জাদরান, মোহাম্মদ নবী, সামি উল্লাহ শেনওয়ারি, রশিদ খান, হাসমত উল্লাহ শাইদি, ফরিদ আহমদ, আমির হামজা, নাজিব উল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিন উল হক, করিম জানাত, শাবির নুরী ও ইহসান উল্লাহ।

বলিউডে পা রেখেই আলোচনার জন্ম দিয়েছেন কৃতি খরবন্দা।




পর্দায় সহশিল্পী ইমরান হাশমির সঙ্গে চুমুর দৃশ্য নিয়ে এ আলোচনা এখন তুঙ্গে।

দিল্লিতে জন্ম ও ব্যাঙ্গালুরুতে বড় হওয়া এ অভিনেত্রীর প্রথম সিনেমা ‘রাজরিবুট’ এ ইমরান হাশমির সঙ্গে রসায়নের বিষয় নিয়ে কথা বলেছেন আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে।

কৃতি বলেন, চুমু খাওয়াটা সাহস হিসেবে ধরা হলে, সেটা আমার আছে। তবে হ্যাঁ, যেহেতু কোনও দিন চুম্বন দৃশ্যে আগে অভিনয় করিনি, একটু ভয় তো ছিলই। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতেই ইমরান এমনভাবে সহায়তা করলো যে...।

অভিজ্ঞতার কথা জানাতে এই অভিনেত্রী বলেন, আসলে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু, শুট শুরু হওয়ার পরই ইমরান বলল, ‘‘সেকি, তুমি চুমু খেতে পার না? এ বাবা!’’ এবং বিশ্বাস করুন, ওই একটা কথায় কাজ হয়ে গেল। মনে হল, ঠিকই তো। এটা আর কি এমন কাজ? তারপর, প্রতিটা দৃশ্য এক টেকে ওকে হয়ে গেল। পরে ইমরান বলল, ও আসলে আমাকে প্রিপেয়ার করছিল।

কৃতি বলেন, এখন মনে হচ্ছে, এতদিন কেন যে এই সব দৃশ্য করিনি! আগে শুধু মনে হত, বাবা-মা কি ভাববে, কিন্তু এখন দেখলাম...।

সহশিল্পী ইমরান কী ভাবছেন- এমন প্রশ্নে বলিউডে নবাগত এই অভিনেত্রী বলেন, ইমরান তো বেশ খুশি। আসলে এই প্লেবয় ইমেজের বাইরের ইমরান মানুষটা খুব মজার, খুব অনেস্ট। শট সম্পূর্ণ হওয়ার পর, আমাকে কনগ্র্যাচুলেট করল। ওর এই বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্যই আমার আড়ষ্টতা কেটে গেছে। এখন আমি আরও সাহসী অভিনয়ের জন্য প্রস্তুত।

বড় পর্দায় ডিপজলের মেয়ে ওলিজা



ঢালিউড ইন্ডাস্ট্রির শক্তিশালী খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ারের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। তবে নায়িকা হিসেবে নয়, বরং বাবার মতো তিনিও ছবি নির্মাণ করবেন।

ওলিজা লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইন


বিষয়ে পড়াশুনা করেছেন। অবশ্য বাবার রোমান্টিক বা অ্যাকশন ধারার সিনেমা দিয়ে তার সিনেমাযাত্রা শুরু হবে না। ওলিজার প্রথম ছবি হবে ভৌতিক ধাঁচের।

এরইমধ্যে ছবিটির গল্প লেখার কাজ শুরু হয়েছে। গল্প লিখছেন ছটকু আহমেদ। অল্প কিছুদিনের মধ্যেই ছবিটির ক্যামেরা চালু হওয়ার কথা রয়েছে।

আরেকটি খবর হলো ডিপজল আবারো চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন। একই সঙ্গে কয়েকটি ছবির গল্প লেখার কাজও শুরু করেছেন। আগামী বছরই তার নতুন ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন।

সূত্র -চ্যানেল আই

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

এবার পিতৃহীন কন্যা শিশুরা পাবে সরকারি ভাতা




মাতৃ-পিতৃহীন কন্যা শিশুদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তাদের স্বাবলম্বী হওয়া পর্যন্ত সরকারী ভাতা প্রদান করবে সরকার।

বুধবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৭তম বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে মাতৃ-পিতৃহীন কন্যা শিশুদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তাদের স্বাবলম্বী হওয়া পর্যন্ত কোন কর্মসূচি বা প্রকল্পের আওতায় নির্ধারিত হারে সরকারী ভাতা প্রদান করা যায় কিনা তা যাচাই করা হচ্ছে বলে জাননো হয়।

কমিটি মহিলা ও শিশুদের জন্য গৃহীত প্রকল্পগুলো পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে বিশেষ করে দূরবর্তী/সীমান্তবর্তী যে সব জেলা ও উপজেলাগুলো আছে সে সব এলাকায় সম্প্রসারণে জন্য সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমীর সমস্যাবলী ও কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমী অবহিত করে যে, শিশু উন্নয়ন কর্মসূচীর আওতায় ৬৪টি জেলা অফিস ও ৬টি উপজেলা অফিসের মাধ্যমে প্রতিবছর ৪২টি কার্যক্রম বাস্তবায়িত হয় এবং এ কর্মসূচির মাধ্যমে বিগত ৩ বছর ৪০ লক্ষ শিশু অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন-এর সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও নাসরিন জাহান রত্না বৈঠকে অংশগ্রহণ করেন।

মুশফিকের বিরল রেকর্ড, যা পারেননি লারা-শচীনরাও




একই মাঠে ১০০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশ্বের একমাত্র ক্রিকেটার বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০০ বা তারও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। মজার বিষয় হলো দীর্ঘদিন ২২ গজে শাসন করলেও শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারার মতো বিশ্বসেরা ক্রিকেটাদেরও এই রেকর্ড নেই। এমনই চমকপ্রদ তথ্য জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফোর বিশেষজ্ঞ স্টেভেন লিঞ্চের কাছে খালিদ জাফর নামের এক পাকিস্তানি জানতে চান, একই মাঠে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের নাম কি? উত্তরে তিনি জানান, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের মুশফিকুর রহিম এখন পর্যন্ত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলেছেন। মিরপুরে খেলা মুশফিকের ম্যাচের সংখ্যা ১০৫টি।

মুশফিকের কাছাকাছি থাকা অন্য দু'জনও বাংলাদেশের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিরপুরে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ম্যাচ। অন্যদিকে, টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ৯৩টি ম্যাচ খেলে তৃতীয় স্থানে রয়েছেন।

ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল




তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটি।

১৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ মোট ২৫ জনের আফগান দল ঢাকায় পা রাখে। ঢাকায় নেমে সরাসরি হোটেল রেডিসনে উঠবে আফগান ক্রিকেটাররা।  আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে আফগানরা।

বাংলাদেশে সফরে আসার আগে আফগানিস্তান ক্রিকেট দল বিশেষ প্রস্তুতি নিতে ভারতে ক্যাম্প করছে। এবারই প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানরা। দলের অধিনায়কের দায়িত্বে আছেন মোহাম্মদ আসগর স্টানিকজাই।

আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির। এর আগে, একটি প্রস্তুতি ম্যাচ পাবে আফগানরা। আগামী শুক্রবা বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

আফগানদের বিপক্ষে এই সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মাশরাফি-মুশফিকরা। আফগানদের সঙ্গে সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংলিশরা।

আফগানিস্তান স্কোয়াড: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত

সোনম জানান, বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না তিনি



বলিউডের মতো গ্লামার জগতে বেশ কয়েক বছর কাটিয়েও কিভাবে বিতর্ক ও স্ক্যান্ডাল মুক্ত রয়েছেন তার গোপন রহস্য জানিয়েছেন সোনম কাপুর।

ফ্যাশনের জন্য বিখ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন তিন সূত্র মেনে চলে বিতর্ক এড়াতে পারছেন তিনি। তা হলো মদ্যপান না করা, পার্টিতে না যাওয়া এবং প্রেম না করা।

সম্প্রতি এক ওয়েবসাইটের সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বেশ অনেক বছর গ্ল্যামার দুনিয়ায় কাটিয়ে ফেলার পরও কীভাবে এমন বিতর্কহীন জীবন কাটাতে পারলেন সোনম।

জবাবে সোনম বলেন, আমি আজ পর্যন্ত বলিউডের কারও সঙ্গে প্রেম করিনি। আমি পার্টিতেও যাই না, কারণ আমি মদ্যপান করি না।

সোনম জানান, পার্টির বদলে সোনাম প্রতি রাতে দশটা বেজে গেলেই গল্পের বই নিয়ে বিছানায় চলে যান । বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি রাম মাধবনীর ‘নীরজা’য় তার অভিনয় সবার প্রশংসা কুড়িয়েছে।এখন তিনি হোম প্রডাকশন ‘ভির দি ওয়েডিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে সোনাম ছাড়াও অভিনয় করছেন কারিনা কাপুর খান, সারা ভাস্কর।সোনম জানান,

আইওএস ১০ এর তিন না জানা ফিচার!




টেকজায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের আইওএস ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে। নিত্য নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই অপারেটিং সিস্টেমে। কিছু ফিচার আছে যেগুলো সাধারণত জানা না থাকলে চোখে পড়বে না। সেই অপারেটিং সিস্টেমের তেমনই তিনটি ফিচার তুলে ধরা হলো।

আইফোনের ক্যামেরা ভার্চুয়াল ম্যাগনিফাইং গ্লাস তৈরি :

আইফোনের ক্যামেরাকে চাইলে ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করে যে কোনো টেক্সটকে বড় আকারে দেখা যাবে। এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে Settings গিয়ে General এ ক্লিক করে Accessibility থেকে Magnifier অপশনটি অন করতে হবে। এরপর ক্যামেরা দিয়েই পাওয়ার বাটন ক্লি করে জুম করে লেখা পড়া যাবে ম্যাগনিফাইং গ্লাসের মত করে।


লকস্ক্রিনে যা দেখা যাবে নির্ধারণ করা :

ধরুণ আপনি ফোনটি কোথাও রেখে চলে গেলেন। সেই সময় কোনো ম্যাসেজ বা কিছু আসলে লকস্ক্রিণে তা দেখা যায়। অন্য কারও হাতে ফোনটি পড়লে নোটিফিকেশনের প্রিভিউ লকস্ক্রিণে দেখা যায়। এই বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে আইফোনের সেটিংস থেকে। এর জন্য সেটিংস থেকে Touch ID & Passcode অপশন গিয়ে যে বিষয়ের নোটিফিকেশন দেখা যাবে লকস্ক্রিনে তা নির্ধারণ করা যাবে।

লাইভ ফটো এডিটিং :

আইওএস ১০ অপারেটিং সিস্টেমে লাইভ ফটো ফিচারের আরও উন্নতি সাধন করা হয়েছে। আইওএস থেকে লাইভ ছবি সরাসরি সম্পাদনও করা যাবে। চাইলে ছবি এডিটিংয়ের পাশাপাশি সাইজ, ক্রপ, ফিল্টার ইত্যাদি যুক্ত করা যাবে।

ডিমনেশিয়া কি জানুন, সুস্থ্য থাকুন!




প্রতি ৩ সেকেন্ডে, পৃথিবীতে একজন মানুষ ডিমিনেশিয়া রোগে আক্রান্ত হচ্ছে। ২০৫০ সালের মধ্যে ডিমনেশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা তিন গুণ বেড়ে যাবে, যা ২১ শতকের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যায় পরিণত হতে পারে। সম্প্রতি এমনই শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা গুলো।

ডিমনেশিয়া শব্দটি এমন একটি অবস্থাকে বুঝায়, যার ফলে মস্তিস্কের বিভিন্ন ধরণের কার্যক্রম যেমন- স্মৃতি, চিন্তা, অন্যকে চিনতে পারা, ভাষা, পরিকল্পনা এবং ব্যক্তিত্বের অবনতি ঘটে। বিভিন্ন প্রকার ডিমনেশিয়ার মধ্যে আছে, ভাস্কুলার, লিউভডি এবং ফ্রন্টো টেম্পেরাল ডিমনেশিয়া।

এই রোগের লক্ষণ গুলো হচ্ছে; স্মৃতি শক্তি কমে যাওয়া, চিন্তা করতে গিয়ে সমস্যায় পড়া, কিছু বলতে গিয়ে শব্দ খুঁজে না পাওয়া, কাছের মানুষ চিনতে না পারা, মেজাজের পরিবর্তন ঘটা।

স্বাস্থ্যসম্মত জীবনাচার, আমাদের পরবর্তী জীবনে ডিমনেশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে। স্বাভাবিক ভাবে হৃতপিন্ডের কার্যকারিতার জন্য ভাল, মস্তিস্কের জন্য ভাল। যে কারনে সুষম খাদ্যগ্রহণ এবং নিয়মিত শারীরিক ও মানসিক ব্যায়ামের মাধ্যমে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ্য থাকা যাবে।

উল্লেখ, এ বছর বিশ্ব আলঝেইমার্স মাস সেপ্টেম্বর ২০১৬ পালন হচ্ছে। এই রোগের কারনে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে ডিমনেশিয়া হয়ে থাকে।ডিমনেশিয়া কি জানুন, সুস্থ্য থাকুন

‘পিঙ্ক’ নিয়ে দর্শককে বিশেষ অনুরোধ বিগ বি-র



‘না মানে না’- এই সংলাপ যেন এখন আগুনের মতোই ছড়িয়েছে৷ সৌজন্যে, অনিরুদ্ধ রায়চৌধুরির ছবি ‘পিঙ্ক’৷ দেশে নারীদের অবস্থান তুলে ধরা ছবিটি এমন এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যা ভাবিয়ে তুলেছে দেশবাসীকে৷

সে ছবি নিয়েই এবার এক বিশেষ অনুরোধ করলেন বিগ বি৷ না, শুধু ছবি দেখার অনুরোধ নয়৷ দর্শকদের পাশপাশি হল মালিকদের কাছেও তিনি বিশেষ এক আর্জি জানিয়েছেন৷ কী সেটা? তাঁর অনুরোধ, ছবি শেষ হওয়া মাত্র যেন হলের আলো জ্বালিয়ে না দেওয়া হয়৷ এমনকী ক্রেডিট টাইটেল শুরু হওয়া মাত্র দর্শক যেন উঠে চলেও না যান৷ বিগ বি জানাচ্ছেন, তাহলে কিন্তু বড় মিস৷ কেননা এর পরেও কিছু চমক অপেক্ষা করছে৷ সাধারণত ক্রেডিট টাইটল দেখানো মাত্রই দর্শকরা হল ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন৷ যদিও কলাকুশলীদের নাম শেষ হওয়ার পরই সিট ছেড়ে ওঠা রীতি৷ হাততালি দিয়ে অভিবাদনও জানানো হয়৷ দর্শক ধরে রাখতে একসময় ক্রেডিট টাইটেলের সঙ্গে আইটেম সং জুড়ে দেওয়ার রীতি চালু হয়েছিল৷ তবে ‘পিঙ্ক’ সে সব কিছু করেনি৷ কিন্তু বিগ বি যখন অনুরোধ করছেন, তখন যে চমকপ্রদ কিছু দেখা যাবে, তা বলাই বাহুল্য৷

T 2385 – #PINK theatre owners, PLEASE DO NOT PUT THE LIGHTS ON when the credits role ! There is a lot more to see after ! pic.twitter.com/jdXDnHtyRV

— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016

T 2385 – #PINK PLEASE be seated before start, remain seated till credits role .. there is more coming .. do not miss it . its important !!

— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016

জুলাইয়ে মাশরাফিদের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান



সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল গত মার্চে। ২৬ মার্চ ভারতের ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল মাশরাফি-মুশফিক-সাকিবরা।

সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে।

এরপর সাত অক্টোবর থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ। সেই থেকে শুরু করে ২০১৭ সালের জুন অবধি দেশের মাটিতে জাতীয় দলের কোনো সিরিজ নেই।

জুলাইয়ে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ীই বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। সেখানে সফরকারীরা দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডের পাশাপাশি খেলবে একটি টি-টোয়েন্টি।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দেশের মাটিতে কোনো সিরিজ না থাকলেও এই সময়ের মধ্যে বাংলাদেশ সফর করবে যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডে। এক জুন বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে নামবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে।

এরপর অক্টোবরে বাংলাদেশ উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। এফটিপি অনুযায়ী দেশের মাটিতে বা দেশের বাইরে ২০১৮ সালে বাংলাদেশের আর কোনো সফরসূচি চূড়ান্ত হয়নি।

৩ মিনিটেই তৈরি করুন মজাদার রেড ভেলভেট কেক



“কেক” খাবারটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বর্তমান সময়ে জনপ্রিয় একটি কেক হল রেড ভেলভেট। বড় বেকারি শপ ছাড়া এই কেকটি পাওয়া যায় না। তাই খেতে ইচ্ছা করলেও সব সময় খাওয়া সম্ভব হয়ে উঠে না। পছন্দের এই কেকটি আপনি চাইলে যখন তখন খেতে পারেন। ভাবছেন কীভাবে? খুব সহজে, মাত্র ৩ মিনিটে রেড ভেলভেট কেক ঘরে তৈরি করে নেয়া যায়। আসুন তাহলে মজাদের এই কেকের রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ:

৪ টেবিল চামচ ময়দা

১/৮ চা চামচ বেকিং পাউডার

৪ টেবিল চামচ চিনি

২ টেবিল চামচ কোকো পাউডার

৩ টেবিল চামচ দুধ

৩ টেবিল চামচ তেল

১টি ডিম

১/২ চা চামচ রেড ফুড কালার

ক্রিমের জন্য:

৪ টেবিল চামচ মাখন

ক্রিম চিজ

১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স

১ কাপ চিনির গুঁড়ো

প্রণালী:

১। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার, দুধ, তেল, চিনি এবং ডিম দিয়ে ভাল করে ফেটুন।

২। এরপর এতে লাল ফুড কালার দিয়ে ভাল করে মেশান।

৩। মিশ্রণটি মগে ঢালুন।

৪। এবার মাইক্রোওয়েভে ৭০ পাওয়ারে ২-৩ মিনিট বেক করতে দিন।

৫। আরেকটি পাত্রে মাখন এবং ক্রিম চিজ ভাল করে বিট করুন। এরসাথে ভ্যানিলা এসেন্স এবং চিনির গুঁড়ো দিয়ে দিন।

৬। মগ কেকের উপর এই ক্রিম দিয়ে দিন।

৭। ব্যস তৈরি হয়ে গেল দোকানের মত রেড ভেলভেট মগ কেক।

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

রান্না করা মাংস খাওয়ার পর বেঁচে গিয়েছে! তাহলে তৈরি করে নিন এই মজাদার মাংস ঝুরি!


একে আবার মাংস ভর্তা কিংবা মাংসের শুটকিও বলা হয়। রেসিপি দিয়েছেন আনার সোহেল।
উপকরণ: মসলা ছাড়া ভুনা মাংস ১ কাপ (থেতলে নেওয়া)। শুকনা মরিচ ৪ টি (সরিষার তেলে ভেজে নিতে হবে)। পেঁয়াজকুচি বড় ১টি। লবণ স্বাদ মতো। ধনেপাতা-কুচি ১ মুঠো। সরিষার তেল ১ টেবিল-চামচ।
পদ্ধতি: কাবাব দিয়েও করা যায় এটা।
প্রথমে মাংস হাত দিয়ে ঝুরি করে নিন। এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, শুকনা টালা বা ভাজা মরিচ ভেঙে নিন এবং ধনেপাতা, লবণ দিয়ে ভালো করে মাখান।
সঙ্গে মাংসের ঝুরি মিশিয়ে সরিষার তেল দিয়ে মাখান। ব্যস হয়ে গেল মজাদার মাংসের ভর্তা।
গরম ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

ঈদ রাঙাতে নানা আয়োজন আর বাহারি ঢঙে সেজে উঠেছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো!

কোরবানির ঈদকে সামনে রেখে টানা ছয়দিনের ছুটিতে কর্মজীবীদের একটা বড় অংশ ইতোমধ্যে গ্রামের বাড়িতে চলে গেলেও যেসব নগরবাসী রাজধানীতেই থাকছেন তাদের ঈদ রাঙাতে নানা আয়োজন আর বাহারি ঢঙে সেজে উঠেছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো।

ঈদুল আজহায় কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনের প্রায় অর্ধেকের বেশি সময় কেটে গেলেও এরপর ঈদের দিন বিকাল থেকেই এসব বিনোদন কেন্দ্রে সব বয়স আর শ্রেণি পেশার মানুষের ঢল নামবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
উপচে পড়া ভিড় সামলে নগরবাসীকে ‘নিরাপদ বিনোদন সেবা’ দিতে প্রস্তুতিও সম্পন্ন করেছে বিনোদনকেন্দ্রগুলো। জঙ্গি হামলার আশঙ্কাকে মাথায় রেখে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা বলয় তৈরির কথাও জানিয়েছে কেউ কেউ।



ঈদ উপলক্ষে বরাবরের মতো শাহবাগের শিশুপার্ক ও জাতীয় জাদুঘরে এবং জাতীয় চিড়িয়াখানায় শিশু-কিশোরদের ঢল নামবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
শাহবাগ শিশুপার্কের দায়িত্বরত কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান বলেন, ঈদে বরাবরই বাড়তি চাপ থাকে। তবে শিশু-কিশোরদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে শিশু পার্ক নতুনভাবে সাজানো হয়েছে।
বাড়তি চাপ সামলাতে কর্মচারীরাও সব সময় তৎপর থাকবে বলে জানান তিনি।

 ঈদ উপলক্ষে সকাল ৮টা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার ফটক।
ঈদের বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদ আনন্দ ‘শান্তিপূর্ণ’ করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ নিয়েছে বলে জানান কিউরেটর নজরুল ইসলাম।
তিনি বলেন, “নিরাপত্তার ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে আমরা সেখানে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। তাদের পাশাপাশি থাকবে আনসার বাহিনী।
“এবার বাড়তি ভিড়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা খুব তৎপর থাকছি,” বলেন চিড়িয়াখানার কিউরেটর নজরুল।

জাতীয় জাদুঘর মিলনায়তনে ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের জন্য প্রদর্শিত হবে তিনটি শিশুতোষ সিনেমা।
১৪ ও ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে আফজাল হোসেন পরিচালিত ‘ছোট কাকু’ সিরিজের ‘রাতবিরাতে সাতক্ষীরাতে’।
১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা ও ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ সিনেমাটি প্রদর্শিত হবে।
মোরশেদুল ইসলামের ‘দুরত্ব’ সিনেমাটি দেখানো হবে ১৪ ও ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়।



রাজধানী ছেড়ে খানিক দূরে বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক। ঈদ উপলক্ষে তরুণ প্রজন্মের বিনোদন পিয়াসীদের কথা মাথায় রেখে এই দুই কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি।
ফ্যান্টাসি কিংডমের গণযোগাযোগ কর্মকর্তা মাহফুজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্কের কনকর্ড, ওয়াটার কিংডম কনকর্ড, হেরিটেজ পার্ক কনকর্ডের নিয়মিত রাইডের সবগুলোই খোলা থাকবে ঈদ উপলক্ষে।
 তিনি বলেন, ‘ফেস্টিভ মুডে’ সাজানো ফ্যান্টাসি কিংডমের নিয়মিত আয়োজনগুলোর পাশাপাশি থাকছে ডিজে শো, অ্যাক্রোবেটিক শো ও ড্যান্স শো। তবে ঈদ উপলক্ষে কোনো ‘স্পেশাল প্যাকেজ’ বা ‘ছাড়’ থাকছে না।
সকাল ১০টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে ফ্যান্টাসি কিংডম। দর্শকের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে নন্দন পার্ক খোলা থাকবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা অবধি এবং পরের দিন থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি।
নন্দন পার্কের প্রধান বিপণন কর্মকর্তা জুবায়েদ আল হাফিজ জানান, এবার ঈদ উপলক্ষে পার্কের সবগুলো রাইডই খোলা থাকবে। খোলা থাকবে ওয়াটার ওয়ার্ল্ডও।
যমুনা ফিউচার পার্কে ঈদুল আযহা উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘ঈদ ফিয়েস্তা’।




যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ আয়োজন করেছে ‘যত শপিং তত উপহার’ ক্যাম্পেইন। পার্কের সেন্ট্রাল কোর্টে ফ্যাশন শোর পাশাপাশি বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকছে ডি জে শো।
ইস্ট কোর্টে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজিত মিউজিক্যাল শোতে পারফর্ম করবেন মিলা, হাসান, পথিক নবী, কণা, ন্যান্সি, শাওন, লেমিসসহ দেশের খ্যাতনামা শিল্পীরা।
ঈদের দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা অবধি থাকছে ফায়ার ড্যান্স শো, দুপুর ১২টা থেকে রাত ১০টা অবধি বাচ্চাদের জন্য কিডস শো, ম্যাজিক শোর পাশাপাশি ফিউচার পার্কে থাকবে ফায়ার ওয়ার্কস শো।
যমুনা ফিউচার পার্কের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান মোহাম্মদ আলমগীর আলম বলেন, “ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এবার আয়োজনের কমতি নেই আমাদের। নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করে আমরা সিকিউরিটি ফোর্সদের সতর্ক অবস্থানে থাকতে বলেছি।”

চলচ্চিত্রমোদী দর্শকের জন্য স্টার সিনেপ্লেক্স ১২ অগাস্ট মুক্তি দিচ্ছে হলিউডের সিনেমা ‘ব্যাড মমস’। জন লুকাস ও স্কট মুরের যৌথ পরিচালনায় এতে অভিনয় করেছেন মিলা কুনিস, ক্রিস্টেন বেল, ক্যাথরিন হ্যানসহ আরও অনেকে।
প্রস্তুতি সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম প্রেক্ষাগৃহ যমুনা ব্লকবাস্টারস সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা ও শ্যামলী সিনেপ্লেক্স।
ঈদুল আযহা উপলক্ষে নির্মিত ঢাকাই সিনেমা ‘শুটার’ প্রদর্শন করবে ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা। সিনেমাটিতে শাকিব খান জুটি বেঁধেছেন নবাগত নায়িকা শবনম বুবলির সঙ্গে।

মর্গ্যান ও হেলস আসছে না বাংলাদেশে!

নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান দলের সঙ্গে বাংলাদেশ সফরে যাবেন না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই কারণ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগাস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি। অবশ্য এর আগে থেকেই সফর নিয়ে অস্বস্তির কথা জানাচ্ছিলেন মর্গ্যান। কয়েক দিন আগেও ইঙ্গিত দিয়েছিলেন সফরে না আসার বিষয়ে। অবশেষে রোববার বিষয়টি নিশ্চিত করে ইসিবি।
উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার এখন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আগামী শুক্রবার ওয়ানডে ও টেস্ট দলের নাম ঘোষণা করা হবে।
ইংল্যান্ড বাংলাদেশে পৌঁছবে ৩০ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। ২০ অক্টোবর শুরু হবে ২ টেস্টের সিরিজ।
মর্গ্যানসহ যারা বাংলাদেশ সফরে যাওয়া নিয়ে যারা দ্বিধায় ভুগছেন তাদের সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। এর মধ্যেই মর্গ্যান ও হেলস তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

“আমরা ওয়েন ও অ্যালেক্সের সিদ্ধান্তের কারণ বুঝতে পেরেছি এবং এটাকে সম্মান করছি; কিন্তু তারা বাংলাদেশ সফরের যাওয়ার দল নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় আমরা একই সঙ্গে হতাশও।”
ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলোচনার পর আর কেউ সফর থেকে সরে দাঁড়াবে না বলে আশা করছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্রাউস এর আগে খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, জায়গা ছেড়ে দিলে দলে ফেরার কোনো নিশ্চয়তা নেই।
এর আগে স্টুয়ার্ট ব্রড, মইন আলি, ক্রিস জর্ডান ও লিয়াম ডসন খোলাখুলি জানান তারা বাংলাদেশ সফরে যাবেন।
উপমহাদেশে অতীতের অভিজ্ঞতা শঙ্কিত করে তুলেছিল ২৯ বছর বয়সী মর্গ্যানকে। কয়েক দিন আগে তিনি বলেছিলেন, “ব্যক্তিগতভাবে সবাই চায় স্বস্তিতে থেকে ক্রিকেটে মন দিতে। কিন্তু আমার ক্ষেত্রে আগেও এমন হয়েছে যেখানে মনোযোগে ব্যাঘাত ঘটেছে এবং এক বা দুবার সেটি হয়েছে নিরাপত্তাজনিত কারণে। তখন আমি নিজেকেই বলেছিলাম যে এই ধরনের পরিস্থিতিতে নিজেকে আর ঠেলে দেব না।”
দুটি ঘটনার কথা আলাদা করেই বলেন মর্গ্যান। একটি ২০১০ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়। আরেকটি অভিজ্ঞতা ছিল বাংলাদেশেই; গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে ২০১৩ সালে খেলতে এসেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। বাংলাদেশে তখন চলছিল নির্বাচন পূর্ব রাজনৈতিক অস্থিরতা।
“২০১০ সালে আইপিএলের ম্যাচ খেলছিলাম বেঙ্গালুরুতে, মাঠের বাইরে বোমা বিস্ফোরণ হয়। আমরা খুব দ্রুতই মাঠ ছেড়ে সরাসরি চলে যাই বিমানবন্দরে। সেটি একটি ঘটনা; আরেকটি ছিল বাংলাদেশে। খেলতে গিয়েছিলাম ঘরোয়া ক্রিকেটে। নির্বাচনের সময় তখন পরিস্থিতি ছিল অবিশ্বাস্য রকমের ভয়াবহ।"

শোলাকিয়ায় এবার নিরাপত্তায় থাকছে বিজিবি! নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলার পর বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ার নিরাপত্তায় এবার পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।


মুসল্লির নিরাপত্তা ও নির্বিঘ্নে জামাত নিশ্চিত করার লক্ষে প্রথমবারের মতো বিজিবি মোতায়েন করা হল বলে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান।
এবার ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল ৯টায়। শোলাকিয়ার জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ার ঈদ জামাতের আড়াইশ মিটারের মধ্যে এক পুলিশ চেকপোস্টে কয়েকজন হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে দুই পুলিশ নিহত হন।
এরপর গোলাগুলি শুরু হলে এক হামলাকারী নিহত হন; পরে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়।
এসপি জানান, গত ঈদুল ফিতরের দিনে সন্ত্রাসী হামলার পর এবারের জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি।
“তাই শোলাকিয়া মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে এবারেই প্রথমবারের মতো নামানো হচ্ছে তিন প্লাটুন বিজিবি।”
এছাড়া সহস্রাধিক পুলিশ মাঠ ও এর আশ-পাশে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে। তাছাড়া র‌্যাব ও এপিবিএন সদস্যরাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুল আরেফিন জানান, ঈদগাহ মাঠ ঘিরে রাখাসহ বিভিন্ন প্রবেশ পথে র‌্যাব দায়িত্ব পালন করবে এবং মাঠের আশ-পাশে বিভিন্ন উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়েও নজরদারি করবে।
“মাঠে পাহারার পাশাপাশি বিস্ফোরকের ব্যাপারে নিশ্চিত হতে নিয়মিতভাবে সুইপিং করা হচ্ছে। এছাড়া আশ-পাশের বাড়ি-ঘর তল্লাশিসহ লোকজনের চলাফেরার উপরও নজরদারি করা হচ্ছে।”
নিরাপত্তা নিশ্চিত করতে পাতলা জায়নামাজ ছাড়া সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, গত ঈদে অপ্রত্যাশিত জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই এবার নিরাপত্তা ব্যবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভব সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর ফলে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ঈদের জামাত সম্পন্নের আশা করছেন তিনি।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদ-উল আজহা!


বিপুল উৎসাহ, উদ্দীপনা আর যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদ-উল আজহা।
সোমবার (১২ সেপ্টেম্বর) ফজরের পর মুসলমানরা দলবেঁধে রওনা হন মসজিদে ঈদের জামাত আদায়ের উদ্দেশ্যে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে জাতীয় মসজিদ ধিরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৫টা ৫৫ মিনিটে।
রীতি অনুযায়ী নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময় করেন।
ঈদের নামাজ আদায়ের পর দোয়া, খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে ঈদ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়াও মক্কার হারাম শরীফ, মদীনার মসজিদে নববীসহ বেশ কয়েকটি স্থানে বড় বড় জামাত অনুষ্ঠিত হয়।

চর্বি বাদ দিয়ে মাংস খান!


রেড মিট বা লাল মাংসের ক্ষতিকর দিক সম্পর্কে শুনতে শুনতে অনেকেরই মনে হতে পারে, লাল মাংস তথা গরু-খাসির মাংসের বুঝি কোনো ভালো গুণ নেই। আসলে লাল মাংস সম্পর্কে সতর্কবাণীর প্রায় পুরোটাই বয়স্কদের জন্য, যাঁদের রক্তে কোেলস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা যাঁরা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন। কিন্তু যাঁদের বয়স ৩০-এর নিচে, রক্তে কোেলস্টেরলের মাত্রা ঠিক আছে, বাড়তি মেদ নেই, ওজনও স্বাভাবিক, তাঁদের জন্য লাল মাংসের এই নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয়।
কৃশকায় গরুর মাংসকে স্বাস্থ্যসম্মতই বলা চলে। কারণ তাতে কোেলস্টেরল কম। এ ধরনের মাংস দৈনিক ৫০-১০০ গ্রাম গ্রহণে খুব একটা অসুবিধা নেই। গবেষকেরা আরও বেলছেন, গ্রাস ইটার (ঘাস, খড় খেয়ে বড় হওয়া) গরুর মাংসে প্রক্রিয়াজাত খাবার খাওয়া ফার্মের গরুর তুলনায় চর্বি কম থাকে। তবে হৃদ্রোগ, ওজনাধিক্য, রক্তে চর্বির আধিক্য ও ক্যানসারের ঝুঁকি থাকলে লাল মাংস এড়িয়ে চলা উচিত।
গরুর মাংস বা লাল মাংস হচ্ছে প্রাণিজ প্রোটিন, আয়রন, জিঙ্ক, থায়ামিন, রিবোফ্ল্যাভিন, সেলেনিয়াম ও ভিটামিন বি১২-এর অন্যতম উৎস। এই গরুর মাংসই হতে পারে স্বাস্থ্যকর খাবার, যদি চর্বি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে খাওয়া যায়। কৃশকায় গরুর মাংস কিংবা চর্বি বাদ দেওয়া গরুর মাংসে সম্পৃক্ত চর্বি কম থাকে। তাই ঝুঁকিও কম। কম চর্বিযুক্ত গরুর মাংসের চেয়ে বরং অতিরিক্ত ভাত খাওয়া বেশি ঝুঁকিপূর্ণ।
অনেকের ধারণা, গরুর মাংসে শুধু ক্ষতিকর সম্পৃক্ত চর্বিই থাকে। আসলে তা নয়। লাল মাংসের এসব ঝুঁকির পেছনে মূলত দায়ী মাংস প্রক্রিয়াজাতকরণ। দেখা গেছে, দৈনিক ৫০ গ্রাম প্রক্রিয়াজাত মাংস গ্রহণে হৃদ্রোগের ঝুঁকি ৪২ আর ডায়াবেটিসের ঝুঁকি ১৯ শতাংশ বৃদ্ধি পায়। মাংস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ব্যবহৃত উপাদানের কারণে মাংসে সোডিয়াম ও নাইট্রেট বেশি থাকে। লবণের কারণে উচ্চ রক্তচাপ হয়, নাইট্রেটের জন্য রক্তনালির দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং ইনসুলিন নিঃসরণ কমে গিয়ে ডায়াবেটিসের প্রবণতা বাড়ায়। এর ফলাফল—হৃদ্রোগ ও ডায়াবেটিসের ঝুঁকি।
কোনো কিছু যেমন বেশি ভালো নয়, গরুর মাংসও তেমন বেশি খাওয়া ভালো নয়। তবে ঢালাওভাবে সবাই গরুর মাংস এড়িয়ে চলবেন, এটা ঠিক নয়। সাধারণত কম চর্বিযুক্ত গরুর মাংস শিশু-কিশোর, তরুণ-যুবার জন্য পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত।



সূত্রঃ প্রথম আলো

এবারের ঈদে তাহসানের নাটক গুলো কোন কোন চ্যানেলে প্রচার হবে দেখে নিন।

 
মিষ্টার এবং মিসেস-
প্রচারিত হবে ঈদের ২য় দিন, রাত ১১.৩০ মিনিটে এনটিভি তে
অভিনয়ঃ তাহসান, মিথিলা




#ভালোবাসার পঙ্তিমালা-
প্রচারিত হবে ঈদের ৩য় দিন, দুপুর ২.১৫ মিনিটে এনটিভি তে
অভিনয়ঃ তাহসান, মিথিলা, অপূর্ব, ইরেশ, মম, টয়া


 
#দৃষ্টির বাইরে-

প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন  সন্ধ্যা ৭.১০ মিনিটে আরটিভিতে
অভিনয়ঃ তাহসান,কেয়া রহমান।




#এই পথ যদি না শেষ হয়-
প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠদিন,রাত ৮.৩০ মিনিটে জি টিভিতে
অভিনয়ঃ তাহসান, সাফা কবির



#তোমায় ভালবেসে -
প্রচারিত হবে ঈদের ৭তম দিন,রাত ৮.৩০ মিনিটে আরটিভিতে
অভিনয়ঃ তাহসান, আনিকা





আরটিভির ঈদ আয়োজন!



সাকিব আল হাসান ও শিশির এর একান্ত আলাপচারিতামুলক অনুষ্ঠান “আমি আর তুমি”



বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার সহধর্মিনী শিশির এর একান্ত আলাপচারিতামুলক অনুষ্ঠান “আমি আর তুমি”।
দেখবেন, Rtv-তে (১৬.০৯.২০১৬) ঈদের চতুর্থ দিন বিকেল ৫:২০ মিনিটে
প্রযোজনা: শিবলী জিয়া



পাওয়ার নিবেদিত বিরতিহীন ঈদ নাটক ‘‘ভূতের ভ্যালেন্টাইন"


পাওয়ার নিবেদিত বিরতিহীন ঈদ নাটক ‘‘ভূতের ভ্যালেন্টাইন"
প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১১ টায় Rtv।
রচনা ও পরিচালনা : ইমরাউল রাফাত।


শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

ঈদে ঘুরে আসুন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের স্বপ্নের নক্ষত্রবাড়িতে!


এবার ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের স্বপ্নের নক্ষত্রবাড়িতে। কর্মব্যস্ত নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠে অনেকেই খোঁজেন প্রশান্তির ছোঁয়া। একেবারে নিরিবিলি, মনোরম ও স্নিগ্ধ পরিবেশে ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে দু-দণ্ড প্রকৃতির সান্নিধ্য পেতে ঘুরে আসতে পারেন  নক্ষত্রবাড়ি।
নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফারেন্স সেন্টার এর সহকারি বিক্রয় –বিপণন ও জনসংযোগ কর্মকর্তা নিজাম উদ্দিন আল সুমন বলেন, ঈদে অতিথিদের স্বাগত জানাতে নক্ষত্রবাড়ি প্রস্তুত।
সুমন বলেন, আধুনিক স্থাপত্যশিল্প আর নয়নাভিরাম প্রকৃতির মাঝে অতিথিদের সময়কে উপভোগ্য করে তুলতে চমৎকার সব ব্যবস্থা রয়েছে এখানে। রয়েছে রেস্তোরাঁ, ওয়াটার বাংলো, সুইমিং পুল, জুস বার ,বিলিয়ার্ড ও  বোটিং এর ব্যবস্থা।
এছাড়া অতিথিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ।

ভাড়া: পানির ওপর কটেজগুলো ২৪ ঘণ্টার ভাড়া ১০ হাজার ৭৫২ টাকা। বিল্ডিং কটেজের ভাড়া কাপলবেড ৮ হাজার ২২২ টাকা এবং টু-ইন বেড ৬ হাজার ৯৫৮ টাকা। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা। এছাডা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকতে চাইলে ব্যয় করতে হবে মাত্র ২ হাজার পাঁচশত টাকা। যেখানে সকালের নাস্তা , দুপুরের বুফে লাঞ্চ ও বিকেলের নাস্তা থাকছে।
যোগাযোগ: ০১৫৫১ ২২২২১১, ০১৭৭২২২৪২৮১-৮৪।
 

ঈদ স্পেশাল রেসিপি!

বন্ধুরা, ঈদের নানা কাজ গোছাতে এখনো হয়তো ব্যস্ত অনেকে। এরই মধ্যে ভাবতে হচ্ছে ঈদের বিশেষ রান্না নিয়ে। আপনার ভাবনা কমাতে মজার কয়েকটি আইটেমের সহজ রেসিপি দিয়েছেন সৃষ্টি ফুড ক্রিয়েশনের কর্ণধার-দেশের স্বনামধন্য রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি।

লায়ালি লুবনান  
উপকরণ-লাচ্ছা সেমাই ১/৪কাপ, সুজি ১/৪কাপ, কনডেন্স মিল্ক ১টিন, ডিম ১টি, পানি ২কাপ, গোলাপ জল ১চা চামচ, মধু ৩টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৩টেবিল চামচ, কাজু বাদাম কুচি ৩টেবিল চামচ, চেরি ৪/৫টি, বাটার ক্রিম(ডিমের সাদা ১টি, আইসিং সুগার পোনে ১কাপ, বাটার ২০০গ্রাম,বরফ ১কিউব,কর্নফ্লাওয়ার ১টেবিল চামচ, এসেন্স ১ফোটা সব দিয়ে ক্রিম বানানো) ও লবণ ১চিমটি।
প্রস্তুত প্রণালী-একটি পাত্রে ডিম কনডেন্স মিল্ক ও পানি মিশিয়ে সেমাই ও সুজি দিয়ে মিশিয়ে জ্বাল দিতে হবে। ঘন হযে আসলে গোলাপ জল দিয়ে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে একটু ঠাণ্ডা করে নিতে হবে। এবার বাটার ক্রিম দিয়ে ওপরে বাদাম ও চেরি ছিটিয়ে মধু দিয়ে সেট করে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।









দম বিরিয়ানি
উপকরণ
মাংস মাখাতে -গরু অথবা খাসির মাংশ ১কেজি,টকদই ১/২কাপ,কাশ্মীরি মরিচের গুঁড়া ২চা চামচ, পেঁয়াজ বাটা ২টেবিল চামচ,অদা বাটা ১টেবিল চামচ,রসুন বাটা ১টেবিল চামচ,জিরা বাটা ১চা চামচ,গরম মশলা বাটা ১চা চামচ,পোস্তদানা বাটা ১চা চামচ,ঘি ২টেবিল চামচ ও লবণ স্বাদমত।
বাসমতি চাল ১/২কেজি,বড় এলাচ ১টি,ছোট এলাচ ৩টি,দারচিনি টুকরা,তেজপাতা ২টি, কিশমিশ ১টেবিল চামচ, কাজুবাদাম ১০/১২টি, কাচামরিচ ৬/৭টি, জাফরান ভেজানো দুধ ১কাপ, জাফরান ১চিমটি, গোলাপজল ১টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১/৪কাপ,ঘি ৩টেবিল চামচ ও লবণ স্বাদমত।
প্রস্তুত প্রণালী-মাংস মাখানোর সমস্ত উপকরণ একসাথে মেখে ২/৩ঘন্টা রেখে দিন। চাল ১৫মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। হাড়িতে পরিমাণমত পানি বসিয়ে তাতে লবণ ও আস্ত গরম মশলা দিয়ে পানি ফুটিয়ে তাতে চাল দিন। চাল আধা সেদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এবার যেই পাত্রে বিরিয়ানি দমে বসাবেন সেই পাত্রে মেখে রাখা মাংস বিছিয়ে বেরেস্তা, বাদাম, কিশমিশ, আধাসেদ্ধ চাল, জাফরান, বাদাম, গোলাপজল, কাঁচা মরিচ ও জাফরান ভেজানো দুধ দিয়ে ফয়েল পেপার অথবা ময়দার রুটি বানিয়ে হাড়ির মুখ চারপাশ দিয়ে মুরে বন্ধ করে দিন,যাতে করে কোনো ভাপ বের হতে না পারে। এবার গরম লোহার তাওয়ার ওপর হাড়ি বসিয়ে মৃদু আচে দেড় ঘণ্টা রেখে দিন। এবার ফয়েল পেপার খুলে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

খাসির চাপ
উপকরণ-খাসির মাংস ৫০০গ্রাম, একটু বড় পিস করে কেটে হালকা করে ছেঁচে নিন। পেঁয়াজ বাটা ২টেবিল চামচ, আদা বাটা ১টেবিল চামচ, রসুন বাটা ১টেবিল,গরম মশলা গুড়া ১চা চামচ, জয়ফল, জৈয়ত্রী বাটা ১/৪চা চামচ, জিরা গুড়া ১চা চামচ, হলুদ গুঁড়া ১/২চা চামচ,মরিচ গুঁড়া ১চা চামচ, গোলমরিচ বাটা ১চা চামচ, কাচামরিচ ৩/৪টি, ধনেপাতা কুচি ২টেবিল চামচ, সরিষার তেল ৫টেবিল চামচ ও লবণ স্বাদমত।
প্রস্তুত প্রণালী-মাংসের সাথে সমস্ত উপকরণ মেখে ২/৩ঘন্টা মেখে রাখুন। এবার কড়াইতে চাপ ঢেলে কষিয়ে পরিমাণমত পানি দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হলে চাপ ভাজা ভাজা করে কাচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

এবার ঈদের ছুটিতে টেকনাফ ঘুরে আসতে পারেন!


কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে সারা বছরই পর্যটকদের ঢল থাকে। তবে এমন অনেকে আছেন, যারা কক্সবাজার গিয়েও টেকনাফ না বেড়িয়েই চলে আসেন। অথচ নাফ নদী, জলিলের দিয়া, নেটং পাহাড়, কুদুম গুহা আর সাদা বালুর নিরিবিলি সৈকতের হাতছানি এড়ানো ভ্রমণপিপাসুদের জন্য সত্যি কঠিন। এবার ঈদের ছুটিতে তাই টেকনাফ ঘুরে আসতেই পারেন।
সমুদ্রসৈকত টেকনাফ: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের শেষ সীমানা হচ্ছে টেকনাফ। এবার সৈকতে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এখানে সেন্ট্রাল রিসোর্ট হোটেলে চাইলে রাত যাপন করা যায়। হোটেল লবি থেকে দেখা যাবে সাগরসৈকত। টেকনাফ পুরোনো বাসস্টেশন থেকে রিকশা, অটোরিকশা ও চাঁদের গাড়িযোগে (জিপ) সমুদ্রসৈকতে যাওয়া যায়। জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার দূরে টেকনাফ সমুদ্রসৈকত। সেখানে গিয়ে দেখতে পাবেন সারিবদ্ধ লাল কাঁকড়া, শামুক, ঝিনুক, জেলেদের মাছ ধরার অপরূপ দৃশ্য। টেকনাফ সৈকত পাড় থেকে সাড়ে তিন কিলোমিটার উত্তরে শীলখালী নামের স্থানে গেলে দেখতে পাবেন বিশাল আকৃতির সব পাথর। টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণ শাহপরীর দ্বীপের ঘোলাপাড়ায় ডোবাচরও দেখে আসা যায়। শীত মৌসুমে এখানে বিপুলসংখ্যক অতিথি পাখির সমাগম ঘটে।

 মথিনের কূপ:
টেকনাফ বাস টার্মিনাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পুলিশ কোয়ার্টার প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক মাথিনের কূপ। কলকাতার পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের সঙ্গে টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র কন্যা মাথিনের নিবিড় প্রেমের সাক্ষী এই কূপ। এই কূপ থেকেই পানি সংগ্রহ করতে গিয়ে ধীরাজের সঙ্গে দেখা হয় মাথিনের।
নেটং পাহাড়: শহর থেকে দুই কিলোমিটার দূরে নেটং পাহাড়ে গিয়ে বন্য সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই পাহাড়ে হাতি, হরিণ, বানর, ভুতুম প্যাঁচা, পাহাড়ি মুরগি, ময়ূর, মেছো বাঘসহ কয়েক প্রজাতির পশুপাখির বসবাস। নেটং পাহাড়ে যাওয়ার পথে পড়বে পাহাড়ের গা বেয়ে নামা ঝিরি-ঝরনা। পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যায় পাহাড় সারি আর নাফ নদীর অপরূপ দৃশ্য। এই পাহাড়ের খুব কাছেই রয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় তৈরি ব্রিটিশ সেনাবাহিনীর বাংকার ও ব্রিটিশ স্থাপনা টি অ্যান্ড টি ভবন। এখানে সরু পাহাড়ি পথ ধরে হেঁটে প্রাচীন বৌদ্ধমন্দিরও দেখে আসতে পারেন। নেটং পাহাড়ের প্রায় ১০ কিলোমিটার দূরে মোছনী নামক স্থানে প্রান্তিক লেক ও ন্যাচারাল পার্ক অবস্থিত। হাতে সময় থাকলে একই যাত্রায় প্রান্তিক লেক ও ন্যাচারাল পার্ক ঘুরে আসতে পারেন। পার্কের পাশেই একটি নিরিবিলি হ্রদের তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসতে পারেন। তবে এ জায়গায় দল বেঁধে যাওয়াই ভালো। পার্কে প্রবেশ ফি ১০ টাকা।


নাফ নদী ও জলিলের দিয়া:
যেকোনো এক বিকেলে বেরিয়ে পড়ুন নাফ নদীতে সময় কাটাতে। এ সময় নদীর পার্শ্ববর্তী এলাকা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। নাফ নদীর মাঝখানে টেকনাফ স্থলবন্দরের পূর্ব পাশে জলিলের দিয়ার অবস্থান। যুগ যুগ ধরে টেকনাফের কিছু লোক ওই দ্বীপে চিংড়ি ও লবণের চাষাবাদ করে আসছিল। বর্তমানে সেখানে গড়ে তোলা হচ্ছে বিশেষ পর্যটন এলাকা। টেকনাফ সদর থেকে নাফ নদীর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। অনেকে শহরের দিকে না গিয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটন হোটেল নেটং, সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো ও বন বিভাগের বাংলোয় রাতযাপন করেন।


কুদুম গুহা:
কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে হোয়াইক্যং। হোয়াংক্যংয়ের পাহাড়ে কুদুম গুহার অবস্থান। হোয়াইক্যং স্টেশন থেকে পশ্চিম দিকে শামলাপুর যাওয়ার পথেই পড়বে এটি। সেখানে যেতে হলে সহযোগিতা নিতে পারেন হোয়াইক্যং বন বিভাগের বন প্রহরীদের। যেতে হবে হেঁটে। সময় লাগবে প্রায় এক ঘণ্টা।
কীভাবে যাবেন টেকনাফ: চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন, বহদ্দারহাট ও সিনেমা প্যালেস থেকে সকাল ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত সৌদিয়া, এস আলম বাস চলাচল করে। কক্সবাজার এসে লিংক রোড ও জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত টেকনাফের বাস চলাচল করে। কক্সবাজার থেকে টেকনাফ আসতে সময় লাগে আড়াই ঘণ্টা।

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates