LATEST UPDATE

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

প্রেমে মজেছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন




গুঞ্জন উঠেছে অভিনেতা উপেন প্যাটেলের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি।

কয়েক মাস আগে কারিশমা তান্নার সঙ্গে ব্রেকআপ হয় উপেন প্যাটেলের। এখন তিনি অ্যামির সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে।

মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় নাকি একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অ্যামি এবং উপেন। সম্প্রতি একটি রেস্তোরাঁয় ফটোসাংবাদিকের ক্যামেরায় বন্দি হন দুজন। পরবর্তীতে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ছবিটি। এরপর থেকে এ জুটির প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়।

শংকর পরিচালিত আই সিনেমার সেটে অ্যামি এবং উপেনের বন্ধুত্ব হয়। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন উপেন। অন্যদিকে নায়িকা চরিত্রে ছিলেন অ্যামি জ্যাকসন। এখন তারা তাদের সম্পর্কটি পরবর্তী ধাপে নিয়ে যেতে চান।

তাদের সম্পর্কের ব্যপারে হ্যাঁ অথবা না কিছুই বলেননি এই কথিত প্রেমিক যুগল। বর্তমানে অ্যামি জ্যাকসন এন্থিরাম-টু বা ২.০ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রজনীকান্ত এবং অক্ষয় কুমার।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates