সম্প্রতি সালমান খানের নতুন ছবি `টিউব লাইট` এর শুটিং শুরু হয়েছে !
শাহ্রুখ কে ও দেখা যাবে এই ছিবিটি তে অতিথি হিসেবে।

`টিউব লাইট`এ সালমানের চীনা নায়িকা
শুটিং শুরু হয়েছে কিন্তু শুটিং শুরুর পরেও এই ছবির নায়িকা কে হচ্ছেন তা জানায় নি পরিচালক কবির খান। অবশেষে প্রকাশ্যে এলো তার নাম।
জানা গেছে, চীনা অভিনেত্রী ঝু ঝু ছবিটিতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন। গত ৩ আগস্ট মুম্বাইয়ে এসে হিন্দি ভাষা শেখার তালিম নিয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৮ আগস্ট থেকে লাদাখে ‘টিউবলাইট’-এর কাজ শুরুও করেছেন তিনি।
সম্প্রতি সেখানে সালমানের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঝু ঝু। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাদাখে হিমালয়ের রাজ্যের প্রাণকেন্দ্র লেহ’র উঁচু স্থানে জনাব সালমান খানের সঙ্গে।

সূত্রঃ গো নিউজ
একটি মন্তব্য পোস্ট করুন