LATEST UPDATE

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি


বাংলাদেশে আসন্ন ইংল্যান্ড সফরের সময় ঘনিয়ে আসছে। আর এরই মধ্যে ইংলিশ ক্রিকেটারদের নিজস্ব মতামত দেওয়ার জন্য আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে যারা সফরে যাবে না তাদের সতর্ক করে ‍দিয়ে বোর্ডটির পরিচালক ও সাবেক অধিনায় অ্যান্ড্রু স্ট্রস জানান, ঝুঁকিতে পড়তে পারে তারা।
নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে ইংলিশদের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস দোটানায় ভুগছেন। তবে সরাসরি সফর করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন অলরাউন্ডার মঈন আলী, উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও পেসার ক্রিস জর্ডান। এছাড়া টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন অ্যালিস্টার কুক। তবে ধারণা করা হচ্ছে মরগান যদি সফর না করে তবে তিনি রঙ্গিন পোশাকের নেতৃত্বও হারাতে পারেন।
এদিকে স্ট্রস দলে থাকা সব ক্রিকেটারকেই বাংলাদেশ সফরে চান। গত শুক্রবার ও শনিবার সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপারে সব ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি। যেখানে আগামী ১৬ সেপ্টেম্বর দলটির বাংলাদেশ ও ভারত সফরে টেস্ট এবং বাংলাদেশ সফরে ওয়ানডের দল ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে স্ট্রস বলেন, ‘আমি এই পরিকল্পনায় ক্রিকেটারদের কোনো ধরনের চাপ দিতে চাই না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেউ যদি সফর না করতে চায় তবে অন্য একজনের কপাল খুলে যাবে। এটা হচ্ছে এমন, কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে তার জায়গায় অন্যজন খেলে। আর সে যদি ভালো খেলে ফেলে তবে আগের জনের দলে ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।’
এর আগে ২০০৮ সালে ইংল্যান্ডের ভারত সফরে মুম্বাই হামলা হলে দেশে ফেরত আসে ইংলিশরা। পরবর্তীতে সিরিজ সম্পন্ন করতে আবারও ভারতে যায় দলটি। সেই দলের ক্রিকেটার ছিলেন স্ট্রস। তাই তিনি সম্প্রতি মরগানের ব্যাপারেও সহানুভূতি দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘আমি কি এই সফরে আমাদের দুই অধিনায়ককেই চাই? অবশ্যই, নিয়মিত অধিনায়কে আসলে দায়িত্ব বাড়ে। আমি আমাদের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের ওপর বিশ্বাসী। তাই আমি এখনও আশাবাদী দলের সব ক্রিকেটাররাই বাংলাদেশ সফর করবে। কারণ সেখানের নিরাপত্তা ব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে।’
আগামী ৩০ সেপ্টেম্বর প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

ভারতে খুব শিগগির চালু হতে যাচ্ছে মুকেশ আম্বানির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রিলায়েন্সের নতুন সেবা জিও!


নতুন এ সেবার মাধ্যমে নামমাত্র মূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ফোরজি ইন্টারনেট সংযোগ, যা নিয়ে এরই মধ্যে দেশটির অধিবাসীরা বেশ আনন্দিত।

রিলায়েন্সের জিও সেবার মাধ্যমে ভারতের প্রায় ৮০ ভাগ এলাকায় আগামী সোমবার নাগাদ ফোরজি প্রযুক্তির ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। জিও সেবাটি এ বছরের শেষ অবধি অনেকটা বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। যার জন্য মাসিক সার্ভিস ফি হিসেবে ১৪৯ রুপি দিতে হবে। তবে ধীরে ধীরে এ সেবা বিনা মূল্যে পাওয়া যাবে। 

বার্ষিক সাধারণ সভায় আম্বানি উদ্যোক্তাদের বলেন, ‘যা কিছু ডিজিটাল হতে পারে এমন সবকিছুই ডিজিটাল করা হবে।’
ভারতে মাত্র এক-পঞ্চমাংশ তরুণ ইন্টারনেট ব্যবহার করে। পাবলিক ওয়াই-ফাই এবং উচ্চ গতির ব্রডব্যান্ড সংযোগ পাওয়া যায় গ্রামাঞ্চলের চেয়ে শহুরে এলাকাতেই বেশি। তবে জিও সেবা চালু হলে শিগগিরই এমন অবস্থার পরিবর্তন হবে বলে আশাবাদী মুকেশ আম্বানি। তিনি আশা করছেন, সেবাটি কোটি মানুষের উন্নয়নে মাইলফলক সৃষ্টি করবে।

আম্বানি জানান, এরই মধ্যে ভারতজুড়ে প্রায় এক লাখ টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণের জন্য ২ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছেন, ফলে জিও ইতিমধ্যে ১৮ হাজার শহর ও ২ লাখ গ্রামজুড়ে বিস্তার লাভ করেছে। ২০১৭-এর মার্চ নাগাদ ভারতের জনসংখ্যার ৯০ শতাংশ জিওর আওতায় চলে আসবে।

১৫ বছর আগে শুরু হওয়া মুকেশ আম্বানির টেলিযোগাযোগ ব্যবসা এ বিনিয়োগের পর অনেকটা ঝুঁকির কারণ হলেও ভারতে রিলায়েন্স এর জিও সেবার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশাবাদী ভারতের এই সবচেয়ে ধনী ব্যক্তি।



সূত্র: সিএনএন

নতুন সংস্করণের স্মার্টওয়াচ নিয়ে এল অ্যাপল!

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে অ্যাপল ওয়াচের দ্বিতীয় সংস্করণ উন্মুক্ত করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেন, অ্যাপল ওয়াচ সিরিজ ২-এ থাকছে দ্রুতগতির প্রসেসর, অধিক উজ্জ্বল স্ক্রিন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য জিপিএস চিপ সুবিধা।
অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ছাড়াও আইফোন ৭ ও ৭ প্লাসের ঘোষণা দিয়েছে অ্যাপল।
স্মার্টওয়াচের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ছাড়াও পোকেমন গো খেলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। ২০১৫ সালের এপ্রিলে প্রথম অ্যাপল ওয়াচ বাজারে ছাড়ে অ্যাপল। এবারে এল-এর দ্বিতীয় সংস্করণ। অ্যাপলের দাবি, নতুন স্মার্টওয়াচ হবে পানিরোধী। এর দাম হবে ৩৬৯ মার্কিন ডলার।

আবারো জুটি বাধতে পারেন শাহরুখ-ক্যাট!


শাহরুখ আর ঐশ্বরিয়া রাই প্রথম যে ছবি একসঙ্গে করেছিলেন, তাতে দুজনের চরিত্র ছিল ভাইবোনের! নায়িকা হিসেবে পাননি! তখন কথা উঠেছিল, হয়তো উচ্চতার কারণেই শাহরুখকে ঐশ্বরিয়ার নায়ক বানাতে কেউ উৎসাহ পাচ্ছে না। সে তো বহু আগের কথা। এখন পরিস্থিতি, বলিউডের গল্পের ধরনও এতটাই পাল্টেছে, শাহরুখের উচ্চতাকেই এবার ব্যবহার করা হচ্ছে আরেক লম্বু নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বানাতে। শুধু তা-ই নয়, এই ছবিতে স্বাভাবিকের চেয়েও কম উচ্চতায় দেখা যাবে কিং খানকে। বামন বা বেঁটে বলে পরিচিত এক চরিত্রে অভিনয় করবেন তিনি।

তানু ওয়েডস মানুর গল্প দিয়ে বিশেষভাবে নজরকাড়া পরিচালক আনন্দ এল রাই নতুন ছবি বানাচ্ছেন। এবারের গল্পটাও অসাধারণ হবে সন্দেহ নেই। এক বেঁটে মানুষের ভালোবাসার গল্প। এই ছবিতে শাহরুখ থাকছেন, তা আগেই জানা গিয়েছিল। শাহরুখের বিপরীতে কঙ্গনা রনৌত, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, সোনম কাপুর...অনেক নামই এসেছে। তবে ভেতরের খবর, আনন্দ নাকি ক্যাটরিনাকেই চাইছেন। এমনই পাকা খবর দিয়েছে মিরর।

বন্ধুয়া নামের এই ছবিতে শাহরুখকে স্বাভাবিক উচ্চতারও অনেক কম দেখানো হবে। ছবিটি বানাতে তাই অনেক স্পেশাল এফেক্ট থাকবে। কিছু কিছু দৃশ্যে শাহরুখকে ব্যবহার করতে হবে নকল পা। পরপর বেশ কটি ছবির গল্প দিয়ে ভক্তদের হতাশ করা শাহরুখ ভীষণ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবারের ছবিটি। এ কারণে পুরো এক বছর নাকি ব্যয় করতে চান এই ছবির পেছনে। ২০১৮ সালের আগে তাই মুক্তি পাবে না বন্ধুয়া।

মিরর।

টুইটার বিক্রি হয়ে যাচ্ছে—ইন্টারনেটে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে!


টুইটারের পরিচালকেরা আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে টুইটারের ভাগ্য নির্ধারণে বসতে পারেন। গতকাল বুধবার প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট রিকোডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে টুইটার বিক্রির গুঞ্জন উঠছে। টুইটারের সম্ভাব্য ক্রেতার তালিকায় অ্যাপল ও গুগলের মতো বড় প্রতিষ্ঠানের নাম এসেছে।
রিকোডের প্রতিবেদনে জানানো হয়, টুইটার কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের নাম এসেছে। অ্যাপল-গুগল ছাড়াও মিডিয়া মুঘল রুপার্ট মারডক, ২১ ফার্স্ট সেঞ্চুরি ফক্স বা নিউজ করপোরেশনের নামও এ তালিকায় রয়েছে।
সম্প্রতি টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্যা ইভান উইলিয়ামস টুইটারের ভাগ্য প্রসঙ্গে বলেন, টুইটারের সঠিক সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। তাঁর মন্তব্যের পর টুইটারের শেয়ারের দাম ৬ শতাংশ বেড়ে যায়।
রিকোডের প্রতিবেদন অনুসারে টুইটারের দাম উঠতে পারে ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।
এ বছরে জুন মাসের তথ্য অনুযায়ী, বর্তমানে টুইটারে ৩ হাজার ৮৬০ জন কর্মী রয়েছে।


তথ্য সূত্র: আইএএনএস।

বাংলাদেশ-চীন একপ্রাণ পদ্মাপারে!


পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশি আর চীনা কর্মীরা মিলেমিশে কাজ করছেন। বাংলাদেশি কর্মীরা যেমন বাংলা কথা বলছেন, চীনারা বলে যাচ্ছেন তাঁদের নিজের ভাষা। কিন্তু পারস্পরিক সম্প্রীতি ও কাজের প্রতি একাগ্রতা এই ভাষার ব্যবধার দূর করেছে। দেখা যাচ্ছে, চীনা প্রকৌশলী বা কারিগর নিজ ভাষায় কিছু বললে বুঝে নিচ্ছেন বাংলাদেশিরা। আবার বাংলাদেশি কর্মীদের কথাও বুঝতে পারছেন চীনারা। কাজে কোনো অসুবিধা হচ্ছে না।
পদ্মা নদীর দুই পারে সেতু প্রকল্পে কর্মরত বাংলাদেশ ও চীনের নাগরিকদের সঙ্গে সম্প্রতি কথা হয়। তাঁরা জানান, প্রথম দিকে পরস্পরের ভাষা ও ভাব বুঝতে অসুবিধা হতো। এখন অনেকটাই সহজ হয়ে গেছে। বাংলাদেশিরা চীনা ভাষা বুঝতে পারছেন। টুকটাক বলছেনও। আর চীনারাও কম যাচ্ছেন না।
মো. হাসিব নামের এক বাংলাদেশি শ্রমিক বলেন, ‘আমাদের প্রয়োজনেই আমরা চীনা ভাষা কিছুটা শিখে ফেলেছি।’
শাকিল নামে আরেক শ্রমিক বলেন, চীনারা কাজ ছাড়া কিছু বোঝেন না। কাজের ক্ষেত্রে কিছু না বুঝলে দোভাষীরা তো আছেনই।
বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে আলাপকালে দারুণ উৎসাহে তাঁরা চীনা ভাষায় নিজ নিজ কারিশমা দেখান।
এক শ্রমিকের ভাষ্য, তার কাটার বা জোড়া দেওয়ার প্লাসকে চীনারা ‘সেনজে’ বলেন। এই শব্দের সঙ্গে এখন বাংলাদেশিরা খুবই পরিচিত।
চীনাদের কাছ থেকে শিখে খেতে যাওয়ার সময় বাংলাদেশি শ্রমিকেরা হরহামেশা বলেন, ‘সো ফান’। চীনারা বুঝে যান, শ্রমিকদের খেতে যাওয়ার সময় হয়েছে।
শাকিল জানালেন, আগামীকাল কোনো নতুন কাজ করতে হলে চীনারা বলেন ‘মিন ফেন’। বাংলাদেশি শ্রমিকেরা মুহূর্তেই এই শব্দের অর্থ বুঝে নেন।
পদ্মা সেতু প্রকল্পের মাওয়া ঘাটে কনস্ট্রাকশন ইয়ার্ডে দোভাষীর কাজ করেন এস এম মনির হোসেন। মধ্যবয়সী মনির চীনা ভাষায় বেশ পটু। তিনি বলেন, চীনা ভাষার সঙ্গে বাংলার কোনো মিল নেই। তবে একটু চেষ্টা করলে অল্প সময়ে এই ভাষায় কথা বলা সম্ভব।
চীনা ভাষা বেশ মজার উল্লেখ করে মনির জানালেন, ‘কোকা-কোলা’ একটি কোমল পানীয়। ‘কোকা’ বাদ দিয়ে চীনারা ‘কোলা কোলা’ বললে তার অর্থ হয় ‘বড় ভাই’। বাংলাদেশে মুরগিকে অনেকে ‘তিতি’ বলে। চীনা ভাষায় ‘তিতি’ মানে ‘ছোট ভাই’। চীনা ‘সাম পান’ মানে ‘কাজ কর’।
পদ্মার শরীয়তপুরের জাজিরা পয়েন্টে চীনা প্রকৌশলী ছেন মিংঝির সঙ্গে দেখা। অল্প বয়সী এই মানুষটি বেশ চটপটে। কাজের সময় গম্ভীর থাকেন। অবসর পেলে একেবারে বদলে যান। হাসিমুখে গল্প করেন।
ছেন মিংঝি জানালেন, বাংলাদেশিদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের ভাব-ভাষা কিছুটা হলেও রপ্ত করেছেন তিনি। বাংলা মোটামুটি বুঝতে পারেন। কিছু কিছু বলতেও পারেন।

অভিভাবকহীন অবস্থায় কেন লোকাল বাসে পাঠাল বাফুফে?

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পরপরই বিড়ম্বনা আর বিব্রতকর অবস্থায় পড়ল মেয়েরা। দলের নয় খেলোয়াড় ঢাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়ায় ফেরার পথে বাসের সহযাত্রীদের মুখে শুনেছে নানা বাজে কথা।
ঘটনা হলো, ঢাকা থেকে একটি লোকাল বাসে গত পরশু ময়মনসিংহের কলসিন্দুরের নয় কিশোরী ফুটবলার বাসে ওঠে। পথে খেলোয়াড়দের একজন নাজমা বাস থেকে নামে। নাজমার মামা রাস্তায় তার জন্য অপেক্ষা করছিলেন কিছু একটা দেওয়ার জন্য। এ জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হওয়ায় যাত্রীদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে আজেবাজে কথা বলেছে বলে অভিযোগ করেছে মেয়েরা।
কিন্তু এশিয়ান সেরা আটে উঠেও এই কিশোরীদের অভিভাবকহীন অবস্থায় কেন লোকাল বাসে পাঠাল বাফুফে? মেয়েদের সঙ্গে বাফুফের কোনো প্রতিনিধিও ছিলেন না! তবে বাফুফের দাবি, মেয়েরা সব সময় এভাবেই ময়মনসিংহে যাওয়া-আসা করে। আগে সব সময় ট্রেনে পাঠানো হলেও এবার ট্রেনের টিকিট না পেয়ে মাইক্রোবাস ভাড়া করে তাদের পাঠাতে চেয়েছিল ফেডারেশন। কিন্তু মেয়েরা নাকি বাসেই যেতে চেয়েছে।
নয় খেলোয়াড়ের একজন সানজিদাও গত রাতে প্রথম আলোকে ফোনে বলেছে, ফেডারেশন মাইক্রোবাস দিতে চাইলেও তারা নেয়নি, ‘ফেডারেশন আমাদের মাইক্রোবাস দিতে চেয়েছিল। কিন্তু শুনেছি, আমাদের এখান থেকে বলা হয়েছিল কেউ এখান থেকে ঢাকা গিয়ে আমাদের নিয়ে আসবে। কিন্তু সেটা হয়নি। তাই আমরা বাসে চলে আসি। বাসে আমাদের কিছু ছেলে বাজে কথা বলেছে।’

সূত্রঃ প্রথম আলো

পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে হাজির হয়েছেন এক লাখের বেশি বাংলাদেশি।



পবিত্র হজ পালনে মক্কায় এক লাখের বেশি বাংলাদেশি।
 এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন এবং অন্য হাজিরা বেসরকারি ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে এসেছেন।

সৌদি সরকার এবার বৈধ হজযাত্রীদের নিরাপদ ও ভিড়মুক্ত রাখতে ব্যবস্থা নিয়েছে। হজ পালনের অনুমতি নেই, এমন কাউকে মক্কায় ঢুকতে দিচ্ছে না। আগে সৌদি আরবে অবস্থানরত কয়েক লাখ বিদেশি বিনা অনুমতিতে হজ পালন করতেন বলে প্রচণ্ড ভিড়ের কারণে নিরাপত্তাবলয় ভেঙে পড়ত।

মক্কার পুলিশপ্রধান সাইয়্যেদ বিন সালেম আল কারনি বলেছেন, হজে অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে ১০৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় হজ পালন করতে চাওয়া ১ লাখ ৮৮ হাজার ৭৪৭ ব্যক্তিকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া হজের সময় মক্কায় প্রবেশের অনুমতিপত্র না থাকায় ৮৫ হাজার ৯৬৫টি গাড়িও ঢুকতে দেওয়া হয়নি। গোয়েন্দা বিভাগের কর্মীরা সক্রিয় রয়েছেন।

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপের সময় জামারায় মানুষের প্রচণ্ড ভিড় হয়। গত বছর হজের সময় অনেকে হতাহতও হন। ফলে এবার সৌদি হজ ব্যবস্থাপনা কমিটি বিভিন্ন দেশের হজ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিশৃঙ্খলা এড়াতে এবং ভিড় কমাতে কঙ্কর নিক্ষেপের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। জিলহজ মাসের ১০ তারিখ সকাল ১০টা থেকে কঙ্কর নিক্ষেপ শুরু হবে। কঙ্কর নিক্ষেপের দ্বিতীয় দিনে ১১ জিলহজ স্থানীয় সময় বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কঙ্কর নিক্ষেপ বন্ধ থাকবে। এ সময়ের বাইরে নিরাপদ সময়ে ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে কঙ্কর নিক্ষেপ করতে হবে।
কঙ্কর নিক্ষেপের তৃতীয় দিন ১২ জিলহজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কঙ্কর নিক্ষেপ বন্ধ থাকবে। ওই সময় ছাড়া বাকি সময়ে কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪৪টি ও সৌদি এয়ারলাইনস পরিচালিত ১৫৫টিসহ মোট ২৯৯টি ফ্লাইটে প্রায় এক লাখ হজযাত্রী পরিবহন করা হয়। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ১৭ জন। এ পর্যন্ত হজযাত্রীদের ৩৫৬টি লাগেজ হারিয়ে যায়। এর মধ্যে ১৬৭টি লাগেজ খুঁজে পাওয়া গেছে এবং ১৩৭টি ফেরত দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

আগামী রোববার ১১ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হবে। গত ৪ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

নতুন নকশা আর নতুন দুটি রঙে সেপ্টেম্বর থেকে বাজারে আসছে নতুন দুই আইফোন!


যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় গতকাল বুধবার আইফোন ৭ ও ৭ প্লাস বাজারে নিয়ে আসার ঘোষণা দিল অ্যাপল। নতুন আইফোন সম্পর্কে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘আমরা এখন পর্যন্ত যত আইফোন তৈরি করেছি, এর মধ্যে এটিই সেরা।’

নতুন নকশা আর নতুন দুটি রঙে সেপ্টেম্বর থেকে বাজারে আসছে নতুন দুই আইফোন। নতুন নকশার হোম বাটন ছাড়াও প্রথমবারের মতো আইফোনে যুক্ত হচ্ছে ধুলা ও পানি প্রতিরোধী প্রযুক্তি।

নতুন আইফোনের ১০টি নতুন ফিচারের কথা বলেছেন অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার। তিনি বলেন, আইফোনের নকশায় কিছুটা পরিবর্তন এসেছে। গোল্ড, সিলভার, রোজ গোল্ড রং ছাড়াও জেট ব্ল্যাক ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে আইফোন ৭। এর হোম বাটন হয়েছে ফোর্স সেনসিটিভিটি। এতে নতুন প্রজন্মের ট্যাপটিক ইঞ্জিন বসেছে। নোটিফিকেশন, মেসেজের জন্য নতুন ফিডব্যাক সিস্টেম এসেছে। এটি এখন আইপি ৬৭ মান, অর্থাৎ ধুলা ও পানি প্রতিরোধী। আইফোন ৭-এ থাকছে একটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) যুক্ত একটি ক্যামেরা আর ৭ প্লাসে থাকছে দুটি ক্যামেরা। ফোনের অ্যাপারচার হবে ১ দশমিক ৮। ক্যামেরার জন্য নিজস্ব ইমেজ-সিগনাল প্রসেসর তৈরি করেছে অ্যাপল।

এটি ৩০ শতাংশ অধিক কার্যকর ও ৬০ শতাংশ দ্রুতগতির। এতে কম আলোতে উন্নত ছবি উঠবে। আইফোনের সামনে ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ও পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ও অন্যটি ৫৬ মিলিমিটার টেলিফটো লেন্স।

আইফোন ৭-এ রেটিনা এইচডি ডিসপ্লে যুক্ত হয়েছে। এতে আইফোন ৬ এস ও ৬ এস প্লাসের চেয়ে ডিসপ্লে ২৫ শতাংশ উজ্জ্বল দেখাবে। দুটি মডেলেই যুক্ত হচ্ছে স্টেরিও স্পিকার। একটি ওপরে ও একটি ফোনের নিচের অংশে। হেডফোন জ্যাকের পরিবর্তে আইফোনে এসেছে এয়ারপড।

একবার চার্জ দিলে ব্যাটারি টানা পাঁচ ঘণ্টা চলবে আইফোন ৭। পারফরম্যান্সের দিক থেকে এটি অন্য সব মডেলের আইফোনকে পেছনে ফেলবে। এতে থাকছে এ১০ ফিউশন প্রসেসর, যাতে চার কোর প্রসেসর ও ৩ দশমিক ৩ বিলিয়ন ট্রানজিস্টর থাকবে। আইফোন ৬ এসে ব্যবহৃত এ ৯ চিপের চেয়ে গ্রাফিকস ৫০ শতাংশ দ্রুত কাজ করবে।

৩২ জিবির আইফোন ৭ বিক্রি হবে ৬৪৯ মার্কিন ডলারে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি মডেলের আইফোনও বাজারে আসবে। ৩২ জিবির আইফোন ৭ প্লাসের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার। সেপ্টেম্বর মাস থেকেই আগাম ফরমাশ নেওয়া শুরু করবে অ্যাপল। ১৬ সেপ্টেম্বর থেকে বিক্রি হবে নতুন আইফোন।

১৩ সেপ্টেম্বর আইওএস ১০ সফটওয়্যার উন্মুক্ত করবে অ্যাপল।

আত্মপ্রকাশেই মন জয় করল রণবীরের নতুন ছবির গান!



টিজারে মনে হয়েছিল পরিচালক করণ জোহরের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল” মনে হয় এক তরফা সম্পর্কের কোনও গল্প৷ যেখানে সম্পর্কের জটিলতার বাইরে গিয়েও মানুষকে গ্রাস করে একাকীত্ব৷ যেখানে সম্পর্কের শেষেও থেকে যায় এক তরফা ভালবাসা৷
কিন্তু সদ্য মুক্তি পেল “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এর প্রথম গান৷ প্রীতমের সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটির মধ্যে সুর এবং রোম্যান্সের মিশেল যেমন আছে ঠিক তেমনভাবেই গানটির দৃশ্যায়ন মনে করিয়ে দিল করণ জোহরের পরিচালিত ছবি “কভি আলবিদা না কহেনা”-র গল্প৷ সেই সম্পর্কের টানাপোড়েন, সেই সম্পর্কের বাইরে গিয়ে পরকীয়ায় জড়িয়ে গিয়ে হৃদয় ভাঙার গল্প৷ যদিও “কভি আলবিদা না কহেনা” ছবিতে শেষটায় ভালবাসা সবরকম জটিলতাকে হারিয়ে জিতে গিয়েছিল৷
কিন্তু রণবীর, ঐশ্বর্য, অনুষ্কা এবং ফাওয়াদ খান অভিনীত এই ছবির প্রথম গানটি শেষ অবধি সেই একাকীত্বের সুর মনে রেখেই শেষ হয়৷
তবে কি করণের নতুন ছবিতে ভালবাসা পরিণতি পাবে না?
শুনে নিন সেই গান:

পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

সময়োপযোগী সিদ্ধান্ত: পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।

 আগামী ৮ থেকে ১১ নভেম্বর ইসলামাবাদে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে পাকিস্তান।

উচ্চপর্যায়ের সূত্র জানায়, পাকিস্তানের এবারের সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবুজ সংকেত দেয়া হয়। এরপর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি শুরু করে। নিয়মানুযায়ী সার্কের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মতির ভিত্তিতেই সার্ক শীর্ষ সম্মেলনের দিন তারিখ নির্ধারিত হয়ে থাকে।
সূত্র জানায়, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ও কয়েকজন অপরাধীর ফাঁসির দণ্ড কার্যকর হবার পর পাকিস্তানের অযাচিত প্রতিক্রিয়া আর হস্তক্ষেপের জন্যই প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার হস্তক্ষেপ করছে পাকিস্তান। বাংলাদেশ এর প্রতিবাদ জানানোর পরও পাকিস্তান অবস্থান বদলায়নি। এ অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো দৃশ্যত অগ্রগতি হয়নি।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর গত পাঁচ বছর ধরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক শীতল পর্যায়ে রয়েছে। মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে কোনো সফর বিনিময় হয়নি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রীগণ যাননি। স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হাইকমিশনার ও অর্থমন্ত্রীদের বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সর্বশেষ দীর্ঘ ছয় বছর পর কয়েকবার পিছিয়ে গত ১ সেপ্টেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকের দিন নির্ধারিত হয়। ২৪ ঘন্টা আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তার ঢাকা সফর বাতিল করেন।
এছাড়া সর্বশেষ মীর কাসেম আলী, এর আগে মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, কামারুজ্জামান, কাদের মোল্লার মত যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড কার্যকর হবার পর প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। এ নিয়ে ঢাকা ও ইসলামাবাদে দফায় দফায় তলব ও পাল্টা তলব চলে। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একাধিক কর্মকর্তা নানা অপরাধে জড়িয়ে হাতে-নাতে ধরা পড়েন। সরকার আইনি ও কূটনীতিক পদক্ষেপ নেয়। পাল্টা হিসেবে ইসলামাবাদে একাধিক বাংলাদেশি কূটনীতিককে নিরাপত্তা হুমকিসহ নানা হয়রানির শিকার হতে হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান বরাবরই বৈরি ও অসহযোগিতামূলক আচরণ করে আসছে।
এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পাকিস্তানে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত সহসাই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সার্ক সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্রটি জানায়। তবে সার্ক সম্মেলনের এখনো দুই মাস সময় আছে। এর আগেই সিদ্ধান্ত হবে বলে সূত্রটি জানায়।

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগানে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা !


আজ বুধবার কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে দরিদ্র পরিবারের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ উদ্বোধনের পর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধপারাধীর বিচার হচ্ছে। বাংলাদেশ অভিশাপমুক্ত হচ্ছে।তিনি বলেন, দারিদ্র বিমোচনে সরকার কাজ করছে। বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না, রোগে ভুগে মানুষ মারা যাবে না।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগানে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

 মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। বিধবা ও প্রতিবন্ধী নারীদের এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি কমিটি হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবে। কমিটিতে জনপ্রতিনিধিরাও আছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট এর সৃষ্টি হয়েছে আজ!



ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় ৬২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে এ সব মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানবাহনের চাপ বেড়েছে।
টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট ইফতেখাইরুল বলেন, ‘মহাসড়কে কোরবানির গরুবাহী ট্রাকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তার ওপর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
এদিকে দুটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, ভোরে কালিয়াকৈর রেল ওভারব্রিজ এলাকায় দুটি ট্রাক বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। সকালে ট্রাক দুটি সরিয়ে নিয়ে যান চলাচল শুরু হয়। তবে যানবাহন খুব ধীর গতিতে চলছে।

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ফেলার ব্যবস্থা নিতে সারা দেশের পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান!

পৌরসভাগুলোকে কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ফেলার ব্যবস্থা নিতে সারা দেশের পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নাগরিক সমস্যা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা দ্রুত ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করে ফেলবেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ৪৮টি পৌরসভার মেয়রদের মধ্যে ডাম্প ট্রাকের চাবি বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
চাবি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক।

মন্ত্রী আরও বলেন, নগর উন্নয়নে মাধ্যমেই নগরায়ন হয়। পৌরসভাই একমাত্র সংগঠন যারা কর নির্ধারণ করতে পারে। অনেক মেয়র ভোটাররা ভোট দেবেন না এ ভয়ে কর বাড়াতে চান না। ট্যাক্স ধার্য না করলে সরকার কত আর সহায়তা করবে। এজন্য নিজেদের অর্থের সংস্থান নিজেদের করার জন্য পৌরসভাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭০১তম!


শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যের প্রতিষ্ঠান কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর এ তালিকা প্রকাশ করে। তিন হাজার আট শর বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তালিকায় ৮১টি দেশের ৯১৬টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
বিশ্বে ৭০১তম হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হয়েছে ১০৯তম।
নতুন এই র‍্যাঙ্কিংয়ের পর্যালোচনায় বলা হয়েছে, উচ্চশিক্ষায় যেসব দেশে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ছে, সেসব দেশের শিক্ষার মানও উন্নত হচ্ছে। উন্নতি করা দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন উল্লেখযোগ্য। আর পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকা এবং পশ্চিম ও দক্ষিণ ইউরোপের দেশগুলো।
যথারীতি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজে অবস্থিত বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর তৃতীয় হয়েছে কেমব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আছে ৪ নম্বরে। যুক্তরাজ্যের অকক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬ নম্বরে।
বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়ের ৭৪ হাজার ৬৫১ জন শিক্ষক ও ৩৭ হাজার ৭৮১ জন কর্মকর্তা কিউএসের তালিকা তৈরিতে সহায়তা করেছেন। ১ কোটি ৩ লাখ গবেষণাপত্র ও এসব গবেষণায় ব্যবহৃত হয়েছে এমন ৬ কোটি ৬৩ লাখ উদ্ধৃতিপত্র পর্যালোচনা করা হয়েছে তালিকা তৈরির সময়। গবেষণা, শিক্ষকতা, ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীদের চাকরি পাওয়ার হার ও আন্তর্জাতিকীকরণের ওপর নির্ভর করে প্রণয়ন করা হয়েছে এটি।

ব্রাজিলের জার্সিতে নেইমার যেন নিজেকে আরও একধাপ উঁচুতে নিয়ে যান!

ব্রাজিলের নায়ক আবারও নেইমার!

ম্যাচে তিনটা গোল। তিনটাই দিয়েছে ব্রাজিল। কিন্তু তবু ছুটে গেছে ঘাম। একটা গোল যে ব্রাজিল ঠেলেছিল নিজেদেরই জালে! মিরান্ডার হেডে এগিয়ে যাওয়া ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল মারকুইনহোসের আত্মঘাতী গোল। কিন্তু ব্রাজিলকে উদ্ধার করেছেন নেইমার।
ব্রাজিলের জার্সিতে নেইমার যেন নিজেকে আরও একধাপ উঁচুতে নিয়ে যান। অলিম্পিক ফুটবলের অমীমাংসিত ধাঁধার উত্তর মিলিয়ে দিয়েছেন। এরপর ইকুয়েডরের বিপক্ষে ৩৩ বছর না জেতার রহস্য ব্রাজিল মিলিয়েছে তাঁর অনুপ্রেরণাতেই। আর আজ তো সরাসরি ম্যাচের নায়ক। যে কলম্বিয়া তাঁর কাছে সব সময়ই একটা দুঃস্বপ্নের নাম হয়ে থাকবে। তাঁদের বিপক্ষে আবারও নেইমার প্রতিশোধ নিলেন। এবার ২-১ গোলের জয়ে।

দুই ম্যাচ আগেও বাছাইপর্বের এই অঞ্চলে ছয়ে পড়ে থাকা ব্রাজিল টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এল। নতুন কোচ তিতে দ্রুতই সংসার গুছিয়ে নিয়েছেন। তরুণ ব্রাজিল ধীরে ধীরে জমাট বাঁধছে।

ব্রাজিলের শুরুটা হয়েছিল দারুণ। মাত্র ২ মিনিটেই মিরান্ডার হেড এগিয়ে দিয়েছিল দলকে। কিন্তু ৩৬ মিনিটে মারকুইনহোস হামেস রদ্রিগেজের ক্রসটায় বিভ্রান্ত হয়ে নিজেই নিজেদের জালে বল পাঠালেন। ফিলিপে কৌতিনহোর বাড়িয়ে দেওয়া বলে নিখুঁত ফিনিশিংয়ে ৭৪ মিনিটে স্বস্তি এনে দিয়েছেন নেইমার।

এই জয়ে ব্রাজিলের পয়েন্টও এখন আর্জেন্টিনার সমান (১৫)। মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে ওপরে আছে উরুগুয়ে। দেশ আর ক্লাব সমর্থকদের কাছে দুয়ো শুনতে শুনতে বিরক্ত কাভানি আর সব ঝাল ঝেড়েছেন প্যারাগুয়ের ওপর। তাঁর জোড়া গোলেই ৪-০-তে জিতেছে উরুগুয়ে। অন্য দুটি গোল রদ্রিগেজ ও সুয়ারেজের।

এক মাস বিরতি দিয়ে আগামী ৬ অক্টোবর আবারও শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। আর্জেন্টিনা খেলতে যাবে পেরুতে। কঠিন পরীক্ষা সন্দেহ নেই। ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। পরের সপ্তাহে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ও ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ।

মেসি না থেকেই বুঝিয়ে দিলেন, তাঁর শূন্যতা পূরণ করার সাধ্য আর্জেন্টিনার নেই!

মেসি না থাকলে কী হয় বুঝল আর্জেন্টিনা...

ভাগ্যিস লিওনেল মেসি সিদ্ধান্তটা বদলেছিলেন! উরুগুয়ে ম্যাচে ১০ জনের দলকে মেসি জিতিয়ে দেওয়া পরও এই উপলব্ধি যদি আর্জেন্টিনা সমর্থকদের না হয়ে থাকে, আজ নিশ্চয়ই হলো। এবার মেসি না থেকেই বুঝিয়ে দিলেন, তাঁর শূন্যতা পূরণ করার সাধ্য আর্জেন্টিনার নেই। নিশ্চিত হারতে বসা ম্যাচটা কোনোমতে ড্র করে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারল আর্জেন্টিনা। 
২ গোলে পিছিয়ে পড়েও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ ড্র করল। এভাবে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার জন্য আর্জেন্টিনাকে বাহবা দেওয়াই যায়। কিন্তু যখন জানবেন, ভেনেজুয়েলা এবার রীতিমতো ছন্নছাড়া ফুটবল খেলছে বিশ্বকাপ বাছাইপর্বে, পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে থাকা দলটার কাছে ২ গোল হজম করাটাও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটার জন্য লজ্জার।
মেসিকে ছাড়া কেমন যেন হতোদ্যম, প্রাণহীন দেখানো আর্জেন্টিনা আজ ৩৫ ও ৫৩ মিনিটে দুটি গোল হজম করে ভেনেজুয়েলাকে অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখার আশা আলো দেখিয়েছিল।
কিন্তু ৫৮ মিনিটে লুকাস প্রাত্তো, আর ম্যাচ শেষের ৭ মিনিট আগে নিকোলাস ওটামেন্ডির ভলি বাঁচিয়ে দিল আর্জেন্টিনাকে। সাত ম্যাচের ছয়টাতেই হারা ভেনেজুয়েলার কাছে নিজের দ্বিতীয় ম্যাচে হেরে গেলে এদগার্দো বাউজার জন্যও হয়ে যেত কঠিন চাপের। আর্জেন্টিনার নতুন কোচকে বাঁচিয়ে দিলেন প্রাত্তো, তিনিও খেলেছেন নিজের দ্বিতীয় ম্যাচ।
চোটের কারণে মেসি ছিলেন না। সার্জিও আগুয়েরোও। গঞ্জালো হিগুয়েইনকে তো শুরুতেই ছেঁটে ফেলা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না পাওলো দিবালা। গত ম্যাচে মেসি তবু নিঃসঙ্গ লড়াইয়ে আর্জেন্টিনার ভার বয়ে নিয়ে গেছেন। কিন্তু মেসি ছাড়া এমন কাঁধ যে আর কারও নেই এই দলে!
গোলরক্ষক সার্জিও রোমেরোর জন্য খুব বাজে একটা রাত আরও বাজে হয়ে যেতে পারত। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো তিনি মিকেল ভিয়ানুয়েভার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। শটটাও ঠিকমতোই নিয়েছিলেন ভিয়ানুয়েভা। কিন্তু বল পোস্টে লেগে ফিরে এল। ভেনেজুয়েলার তাই অষ্টম ম্যাচেও জয় পাওয়া হলো না। আর আর্জেন্টিনা শীর্ষস্থান থেকে নেমে গেল তিন নম্বরে।
ব্রাজিল টানা দুই জয়ে উঠে এল দুই নম্বরে। আর উরুগুয়ে প্যারাগুয়ের জালে এক হালি গোল দিয়ে আবার ফিরে এল শীর্ষে।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates