LATEST UPDATE

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ছোটপর্দার এ সময়ের মডেল-অভিনেত্রী শাহতাজ এবার গান নিয়ে আসছেন শ্রোতাদের জন্য।


গানচিল মিউজিক থেকে বের হচ্ছে এবারের ঈদ উপলক্ষে তার গাওয়া প্রথম গান ।
এর শিরোনাম ‘উড়ে যাই’। 
‘উড়ে যাই’ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নবীন গায়ক বামি। এর কথা লিখেছেন তৌফিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত। ঈদের পর এর মিউজিক ভিডিও হবে বলে জানা গেছে।

গান কখনও শেখেননি জানিয়ে শাহতাজ ‘তার বড় বোন তনিমা গান গায়। তবে সে-ও গান শেখেনি। ওর গলা ঈশ্বরপ্রদত্ত বলতে পারেন।’
 
প্রথমবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেও দর্শকদের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা আছে শাহতাজের। এসএ টিভির একটি অনুষ্ঠানে জনপ্রিয় ইংরেজি গান গেয়েছিলেন তিনি।  নিয়মিত গাওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত নন। এটা আসলে নির্ভর করে প্রথম গান বের হওয়ার পর কেমন সাড়া পাই তার ওপর। তবে আমরা সবাই এ নিয়ে অনেক আশাবাদী।

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে।

দুই মাস আগে গুলশান ও শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে জঙ্গি হামলার পর এই ঈদে পশুর হাটগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।
পুলিশের ‘ওয়াচ টাওয়ার’ থেকে পুরো হাটে নজর রাখার পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরাও বসানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪টি এবং উত্তর সিটি করপোরেশনে নয়টি জায়গায় পশুর হাট বসছে।
মঙ্গলবার খিলক্ষেতের বনরূপা, মেরাদিয়া, দনিয়া, যাত্রাবাড়ী, রহমতগঞ্জ, মহাখালী টিএন্ডটি মাঠ হাট ঘুরে সেখানকার বেশিরভাগ প্রস্তুতিমূলক কাজ শেষ হতে দেখা গেছে।

কোথায় কোন হাট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন- জিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, মেরাদিয়া বাজার, ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠ, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, লালবাগ হাজী দেলোয়ার হোসেন মাঠ ও পাশের খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির সামনের মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাধ পর্যন্ত খালি জায়গা, যাত্রাবাড়ী কাঁচাবাজারের ভেতরের জায়গা, কমলাপুর স্টেডিয়ামের পাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ ও শ্যামপুর বালুর মাঠ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন- গাবতলী, উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মাঝের ব্রিজের কাছের খালি জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার খালি জায়গা, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাষানটেক বেনারসী পল্লী মাঠ ও খালি জায়গা, মহাখালীর কড়াইল টিএন্ডটি মাঠ, বাড্ডা পশুর হাট, আশিয়ান সিটি হাউজিং পশুর হাট ও ভাটারা সাঈদনগর পশুর হাট।

বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু এনে এসব হাটে নামাচ্ছেন বিক্রেতারা।
তবে ঈদের পাঁচদিনের আগে হাটে বেচাকেনায় সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা থাকায় এখনও বিক্রি শুরু হয়নি এসব হাটে। ক্রেতারা এলেও গরু কিনছেন না, দেখেশুনে চলে যাচ্ছেন। হাটগুলোয় ভিড় জমাচ্ছেন উৎসুক লোকজন।

বনরূপা আবাসিক এলাকার কোরবানির হাটের ইজারাদারের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  আগামী বৃহস্পতি বা শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। তার আগে সোমবার রাত থেকে পুরোদমে গরু আসবে।


হাটের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, গরু বাঁধার বাঁশের খুঁটি বসানো হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য কাজ চলছে।
হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন,  “আমরা ৫০ জন আনসার নিয়েছি। এছাড়া আমাদের ৫০০ স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক হাট তদারক করবে। সিসি ক্যামেরা বসানো হবে ২৫টি। এখনও কাজ চলছে।”

পুলিশের সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার কৃষ্ণপদ রায় বলছেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোরবানির হাটগুলোয় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
“কেন্দ্রীয় কন্ট্রোলরুম ছাড়াও প্রতিটি হাটে একটি করে কন্ট্রোলরুম থাকবে। সেখানে পর্যাপ্ত সিসি ক্যামেরাও থাকবে। প্রতিটি হাটের ওয়াচ টাওয়ার থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হবে।”
কেউ মোটা অংকের টাকা বহন করার সময় পুলিশকে জানালে পুলিশ সহায়তা করবে। ‘অজ্ঞান পার্টির’ বিষয়ে বিশেষ টিম কাজ করবে।

 এছাড়া জাল টাকা শনাক্তে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় হাটগুলোয় যন্ত্র থাকবে জানিয়ে কৃষ্ণপদ রায় বলেন, “হাটের আশপাশের ব্যাংকগুলোয় সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা চালু রাখার জন্য আমার অনুরোধ করেছি।”
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ৩৬টি গরু নিয়ে রোববার বনরূপা হাটে এসেছেন আটজনের এক দল ব্যবসায়ী।
এদের একজন মো. তপু রায়হান জানান, গত পাঁচবছর ধরে এই হাটে গরু নিয়ে আসেন তিনি। গত বছর তেমন লাভ না হলেও এবার লাভের আশা করছেন।
“পাঁচ বছর ধইরে এই হাটে আসি। গতবার সমান সমান ছিল। এইবার যদি ইন্ডিয়ান গরু না আইসে তাইলে ভাল ব্যবসা হবি।”

আগেভাগে এলে হাটে গরু রাখার ভালো জায়গা পাওয়া যায় বলে নিজের তিনটি গরু নিয়ে শনিবার হাটে এসেছেন বলে জানান কুষ্টিয়ার রবিউল ইসলাম।
“আগে না আসলি ভালো জাগা পাওন যায় না। এই লাইগ্যা আগে আসিচ্চি।”
তবে হাটের ব্যবস্থাপনায় খুশি নন আরেক ব্যবসায়ী শাহীন মিয়া। এখনও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় দুর্ভোগ পোহানোর কথা জানান তিনি।
“আমাগের এই সুবিধেটুকু কইরে না দিলে হইচ্ছে না। ফোন চার্জ দিবার পারিচ্চি না,” বলেন তিনি।

কুষ্টিয়ার মিরপুর থেকে চারটি বিশালাকার গরু নিয়ে হাটে এসেছেন হযরত আলী।
“গরু নিয়ালাম। দাম চাই চাইর লাক টাকা। উপর আল্লা জানে বেচতি পাইরবো কি পাইরবো না।”
এ হাটে গরু দেখতে ভাই-বোনকে সঙ্গে নিয়ে এসেছেন খিলক্ষেতের বাসিন্দা বেসরকারি চাকরে আসিফ ইকবাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাটে গরু দেখতে এলাম। দরদাম করছি। কিন্তু দাম বেশি চাচ্ছে। হয়তো আরও দু-একদিন গেলে ঠিক হবে। তবে পছন্দ হলে কিনে ফেলব আগেই।”
রহমতগঞ্জ মাঠেরও সব প্রস্তুতি শেষ পর্যায়ে। সেখানেও বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছেন বিক্রেতারা। ক্রেতারা না এলেও গরু দেখতে ভিড় করছেন উৎসুকরা।

গত বছর এই হাটে গরু এনে ‘ভালো’ লাভ করেছেন মেহেরপুরের গাংনি উপজেলার শাহারুল ইসলাম।
“গেলবার এই হাটে আইসে খুব ভালা হইসে। দামও ভালা পাইসি। হেই জন্য এই হাটে গরু নিয়ে আসিচ্ছি।”
মেরাদিয়া হাটে ভালো দাম না পেয়ে এবার রহমতগঞ্জ মাঠে এসেছেন কুষ্টিয়ার মিরপুরের মো. মলিন ইসলাম। নিজের গরু পাঁচটি ‘ভালো’ দামে বেচবেন- এই আশা করছেন তিনি।
“সেবার রামপুরায় খুব একটা জিততে পারি নাই। এই কারণে এইখানে আসলাম। সীমান্তে ভারত থেকে তেমন একটা গরু আসছে না। এজন্য বাজার ভালো যাইতে পারে।”
হাটের সময় সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে নির্ধারিত জায়গার বাইরে কোথাও কোনো পশু বিক্রি করতে দেয়া হবে না বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, “আমাদের মোবাইল কোর্ট কাজ করবে। এছাড়া পুলিশ-র‌্যাব তো আছেই। আমরা কাউকে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করতে দেব না।”

 সূত্রঃ BD News24

সরকারি কর্মচারীদের বেতন ও আর্থিক সুবিধাদি বাড়াতে স্থায়ী বেতন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার।

‘সরকারি কর্মচারী আইন, ২০১৬’ পাস করতে যাচ্ছে সরকার..


সরকারি কর্মচারীদের বেতন ও আর্থিক সুবিধাদি বাড়াতে স্থায়ী বেতন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এ কমিশন প্রতিবছর দেশের আর্থ-সামাজিক অবস্থা ও বাজারমূল্যের গতি-প্রকৃতি মূল্যায়ন করে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতাদি সমন্বয় করবে।
এসংক্রান্ত একটি বিধান যুক্ত করে ‘সরকারি কর্মচারী আইন, ২০১৬’ পাস করতে যাচ্ছে সরকার। খসড়া আইনটির অনুলিপি এনটিভি অনলাইনের হাতে এসেছে।
প্রস্তাবিত আইনে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি তাদের পরিবারের অন্য সদস্যদের জন্যও বিশেষ সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার বিধান থাকছে।
নতুন এ আইনের খসড়াটি জনপ্রশাসন মন্ত্রণালয় তৈরি করেছে। এর আগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় আইনের খসড়াটি। এখন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ড্রাফটিং ও লেজিসলেটিভ বিভাগ ভেটিং (যাচাই-বাছাই) করছে প্রস্তাবিত এই আইনের ওপর। আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
বিদ্যমান প্রথা অনুযায়ী, সরকার প্রতি পাঁচ বছর পরপর অস্থায়ী ভিত্তিতে একটি বেতন কমিশন গঠন করে। এ কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের কাছে একটি সুপারিশ পেশ করে। সুপারিশ তৈরির পর আপনাআপনিই এ কমিশন বিলুপ্ত হয়ে যায়। আইনটি কার্যকর হলে দেশের অন্যান্য সাংবিধানিক কমিশনের মতোই একটি স্থায়ী কমিশন গঠন হবে।
স্থায়ী কমিশনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের প্রতিবছর বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে আইনের ৮ নম্বর ধারার (ক) উপধারায় বলা হয়ছে, ‘সরকারি কর্মচারীদের জন্য একটি স্থায়ী বেতন ও প্রশাসনিক সংস্কার কমিশন থাকিবে, এ কমিশন প্রতিবছর প্রশাসনিক সংস্কার এবং বাজারমূল্যের গতি-প্রকৃতি বিশ্লেষণ করিয়া বেতন সমন্বয় করিবে এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করিবে।’
একই ধারার (খ) উপধারায় বলা হয়েছে, ‘সরকার বেতন কমিশনের সুপারিশ বিবেচনার জন্য গ্রহণ করিবে’। আইনে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধার বিষয়ে আরো বলা হয়েছে, কর্মচারীর যোগ্যতা, পদমর্যাদা ও কর্মের শর্তানুযায়ী জাতীয় বেতন স্কেল বিভিন্ন সুনির্দিষ্ট পে-গ্রেডে বিন্যস্ত থাকবে। নিয়মিত বেতন-ভাতাদির সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা নিজেদের ও পরিবারের সদস্যগণের উন্নত চিকিৎসা এবং উপযুক্ত শিক্ষা লাভের সুযোগ সরকার নিশ্চিত করবে।
সরকারি কর্মচারীদের আবাসন সুবিধার বিষয়ে আইনে বলা হয়েছে, ‘চাকরির গ্রেড ও প্রকৃতি অনুযায়ী প্রত্যেক কর্মচারী আবাসন সুবিধা অথবা তা না হলে নির্ধারিত হারে বাড়িভাড়া ভাতা পাবেন। সরকারি কর্মচারীদের উৎসাহ দিতে জনসেবায় বিশেষ অবদানের জন্য সরকার এই উদ্দেশ্যে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত উপায়ে তাদের পুরস্কার ও স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করবে।’

সূত্রঃ Ntv online

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কমানো হয়েছে!



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কমানো হয়েছে। তবে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদনের ফি কিছুটা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আসলাম হোসেন জানান, ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩-সহ মোট জিপিএ-৭ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে, যা আগে ছিল ৭ দশমিক ৫ পয়েন্ট। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫-সহ মোট জিপিএ-৭ দশমিক ৫ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে, যা আগে ছিল জিপিএ-৮। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫-সহ মোট জিপিএ-৮ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে, যা আগে ছিল ৮ দশমিক ৫ পয়েন্ট।
এদিকে এবার কয়েকটি ইউনিটে ভর্তির আবেদন ফি বাড়ানো হয়েছে। ‘বি’ ইউনিটে ৩০০ টাকার পরিবর্তে ৩৩০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ‘সি’ ইউনিটে আবেদন ফি ৭০০ টাকা থেকে ৭১৫ টাকা, ‘ডি’ ইউনিটে ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা, ‘ই’ ইউনিটে ৮০০ টাকার পরিবর্তে ৮২৫ টাকা, ‘এফ’ ইউনিটে ৫৫০ টাকার পরিবর্তে ৬০৫ টাকা এবং ‘এইচ’ ইউনিটে ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে। ‘এ’, ‘জি’ ও ‘আই’ ইউনিটে ফি অপরিবর্তিত রয়েছে।
আসলাম হোসেন জানান, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভর্তি-ইচ্ছুকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় এবার শুধু ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এর আগের বছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল, সেটা কমানো হয়েছে। কারণ, এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধির জন্য এটা করা হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বুধবার থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

স্নাতক ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর, আবেদন কাল থেকে...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগামীকাল বুধবার থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইন ও মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, শুধু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৫ ও ২০১৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে উভয় পরীক্ষা মি​লিয়ে ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ১ হাজার ২০০ আসন আছে। মোট আসনের বিপরীতে মেধার ভিত্তিতে প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দিষ্ট কিছু মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল!




ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন করার শেষ দিন আগামীকাল বুধবার।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। তবে পরের দিন বৃহস্পতিবার ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। ব্যাংক ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১১ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত; ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১৫ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
২৩ সেপ্টেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৪ সেপ্টেম্বর চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট, ৩০ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিট, ২১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিট ও ২৮ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

কাল ভোরে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, সকালে ব্রাজিল


২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অষ্টম রাউন্ডে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল।








বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ভেনেজুয়েলের মাঠে খেলবে আর্জেন্টিনা। আর সকাল পৌনে ৭টায় ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরা লিওনেল মেসিকে ছাড়াই ভেনেজুয়েলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। তার একমাত্র গোলেই সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

সেই ম্যাচেই আগের কুঁচকির চোট নতুন করে পেয়ে বসেন মেসি। ঝুঁকি এড়াতে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে না খেলানোর সিদ্ধান্তের কথা আগেই নিশ্চিত করেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা।

ভেনেজুয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে আর্জেন্টিনা। জুনে সবশেষ ম্যাচে শতবার্ষিকী কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারায় তারা।

অন্যদিকে ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে তাদের মাঠেই হারায় ৩-০ গোলে। দেশটির রাজধানী কিটোতে যেটি গত ৩৩ বছরে ব্রাজিলের প্রথম জয়।

ব্রাজিল দলে চোটের শঙ্কা নেই। তবে কলম্বিয়ার সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে নেইমার-আলভেসদের। দুই দলের সবশেষ ম্যাচে ২০১৫ সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা। এবারের ম্যাচটি তাই ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।

সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর- তিন দলেরই পয়েন্ট ১৩। ব্রাজিল ও প্যারাগুয়ের ১২।

এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য টাইগারদের ওয়ানডে দল ঘোষণা!

বাংলাদেশের সাথে তিনটি একদিনের ম্যাচ খেলতে ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেট দল আসবে ৩০ সেপ্টেম্বর। আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়।


২০ জুলাই ৩০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিলো টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই আসন্ন সিরিজের জন্য দল গঠন করার কথা ছিলো। কিন্তু সেখানে রাখা হয়েছে চমক। কন্ডিশনিং ক্যাম্পের বাহিরে থাকা সদস্যও আছেন এই দলে। হাই পারফরমেন্স ইউনিটের আছেন তিন জন খেলোয়াড়। এরা হলেন মেহেদী হাসান মিরাজ, শুভাষীশ রায় ও আলাউদ্দিন বাবু। এছাড়া শেষ মুহুর্তে ক্যাম্পে যোগ দেয়া মোশাররফ হোসেন রুবেলও আছেন এই ২০ জনের স্কোয়াডে।

এছাড়া অনেকদিন পর ফিরেছেন পেসার রুবেল হোসেন। তবে কন্ডিশনিং ক্যাম্পে থাকা সিনিয়র ক্রিকেটার রকিবুল ইসলাম, শাহরিয়ার নাফিস কারোরই দলে সুযোগ হয় নি।

আপাতত ২০ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে ১৮ সেপ্টেম্বর দেয়া হবে ১৫ সদস্যের স্কোয়াড। এ প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “আমরা একটা সংক্ষিপ্ত তালিকা করেছি ২০ জনের।  ১৮ সেপ্টেম্বর ১৫ জনের স্কোয়াড দেবো, যারা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবে।”

আফগানিস্তান ও ইংল্যান্ড সফরে ২০ সদস্যের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোশারফ হোসেন রুবেল, আলউদ্দিন বাবু ও আল আমিন হোসেন।

কন্ডিশনিং ক্যাম্প থেকে বাদ পড়া ক্রিকেটাররা হলেন- রকিবুল হাসান, শাহরিয়ার নাফিস, সোহরাওয়ার্দী শুভ , কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মুমিনুল হক, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও মুক্তার আলী।

তবে টানা খারাপ করেও দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এ প্রসঙ্গে নান্নু বলেন,  “ঘরোয়া ক্রিকেটে ও (সৌম্য সরকার) একটা ব্যাডপ্যাচের মধ্যে ছিল। এখন দুই মাসের ক্যাম্প করল। এ সময়ে ওর যা ত্রুুটি ছিল সেগুলো যথেষ্ট কাটিয়ে উঠেছে। অনুশীলনে দেখেছি কোচ ওকে নিয়ে কাজ করেছে। শেষ আন্তর্জাতিক ম্যাচে ও ভালো খেলেছে।  আশা করছি এখান থেকে ভালো শুরু করতে পারবে।”

এদিকে আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের ঈদের ছুটি। ১০ দিনের ছুটি কাটিয়ে ১৮ সেপ্টেম্বর থেকে চুড়ান্ত স্কোয়াড নিয়েই শুরু হবে টাইগারদের আফগানিস্তান সিরিজের জন্য অনুশীলন।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তিনটি একদিনের ম্যাচ। সবগুলো ম্যাচেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ইংল্যান্ডের সাথে তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। অক্টোবরের ৭, ৯, ১২ তারিখে হবে এই তিনটি একদিনের ম্যাচ। এরপর বাংলাদেশের সাথে দুইটি টেস্ট খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল।

অস্ট্রেলিয়া গড়ল দলীয় ইনিংসের বিশ্ব রেকর্ড!



শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৪, গ্লেন ম্যাক্সওয়েলের ১২। মাত্র একটি বলেই স্ট্রাইক পেলেন ম্যাক্সওয়েল, পারলেন না সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়তে। তবে স্ট্রাইক পেয়ে আরেকপাশে ঝড় তুললেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া ঠিকই গড়ল দলীয় ইনিংসের বিশ্ব রেকর্ড!
কদিন আগেই ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডটি শ্রীলঙ্কা হারিয়েছে ইংল্যান্ডের কাছে। এবার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ডে লঙ্কানদের পেছনে ফেলল অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টিতে পাল্লেকেলেতে তুলেছে ২০ ওভারে ৩ উইকেটে ২৬৩!

২০০৭ টি-টোয়ন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল শ্রীলঙ্কা।

ব্যক্তিগত রেকর্ড করতে না পারলেও দলীয় রেকর্ডের মূল কারিগর ম্যাক্সওয়েলই। ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর দেশের হয়ে প্রথম ম্যাচ। ক্যারিয়ারে প্রথমবার নেমেছিলেন ইনিংস শুরু করতে। ২০ ওভার খেলে বিস্ফোরক ইনিংসে ৬৫ বলে অপরাজিত ১৪৫!

বিশ্বরেকর্ডটি এই ম্যাচে অস্ট্রেলিয়ার ডাগ আউটে থাকা অ্যারন ফিঞ্চের। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬!

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ অবৈধ!

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যে কর আদায় করা হয়েছে তা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।


বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৪৬টি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার (০৫ সেপ্টেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ২৫টি রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাখাওয়াত হোসেন, সঙ্গে ছিলেন শাহ মোহাম্মদ আশিকুল মুর্শেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।

পরে আইনজীবী সাখাওয়াত হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আদালতকে বলেছি, সংবিধান অনুযায়ী শিক্ষা প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে পড়াশুনার সুযোগ দিতে পারছে না। সেখানে নিজ উদ্যোগে কয়েকগুণ বেশি টিউশন ফি দিয়ে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্য প্রতিষ্ঠানে পড়াশুনা করছে। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর এই কর আরোপ করা হলে তার বোঝা শিক্ষার্থীদের ওপরই বর্তাবে।

তিনি বলেন, এ ধরনের কর আরোপ সংবিধানের ১৫, ১৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি। তাছাড়া যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তা আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৪৪ ধারার পরিপন্থি। আদালত আমাদের ‍যুক্তির প্রেক্ষিতে এই কর আরোপ সংবিধান পরিপন্থি হিসেবে অবৈধ ঘোষণা করেছেন। তাছাড়া আদালত জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপ সংক্রান্ত প্রজ্ঞাপনটি অবৈধ ঘোষণা করেছেন। একইসঙ্গে এতোদিন যে টাকা তারা আয়কর দিয়েছেন তা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৭ সালে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক নয়, তাদের উদ্ভুত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনঃনির্ধারণ করল।

পরে ২০১০ সালে পূর্বের প্রজ্ঞাপন রহিত করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ বা কেবল ‍তথ্য প্রযুক্তি বিষয়ে নিয়োজিত বেসরকারি কলেজ এর উদ্ভূত আয়ের ওপর প্রদেয় আয়কর হ্রাস করিয়া ১৫ শতাংশ করা হল।

সরকারের জারি করা ২০০৭ সালের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথমে হাইকোর্টে রিট আবেদন করে। সেই রিটের প্রেক্ষিতে আদালত একই বছর ২ ডিসেম্বর আদালত রুল জারি করা হয়। পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও মোট ৪৬টি রিট দায়ের করে। সবগুলো আবেদন একত্রে শুনানি শেষে সোমবার আদালত এই রায় দেন।

পুলিশ বাহিনীতে নেওয়া হচ্ছে দশ হাজার কনস্টেবল!

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে। এরমধ্যে পুরুষ সাড়ে ৮ হাজার এবং দেড় হাজার নারী সদস্য নিয়োগ দেওয়া হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার পুলিশ লাইনসে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার (৬ সেপ্টম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের সকাল ৯টায় নিজ নিজ জেলার পুলিশ লাইনসে শারীরিক মাপ পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের বিকাল ৩টায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই দিন বিকাল ৫ টায় লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিয়োগে অংশগ্রহণ প্রার্থীদের সর্বনিম্ন বযস হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।প্রার্থীদের অবশ্যই এএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নূন্যম ২.৫ জিপিএ থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

নিম্নে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যোগ্যতাসহ অন্যান্য বিষয়াদি তুলে ধরা হলো-


প্রার্থীর যোগ্যতা :

বয়স : সাধারণ/অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩১/০৮/২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর (০১/০৯/১৯৯৮ হতে ০১/০৯/১৯৯৬ এর মধ্যে জন্ম)।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ৩১/০৮/২০১৬ তারিখে ৩২ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫, বাংলাদেশী নাগরিক হতে হবে ও অবিবাহিত হতে হবে।

শারীরিক মাপ : সাধারণ ও অন্যান্য কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, উপ-জাতীয় কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।


নারী প্রার্থীদের সকল কোটা ৫ ফুট ২ ইঞ্চি।


শারীরিক মাপ ও পরীক্ষায় অংশগ্রহণকালে সঙ্গে যা যা আনতে হবে-

১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।

২। ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান/সিটিকরপোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি।

৩। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি না থাকে মাতা/পিতার পরিচয়পত্রের মূল কপি)।

৪। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

৫। পরীক্ষার ফি ১০০/-(একশত) টাকা। ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে।

৬। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা/পিতামহ/ মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূল কপি যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে।

৭। পুলিশ পোষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে পিতা/মাতার নাম, পদবী, বিপি নম্বরসহ কর্মরত ইউনিটের প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্রের মূল কপি।

৮। আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৪২ দিন মেয়াদী প্রশিক্ষণের মূল সনদপত্র আনতে হবে।


পরীক্ষা পদ্ধতি :

নির্ধারিত তারিখ, সময় ও স্থানে দৌড়, রোপিং ও জাম্পিং ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ০১.৩০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে(নূন্যতম ৪৫% মার্ক প্রাপ্তদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


নির্বাচন পদ্ধতি :

লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।


প্রশিক্ষণকালীন সুবিধা :

প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোষাক সামগ্রীসহ থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেয়া হবে এবং ৫০০/-টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে।


নিয়োগ ও চাকরীর সুবিধাদি :

১। প্রশিক্ষণ সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড (৯০০০-২১৮০০/-) টাকা ও অন্যান্য বেতন-ভাতাদিসহ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

২। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতাসহ রেশন সামগ্রী স্বল্পমূল্যে প্রাপ্য হবে।

এসপি বাবুল আক্তারকে অব্যাহতি প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারকে। তার আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে অব্যাহতি প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানকৃত মো. বাবুল আক্তারকে তার আবেদনের প্রেক্ষিতে চাকরি (পুলিশ ক্যাডার) হতে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসপি পদে পদোন্নতি নিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্তির আগে বাবুল আক্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়ে তিনি আলোচনায় আসেন। দক্ষতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, চলতি বছর ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু শিশু সন্তানের সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন। মিতু হত্যার ১৫ দিনের মাথায় গত ২৪ জুন মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে মিন্টুরোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদনি ২৫ জুন প্রায় ১৬ ঘণ্টা পর আবার তাকে বনশ্রীতে শ্বশুরের বাসায় পৌঁছে দেওয়া হয়।
এরপর থেকে এসপি বাবুল আক্তারের চাকুরিতে ফেরা না ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ১৫ আগস্ট এসপি বাবুল আক্তারের নিজ হাতে লেখা পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এই বিষয়ে গত ৩১ আগস্ট দুপুরে এক সংবাদ সম্মলেনে বাংলাদশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছিলেন, ‘বাবুল আক্তারের পদত্যাগপত্র এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। মন্ত্রণালয়ে সেটা কী অবস্থায় আছে তা খোঁজ খবর নিয়ে জানানো হবে।’ তিনি আরও বলেছিলেন, ‘হয়তো তিনি (বাবুল আক্তার) মানসিকভাবে এখনও প্রস্তুত নন। তাই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।


আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগর ও কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিতরণ শুরু হবে স্মার্টকার্ড!

রঙিন স্মার্টকার্ডে সাদা-কালো ছবি

নির্বাচন কমিশন সচিবালয় বলছে,‘আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে’ কার্ডেদৃশ্যমান ছবি সাদা-কালোই হবে। তবে কার্ডে যুক্ত মেমোরি চিপে রঙিন ছবি থাকবে।

১০ বছর মেয়াদী এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগর ও কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিতরণ শুরু হবে। তারআগেরদিনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যচক্রমের উদ্বোধন করবেন।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “ইউনিক পরিচিতি নম্বর, হলোগ্রামযুক্ত, মেমোরি চিপ ও বারকোডসহ আন্তর্জাতিক মানের এ জাতীয় পরিচয়পত্রে নাগরিকের সাদা-কালো ছবি থাকবে। কারিগরি ও অন্যান্য সুবিধার কথা মাথায় রেখে ভোটারের রঙিন ছবি ব্যবহার সম্ভব হচ্ছে না।”
পলিকার্বনেটেড কার্ড ব্যবহার করা হচ্ছে বলেই তাতে ছবি সাদা-কালো হবে বলে জানান তিনি।

স্মার্টকার্ডের এক পিঠে ভোটারের নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর, স্বাক্ষর এবং অপর পিঠে ঠিকানা, ব্লাড গ্রুপএবংইস্যুর তারিখ দেওয়া থাকবে। এছাড়া থাকবে ছবি, মোমোরি চিপ, বারকোডসহ বিভিন্ন নিরাপত্তা ফিচার, যা জালিয়াতি করা কঠিন হবে বলে ইসির দাবি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন,“পলিকার্বনেট লেজার দিয়ে পোড়ানো হয় বলে ছবি সাদা-কালোই হয়। এতে ছবির রেজুলেশন ভালো থাকে, উজ্জ্বল দেখায়।সারা পৃথিবীতেই এ ধরনের কার্ডে সাদা-কালো ছবি থাকে। তবে মেমোরি চিপে ভোটারের রঙিন ছবি সংরক্ষিত থাকছে।”
তিনি জানান, স্মার্ডকার্ডে প্রয়োজনীয় সব তথ‌্য যুক্ত করার পরও অন্তত ৬০ কিলোবাইট ব্যবহার উপযোগী মেমোরি থাকবে। পরে ওই স্পেস বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। কার্ডের নিরাপত্তায় এপিঠ-ওপিঠে চারটি ছবি থাকবে।
স্মার্টকার্ড বিতরণের সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে জানিয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক জানান, এর প্রচারেরজন‌্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিবিনমুর্তজাকে ‘ব্র্যান্ডঅ্যাম্বাসেডর’ করা হয়েছে। শিগগিরই এ কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান জানান, শতভাগ পলিকার্বনেটে তৈরি এই স্পার্ট কার্ড হবে মেশিন রিডেবল;যাতে নাগরিকের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে।
তথ্যের কিছু হবে দৃশ্যমান, আর কিছু বায়োমেট্রিক। হলোগ্রামযুক্ত কার্ডে থাকবে দ্বিমাত্রিক বারকোড।আর্দ্রতা,রাসায়নিক ও ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড প্রতিরোধী হবে এই কার্ড।

কার্ড বিতরণে ৭৫টি টিমে মোট দেড় হাজার জন কাজ করবেন জানিয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী উদ্বোধনের পরদিন প্রধান নির্বাচন কমিশনার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি চরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরী ও প্রত্যন্ত এলাকায় একযোগে বিতরণ শুরু হবে।
রাজধানীতে ৯৭টি ওয়ার্ডে একটি করে ক্যাম্প থাকবে। ভোটাররা সংশ্লিষ্ট ক্যাম্পে গিয়ে এখনকার লেমিনেটেড কার্ড জমা রেখে ও ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে নিজের স্মার্টকার্ড নিতে পারবেন।
বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছেন। তাদের অধিকাংশের হাতে-কাগজের তৈরি প্লাস্টিক লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র রয়েছে। স্মার্টকার্ডের মত কোনো বিশেষত্ব নেই এ পরিচয়পত্রে।

মানসিক চাপ ভাঙতে ৫ উপায় !

'টেন্সড' ?- তাহলে কাজ করুন:
যদি কখনও খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, শারীরিক পরিশ্রম করুন। এর ফলে শরীর অনেক বেশি ঘামে যা প্রকৃত পক্ষেই হতাশা ও বিষাদের অনুভূতি কমাতে সাহায্য করে।কাজ করলে শরীর ও মন দুটোই ব্যস্ত থাকে এবং এই ব্যস্ততা সকল নেতিবাচক চিন্তা ও অনুভূতি কমাতে সাহায্য করে। তবে এর জন্য ব্যায়ামাগারে যাওয়ার দরকার নেই। প্রতিদিন সকালে জগিং করা অথবা বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করলেও কার্যকর ফলাফল পাওয়া যায়।

ঠিক মতো খান ও ঘুমান: অধিক খাওয়া ও ঘুম চাপ কমায় এটি সম্পুর্ণ ভুল ধারণা। বরং অধিক খাবার খাওয়া শরীরের ক্ষতি করে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। বেশি খাওয়া হলে ওজন বৃদ্ধি পায়, আলসতা বাড়ে। এছাড়াও নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয়।
হতাশা ও ক্লান্তি দূর করার জন্য ঘুম বেশ কার্যকর। তবে জোর করে তো আর ঘুমানো যায় না। যদিও বা ঘুমানো যায় তা কখনও আরামদক ঘুম হয় না। সেক্ষেত্রে ধ্যান, গান শোনা বা পছন্দের লেখকের বই পড়া যায়। এতে মনোযোগ বিচ্ছন্ন হয় যা হতাশা দূর করতে সাহায্য করে। ফলে মনে স্থিরতা আসে ও রাতে ভালো ঘুম হয়।   

বিরতি নেওয়া: হতাশার প্রভাব পড়ে সম্পূর্ণ জীবনযাত্রার উপরেই। যদি খুব বেশি একঘেয়ে লাগে অথবা যদি মনে হয় 'এভাবে আর চলছে না ' তাহলে গতানুগতিক জীবনযাত্রা থেকে খানিকটা বিরতি নিতে পারেন। এর জন্য যেতে পারেন ছোট কোনো ছুটিতে। অথবা একদিনের জন্য বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান। চাইলে একা 'লং ড্রাইভ'য়ে যেতে পারেন অথবা নিজের পছন্দসই কোনো খাবার তৈরি করে খেতে পারেন। যা করতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য অনুভব করেন তা-ই করার চেষ্টা করুন। এটি গতানুগতিক জীবনে আনন্দ দেবে যা হতাশা কমাতে সাহায্য করে।

'পারফেক্ট' হতে চাওয়ার দরকার নেই: মানুষের জীবনের অধিকাংশ সমস্যা মানুষ নিজেই তৈরি করে। আমরা নিজেরাই নিজেদের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করি যা জীবনে ব্যর্থতা ডেকে আনে। যখন সফলতার জন্য অনেক কিছু করা হয় তখন এর পাশাপাশি নিজেকে ব্যর্থতার জন্যও প্রস্তুত রাখতে হয়।
জীবনে ব্যর্থতা এলে তা থেকে ঘুড়ে দাঁড়াতে হয়। মাঝে মাঝে ব্যর্থতা জীবনকে নতুন দিক-নির্দেশনা দিতে ও সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

'না' বলুন: আমরা অনেক সময় নিজেদের সীমাবদ্ধতা ভুলে গিয়ে অন্যের মন রাখার জন্য নানা ধরনের কাজ করতে রাজি হই। এই কাজ করা একদমই ঠিক নয় বরং এতে অযথা চাপ সৃষ্টি হয়। তাই যদি কোনো কাজে মন সায় না দেয় অথবা কাজটি করতে আগ্রহী না থাকেন তবে তা পরিষ্কারভাবেই জানিয়ে দিন। এতে জীবনে হতাশা কম দেখা দেয়। একটি স্পষ্ট 'না' অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

আসুস-এর ঈদ ক্যাম্পেইন শুরু হল!



এই অফারে আসুস-এর পণ্য ক্রয়ে ক্রেতারা স্ক্র্যাচকার্ড ঘষেই মেগাগিফট হিসেবে জিতে নিতে পারবেন এসি, ফ্রিজ, আসুস জেনফোন, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিশ্চিত উপহার হিসেবে থাকছে ইটি-শার্ট ও পাওয়ার স্ট্রিপ এর মতো পুরস্কার।
এই প্রচারণা চলবে ঈদুল আযহা'র আগ পর্যন্ত।
অফারটি পরিচালনা করছে বাংলাদেশে আসুস পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

ঘর পরিষ্কার করুন লবণ দিয়ে!


বেসিন, রান্নঘরের কোনা বা পিঁপড়া থেকে রক্ষা পেতে জেনে নিন লবণের ব্যবহার।

জীবনযাপনবিষয়ক একটি ওয়েবসাইট থেকে জানা যায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে লবণের রয়েছে বিভিন্ন ব্যবহার।
ড্রেইন পরিষ্কার: রান্নাঘর অথবা বাথরুমের ড্রেইন মুহূর্তের মধ্যেই পরিষ্কার করতে লবণ বেশ কার্যকর। এক কাপ লবণ, বেইকিং সোডা এবং আধা কাপ ভিনিগার ভালোভাবে মিশিয়ে তা রান্না ঘর বা বাথরুমের ড্রেনে ঢেলে দশ মিনিট অপেক্ষা করুন।
রান্নাঘর মোছার কাপড় পরিষ্কার: রান্নাঘর মোছার কাপড় বা স্পঞ্জ খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তাই এদের কয়েকদিন পর পরই বাতিল করতে হয়। তবে লবণ ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়।
এক লিটার গরম পানিতে চার কাপ লবণ মিশিয়ে তাতে সারা রাত রান্নাঘর মোছার কাপড় ভিজিয়ে রাখুন। সকালে উঠে দেখা যাবে কাপড়টি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে।
পিঁপড়া থেকে রক্ষা পেতে: মাঝে মাঝেই ঘরে সারি বেঁধে পিঁপড়া যেতে দেখা যায়। এই সমস্যা থেকে রক্ষা পেতে পিঁপড়ার লাইনের মধ্যে খানিকটা লবণ ছিটিয়ে দিতে হবে।
দরজা জানালা পরিষ্কার করতে: কাঁচের তৈরি দরজা জানালা পরিষ্কার করা সহজ কাজ নয়। এসব দরজা বা জানালা দাগমুক্ত করতে চাইলে ভিনিগার স্প্রে করতে হবে। এরপর সমপরিমাণ বেইকিং সোডা ও লবণ মিশিয়ে কাঁচ ঘষে পরে গরম পানি দিয়ে মুছে ফেলতে হবে।
ঝাড়ুর স্থায়িত্ব বাড়াতে: এক বালতি গরম পানির মধ্যে লবণ মিশিয়ে তা ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ঝাড়ুটি তুলে শুকিয়ে নিন ও ব্যবহার শুরু করুণ।
প্লাস্টিক ও কাঁচের পাত্রের উজ্জ্বলতা রক্ষা করতে: প্লাস্টিক এবং কাঁচের পাত্র পরিষ্কার ও তা থেকে গন্ধ দূর করতে এক টেবিল-চামচ লবণ পাত্রের ভিতরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে।
বেসিন পরিষ্কার করতে: বেসিন পরিষ্কার করতে তার্পিনের সঙ্গে লবণ মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
মোমবাতির ক্ষয় কমাতে: ‘ক্যান্ডেল লাইট ডিনার’ বরাবরই রোমান্টিক। তবে এই  সময় মোমবাতির দ্রুত ক্ষয় খুবই বিরক্তিকর। আর পরিষ্কার করাও বেশ ঝামেলাজনক। এই সমস্যা থেকে মুক্তি পেতে মোমবাতিকে লবণের দ্রবণে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। পরে তা শুকিয়ে ব্যবহার করতে হবে।
দাগ থেকে মুক্তি পেতে: চুলার উপরে দুধ বা তেল পড়লে তার দাগ সহজে ওঠানো যায় না। সেক্ষেত্রে গরম পানিতে লবণ মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপর চুলার চারপাশে ছিটিয়ে ঘষতে হবে।
কাঠের আসবাবপত্র থেকে দাগ ওঠাতে: কাঠের উপরে পানি দাগ পড়লে তা দেখতে খুব বাজে লাগে। এই দাগ তোলার জন্য তেলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে তা দিয়ে ওই স্থানটি ঘষতে হবে। এক ঘন্টা পর শুকনা কাপড় দিয়ে তা মুছে ফেলতে হবে
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates