LATEST UPDATE

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

এবার পিতৃহীন কন্যা শিশুরা পাবে সরকারি ভাতা




মাতৃ-পিতৃহীন কন্যা শিশুদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তাদের স্বাবলম্বী হওয়া পর্যন্ত সরকারী ভাতা প্রদান করবে সরকার।

বুধবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৭তম বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে মাতৃ-পিতৃহীন কন্যা শিশুদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তাদের স্বাবলম্বী হওয়া পর্যন্ত কোন কর্মসূচি বা প্রকল্পের আওতায় নির্ধারিত হারে সরকারী ভাতা প্রদান করা যায় কিনা তা যাচাই করা হচ্ছে বলে জাননো হয়।

কমিটি মহিলা ও শিশুদের জন্য গৃহীত প্রকল্পগুলো পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে বিশেষ করে দূরবর্তী/সীমান্তবর্তী যে সব জেলা ও উপজেলাগুলো আছে সে সব এলাকায় সম্প্রসারণে জন্য সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমীর সমস্যাবলী ও কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমী অবহিত করে যে, শিশু উন্নয়ন কর্মসূচীর আওতায় ৬৪টি জেলা অফিস ও ৬টি উপজেলা অফিসের মাধ্যমে প্রতিবছর ৪২টি কার্যক্রম বাস্তবায়িত হয় এবং এ কর্মসূচির মাধ্যমে বিগত ৩ বছর ৪০ লক্ষ শিশু অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন-এর সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও নাসরিন জাহান রত্না বৈঠকে অংশগ্রহণ করেন।

মুশফিকের বিরল রেকর্ড, যা পারেননি লারা-শচীনরাও




একই মাঠে ১০০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশ্বের একমাত্র ক্রিকেটার বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০০ বা তারও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। মজার বিষয় হলো দীর্ঘদিন ২২ গজে শাসন করলেও শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারার মতো বিশ্বসেরা ক্রিকেটাদেরও এই রেকর্ড নেই। এমনই চমকপ্রদ তথ্য জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফোর বিশেষজ্ঞ স্টেভেন লিঞ্চের কাছে খালিদ জাফর নামের এক পাকিস্তানি জানতে চান, একই মাঠে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের নাম কি? উত্তরে তিনি জানান, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের মুশফিকুর রহিম এখন পর্যন্ত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলেছেন। মিরপুরে খেলা মুশফিকের ম্যাচের সংখ্যা ১০৫টি।

মুশফিকের কাছাকাছি থাকা অন্য দু'জনও বাংলাদেশের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিরপুরে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ম্যাচ। অন্যদিকে, টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ৯৩টি ম্যাচ খেলে তৃতীয় স্থানে রয়েছেন।

ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল




তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটি।

১৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ মোট ২৫ জনের আফগান দল ঢাকায় পা রাখে। ঢাকায় নেমে সরাসরি হোটেল রেডিসনে উঠবে আফগান ক্রিকেটাররা।  আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে আফগানরা।

বাংলাদেশে সফরে আসার আগে আফগানিস্তান ক্রিকেট দল বিশেষ প্রস্তুতি নিতে ভারতে ক্যাম্প করছে। এবারই প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানরা। দলের অধিনায়কের দায়িত্বে আছেন মোহাম্মদ আসগর স্টানিকজাই।

আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির। এর আগে, একটি প্রস্তুতি ম্যাচ পাবে আফগানরা। আগামী শুক্রবা বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

আফগানদের বিপক্ষে এই সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মাশরাফি-মুশফিকরা। আফগানদের সঙ্গে সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংলিশরা।

আফগানিস্তান স্কোয়াড: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত

সোনম জানান, বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না তিনি



বলিউডের মতো গ্লামার জগতে বেশ কয়েক বছর কাটিয়েও কিভাবে বিতর্ক ও স্ক্যান্ডাল মুক্ত রয়েছেন তার গোপন রহস্য জানিয়েছেন সোনম কাপুর।

ফ্যাশনের জন্য বিখ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন তিন সূত্র মেনে চলে বিতর্ক এড়াতে পারছেন তিনি। তা হলো মদ্যপান না করা, পার্টিতে না যাওয়া এবং প্রেম না করা।

সম্প্রতি এক ওয়েবসাইটের সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বেশ অনেক বছর গ্ল্যামার দুনিয়ায় কাটিয়ে ফেলার পরও কীভাবে এমন বিতর্কহীন জীবন কাটাতে পারলেন সোনম।

জবাবে সোনম বলেন, আমি আজ পর্যন্ত বলিউডের কারও সঙ্গে প্রেম করিনি। আমি পার্টিতেও যাই না, কারণ আমি মদ্যপান করি না।

সোনম জানান, পার্টির বদলে সোনাম প্রতি রাতে দশটা বেজে গেলেই গল্পের বই নিয়ে বিছানায় চলে যান । বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি রাম মাধবনীর ‘নীরজা’য় তার অভিনয় সবার প্রশংসা কুড়িয়েছে।এখন তিনি হোম প্রডাকশন ‘ভির দি ওয়েডিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে সোনাম ছাড়াও অভিনয় করছেন কারিনা কাপুর খান, সারা ভাস্কর।সোনম জানান,

আইওএস ১০ এর তিন না জানা ফিচার!




টেকজায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের আইওএস ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে। নিত্য নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই অপারেটিং সিস্টেমে। কিছু ফিচার আছে যেগুলো সাধারণত জানা না থাকলে চোখে পড়বে না। সেই অপারেটিং সিস্টেমের তেমনই তিনটি ফিচার তুলে ধরা হলো।

আইফোনের ক্যামেরা ভার্চুয়াল ম্যাগনিফাইং গ্লাস তৈরি :

আইফোনের ক্যামেরাকে চাইলে ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করে যে কোনো টেক্সটকে বড় আকারে দেখা যাবে। এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে Settings গিয়ে General এ ক্লিক করে Accessibility থেকে Magnifier অপশনটি অন করতে হবে। এরপর ক্যামেরা দিয়েই পাওয়ার বাটন ক্লি করে জুম করে লেখা পড়া যাবে ম্যাগনিফাইং গ্লাসের মত করে।


লকস্ক্রিনে যা দেখা যাবে নির্ধারণ করা :

ধরুণ আপনি ফোনটি কোথাও রেখে চলে গেলেন। সেই সময় কোনো ম্যাসেজ বা কিছু আসলে লকস্ক্রিণে তা দেখা যায়। অন্য কারও হাতে ফোনটি পড়লে নোটিফিকেশনের প্রিভিউ লকস্ক্রিণে দেখা যায়। এই বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে আইফোনের সেটিংস থেকে। এর জন্য সেটিংস থেকে Touch ID & Passcode অপশন গিয়ে যে বিষয়ের নোটিফিকেশন দেখা যাবে লকস্ক্রিনে তা নির্ধারণ করা যাবে।

লাইভ ফটো এডিটিং :

আইওএস ১০ অপারেটিং সিস্টেমে লাইভ ফটো ফিচারের আরও উন্নতি সাধন করা হয়েছে। আইওএস থেকে লাইভ ছবি সরাসরি সম্পাদনও করা যাবে। চাইলে ছবি এডিটিংয়ের পাশাপাশি সাইজ, ক্রপ, ফিল্টার ইত্যাদি যুক্ত করা যাবে।

ডিমনেশিয়া কি জানুন, সুস্থ্য থাকুন!




প্রতি ৩ সেকেন্ডে, পৃথিবীতে একজন মানুষ ডিমিনেশিয়া রোগে আক্রান্ত হচ্ছে। ২০৫০ সালের মধ্যে ডিমনেশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা তিন গুণ বেড়ে যাবে, যা ২১ শতকের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যায় পরিণত হতে পারে। সম্প্রতি এমনই শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা গুলো।

ডিমনেশিয়া শব্দটি এমন একটি অবস্থাকে বুঝায়, যার ফলে মস্তিস্কের বিভিন্ন ধরণের কার্যক্রম যেমন- স্মৃতি, চিন্তা, অন্যকে চিনতে পারা, ভাষা, পরিকল্পনা এবং ব্যক্তিত্বের অবনতি ঘটে। বিভিন্ন প্রকার ডিমনেশিয়ার মধ্যে আছে, ভাস্কুলার, লিউভডি এবং ফ্রন্টো টেম্পেরাল ডিমনেশিয়া।

এই রোগের লক্ষণ গুলো হচ্ছে; স্মৃতি শক্তি কমে যাওয়া, চিন্তা করতে গিয়ে সমস্যায় পড়া, কিছু বলতে গিয়ে শব্দ খুঁজে না পাওয়া, কাছের মানুষ চিনতে না পারা, মেজাজের পরিবর্তন ঘটা।

স্বাস্থ্যসম্মত জীবনাচার, আমাদের পরবর্তী জীবনে ডিমনেশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে। স্বাভাবিক ভাবে হৃতপিন্ডের কার্যকারিতার জন্য ভাল, মস্তিস্কের জন্য ভাল। যে কারনে সুষম খাদ্যগ্রহণ এবং নিয়মিত শারীরিক ও মানসিক ব্যায়ামের মাধ্যমে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ্য থাকা যাবে।

উল্লেখ, এ বছর বিশ্ব আলঝেইমার্স মাস সেপ্টেম্বর ২০১৬ পালন হচ্ছে। এই রোগের কারনে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে ডিমনেশিয়া হয়ে থাকে।ডিমনেশিয়া কি জানুন, সুস্থ্য থাকুন

‘পিঙ্ক’ নিয়ে দর্শককে বিশেষ অনুরোধ বিগ বি-র



‘না মানে না’- এই সংলাপ যেন এখন আগুনের মতোই ছড়িয়েছে৷ সৌজন্যে, অনিরুদ্ধ রায়চৌধুরির ছবি ‘পিঙ্ক’৷ দেশে নারীদের অবস্থান তুলে ধরা ছবিটি এমন এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যা ভাবিয়ে তুলেছে দেশবাসীকে৷

সে ছবি নিয়েই এবার এক বিশেষ অনুরোধ করলেন বিগ বি৷ না, শুধু ছবি দেখার অনুরোধ নয়৷ দর্শকদের পাশপাশি হল মালিকদের কাছেও তিনি বিশেষ এক আর্জি জানিয়েছেন৷ কী সেটা? তাঁর অনুরোধ, ছবি শেষ হওয়া মাত্র যেন হলের আলো জ্বালিয়ে না দেওয়া হয়৷ এমনকী ক্রেডিট টাইটেল শুরু হওয়া মাত্র দর্শক যেন উঠে চলেও না যান৷ বিগ বি জানাচ্ছেন, তাহলে কিন্তু বড় মিস৷ কেননা এর পরেও কিছু চমক অপেক্ষা করছে৷ সাধারণত ক্রেডিট টাইটল দেখানো মাত্রই দর্শকরা হল ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন৷ যদিও কলাকুশলীদের নাম শেষ হওয়ার পরই সিট ছেড়ে ওঠা রীতি৷ হাততালি দিয়ে অভিবাদনও জানানো হয়৷ দর্শক ধরে রাখতে একসময় ক্রেডিট টাইটেলের সঙ্গে আইটেম সং জুড়ে দেওয়ার রীতি চালু হয়েছিল৷ তবে ‘পিঙ্ক’ সে সব কিছু করেনি৷ কিন্তু বিগ বি যখন অনুরোধ করছেন, তখন যে চমকপ্রদ কিছু দেখা যাবে, তা বলাই বাহুল্য৷

T 2385 – #PINK theatre owners, PLEASE DO NOT PUT THE LIGHTS ON when the credits role ! There is a lot more to see after ! pic.twitter.com/jdXDnHtyRV

— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016

T 2385 – #PINK PLEASE be seated before start, remain seated till credits role .. there is more coming .. do not miss it . its important !!

— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016

জুলাইয়ে মাশরাফিদের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান



সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল গত মার্চে। ২৬ মার্চ ভারতের ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল মাশরাফি-মুশফিক-সাকিবরা।

সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে।

এরপর সাত অক্টোবর থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ। সেই থেকে শুরু করে ২০১৭ সালের জুন অবধি দেশের মাটিতে জাতীয় দলের কোনো সিরিজ নেই।

জুলাইয়ে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ীই বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। সেখানে সফরকারীরা দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডের পাশাপাশি খেলবে একটি টি-টোয়েন্টি।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দেশের মাটিতে কোনো সিরিজ না থাকলেও এই সময়ের মধ্যে বাংলাদেশ সফর করবে যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডে। এক জুন বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে নামবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে।

এরপর অক্টোবরে বাংলাদেশ উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। এফটিপি অনুযায়ী দেশের মাটিতে বা দেশের বাইরে ২০১৮ সালে বাংলাদেশের আর কোনো সফরসূচি চূড়ান্ত হয়নি।

৩ মিনিটেই তৈরি করুন মজাদার রেড ভেলভেট কেক



“কেক” খাবারটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বর্তমান সময়ে জনপ্রিয় একটি কেক হল রেড ভেলভেট। বড় বেকারি শপ ছাড়া এই কেকটি পাওয়া যায় না। তাই খেতে ইচ্ছা করলেও সব সময় খাওয়া সম্ভব হয়ে উঠে না। পছন্দের এই কেকটি আপনি চাইলে যখন তখন খেতে পারেন। ভাবছেন কীভাবে? খুব সহজে, মাত্র ৩ মিনিটে রেড ভেলভেট কেক ঘরে তৈরি করে নেয়া যায়। আসুন তাহলে মজাদের এই কেকের রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ:

৪ টেবিল চামচ ময়দা

১/৮ চা চামচ বেকিং পাউডার

৪ টেবিল চামচ চিনি

২ টেবিল চামচ কোকো পাউডার

৩ টেবিল চামচ দুধ

৩ টেবিল চামচ তেল

১টি ডিম

১/২ চা চামচ রেড ফুড কালার

ক্রিমের জন্য:

৪ টেবিল চামচ মাখন

ক্রিম চিজ

১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স

১ কাপ চিনির গুঁড়ো

প্রণালী:

১। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার, দুধ, তেল, চিনি এবং ডিম দিয়ে ভাল করে ফেটুন।

২। এরপর এতে লাল ফুড কালার দিয়ে ভাল করে মেশান।

৩। মিশ্রণটি মগে ঢালুন।

৪। এবার মাইক্রোওয়েভে ৭০ পাওয়ারে ২-৩ মিনিট বেক করতে দিন।

৫। আরেকটি পাত্রে মাখন এবং ক্রিম চিজ ভাল করে বিট করুন। এরসাথে ভ্যানিলা এসেন্স এবং চিনির গুঁড়ো দিয়ে দিন।

৬। মগ কেকের উপর এই ক্রিম দিয়ে দিন।

৭। ব্যস তৈরি হয়ে গেল দোকানের মত রেড ভেলভেট মগ কেক।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates