LATEST UPDATE

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

২০৪ আইএসপির ব্যান্ডউইথ বন্ধে কঠোর বিটিআরসি

২০৪ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বন্ধ করতে আবারো কড়া নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।




আগের নির্দেশনা অনুসারে ২৫ আগস্ট থেকে এসব আইএসপির ব্যান্ডউইথ বন্ধ করতে বলা হয়েছিল। এবার সেই নির্দেশ যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের হুশিয়ারি দিয়েছে কমিশন।
গত বুধবার এ বিষয়ে একটি নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এতে কালো তালিকাভূক্ত এসব আইএসপিকে আবার ব্যান্ডউইথ দিলে বা ব্যবসা করলে ইন্টারনেট গেটওয়ে অপারেটরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।


এর আগে বারবার তাগাদা দেওয়ার পরও সাড়া দেয়নি বিভিন্ন ক্যাটাগরির এমন ২০৪টি আইএসপির লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয় বিটিআরসি।
একই সঙ্গে ২০১০ সালের টেলিযোগাযোগ আইন অনুসারে এসব আইএসপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
কমিশন এর আগে গত বছর দুই দফায় ৬৩টি আইএসপি’র লাইসেন্স বাতিল করেছিল।
বর্তমান তালিকার মধ্যে ৩৩ ন্যাশনওয়াইড আইএসপি রয়েছে। সেন্ট্রাল জোনের আইএসপি রয়েছে ২৩টি আছে  ও ১৩টি জোনাল আইএসপি।

এর বাইরেও শুধু ঢাকা মেট্টোপলিটন এলাকায় ব্যবসা করে এমন এ ক্যাটাগরির লাইসেন্স বন্ধের তালিকায় আছে আরও ৭০টি। বি ক্যাটাগরির তালিকায় আছে ২৬টি এবং সি ক্যাটাগরির তালিকায় ২৬টি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত বছর থেকে কমিশন আইএসপিদের তালিকা ও তাদের গ্রাহকদের তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেছে। তারপর থেকেই আইএসপিগুলোর কাছে থেকে নানা তথ্য চায় তারা।
মূলত তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্যই সরকারের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে কমিশন এমন উদ্যোগ নেয়।

Bangladesh Postal Post Zip Codes


Bagerhat

9300
Bandarban 4600
Barguna 8700
Barishal 8200
Bhola 8300
Bogra 5800
Bramhan Baria 3400
Chandpur 3600
Chapai Nawabgonj 6300
Chittagong GPO 4000
Chittagong Head Office 4100
Chuadanga 7200
Comilla 3500
Cox\’s Bazar 4700
Dhaka GPO 1000
Dhaka Head Office 1100
Dinajpur 5200
Faridpur 7800
Feni 3900
Gaibandha 5700
Gazipur (Joydevpur) 1700
Ghoramara 6100
Gopalgonj 8100
Hobigonj 3300
Jamalpur 2000
Jessore 7400
Jhalokathi 8400
Jhenaidah 7300
Joypurhat 5900
Khagrachhori 4400
Khulna GPO 9000
Khulna Head Office 9100
Kishoregonj 2300
Kurigram 5600
Kushtia7000
Lalmonirhat5500
Luxmipur3700
Madaripur7900
Magura7600
Manikgonj1800
Meherpur7100
Moulvibazar3200
Munshigonj1500
Mymensingh2200
Naogaon6500
Narail7500
Narashingdi1600
Narayangonj1400
Natore6400
Netrokona2400
Nilfamari5300
Noakhali3800
Pabna6600
Panchagar5000
Patuakhali8600
Pirozpur8500
Rajbari7700
Rajshahi City6200
Rajshahi GPO6000
Rangamati4500
Rangpur5400
Satkhira9400
Shariatpur8000
Sherpur2100
Sirajgonj6700
Sunamgonj3000
Tangail1900
Thakoregaon5100








































































Post Code of different areas of Dhaka city
Banani 1213
Banga Bhaban 1222
Bashabo 1214
Dhaka Cantonment 1206
Dhaka GPO 1000
Dhaka Head Office 1100
Dhaka Politechnic 1208
Dhonia 1236
Dilkusha 1223
Gandaria 1204
Gulshan 1212
Jhigatola 1209
Khilgaon 1219
Khilkhet 1229
Mirpur Bazar 1218
Mirpur Section-1 1216
Mirpur Section-2 1221
Mohammadpur 1207
New Market 1205
Posta 1211
Sangsad Bhaban 1225
Shantinagar 1217
Tejgaon 1215
Uttara 1230
Wari 1203

২০১৮ সালের মধ্যে প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট থাকবে: পলক







তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির আওতায় আসবে। এ লক্ষ্যে সরকার ১২০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।’
জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি এবং তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত প্রতিবেদন ও ফিচার লেখা এবং ই-কমার্স ও আউটসোর্সিংয়ের ওপর উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির পরিচালক ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তৃতা করেন লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের কমিউনিকেশনস স্পেশালিষ্ট অজিত কুমার সরকার, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিক, টিএসবির নির্বাহী পরিচালক ড. অলিউর রহমান এবং প্রশিক্ষক সোহেল রানা।
তৃণমূলের উন্নয়নসহ ই-কমার্স পণ্যের বিপণনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তুলে ধরার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। ফিচার ও প্রতিবেদন লেখা এবং ই-কমার্সের পাশাপাশি আয় বৃদ্ধির জন্য তাদের আউটসোর্সিংয়ের প্রশিক্ষণও দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইউডিসিগুলোর ১০ হাজার উদ্যোক্তার প্রতিবেদন ও ফিচার লেখায় দক্ষ করে তোলার মধ্য দিয়ে তৃণমূলের তথ্যপ্রবাহ নিশ্চিত হবে। তারা গ্রামবাংলা ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তথ্যপ্রযুক্তির সহায়তায় জনগণ ও বহির্বিশ্বের কাছে পৌঁছে দেবে। ইন্টারনেট ব্যবহার করে শুধুমাত্র তথ্য ও সংবাদ সংগ্রহ করা নয়, তৃণমূলের উন্নয়ন ও সাফল্যের কথা লিখে তা অনলাইনে নিয়ে আসতে হবে এবং বিশ্বে ছড়িয়ে দিতে হবে।’
উল্লেখ্য, তিন বছর মেয়াদী তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪ জেলায় সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লেখা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনায় সক্ষমতা তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাস্তবায়ন সহযোগী কাজ করছে তথ্যসেবা বার্তা সংস্থা।

ব্রিটনির মেইক মি তিন দিনেই করল বাজিমাত

মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স তিন বছর পর তার নবম স্টুডিও অ্যালবাম নিয়ে এসেছেন। ‘গ্লোরি’ নামের এই অ্যালবামের প্রধান গান হিসেবে গতমাসে অডিও আকারে ‘মেক মি’ শিরোনামের গান প্রকাশিত হয়। ভক্তদের অপেক্ষার প্রহর শেষে গত শুক্রবার ইউটিউবে গানটির ভিডিও সংস্করণ প্রকাশ করা হয়।
অডিও সংস্করণটির মতোই ইউটিউবে প্রকাশের পরপরই ভিডিও গানটি ব্রিটনিপ্রেমীদের মাতিয়ে ফেলেছে। তাইতো ইতিমধ্যেই গানটি ৫২ লাখ বারেরও বেশি দেখা হয়েছে। যা তার অন্যান্য গানগুলোর তুলনায় ঢের বেশি। এই গানে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছে জি ইজি।


ইউটিউবে প্রকাশ করা ভিডিওটি ‘মেক মি’ এর একমাত্র ভিডিও নয় বলে জানিয়েছে টিএমজেড। তারা এক্স-রেটেড আরেকটি ভিডিওর অংশবিশেষ প্রকাশ করেছে। আর এটি দেখার পর ব্রিটনিপ্রেমীরা ঐ ভিডিওটি প্রকাশের জোর দাবি জানাচ্ছে।
ইতিমধ্যে একটি অনলাইন পিটিশনও চালু করা হয়েছে, যেখানে ১০ হাজারের অধিক স্বাক্ষর হয়েছে। তবে এক্স-রেটেড সংস্করণটি প্রকাশ করা হবে কিনা সেটি সময় বলে দেবে।
সবশেষ গত বছর ‘প্রিটি গার্লস’ গানটি প্রকাশ করেন ব্রিটনি। এতে তার সঙ্গে কণ্ঠ দেন অস্ট্রেলীয় র‌্যাপার ইজি আজালিয়া। এছাড়া ব্রিটনির সবশেষ অ্যালবাম ‘ব্রিটনি জিন’ প্রকাশিত হয় ২০১৩ সালে। এর ‘পারফিউম’ ও ‘অ্যালিয়েন’ গান দুটি তুমুল জনপ্রিয়তা পায়।

শর্তের ফাঁদে জিপির ০১৩

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রামীণফোনকে নতুন নম্বরের সিরিজ ০১৩ দেওয়ার সিদ্ধান্ত নিলেও অনেক শর্ত জুড়ে দিয়েছে। এতে অপারেটরটির জন্য এ সিরিজে যাওয়া সহজ হবে না। একই সঙ্গে সেটি অনেক সময় সাপেক্ষও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লষ্টিরা।
গত সপ্তাহে বিটিআরসি গ্রামীণফোনের (জিপি) চলতি ‘০১৭’ সিরিজের পাশাপাশি নতুন সিরিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত দুই বছর ধরে অপারেটরটি নতুন নম্বর সিরিজ পেতে চেষ্টা চালিয়ে আসছে।
এখন প্রথম শর্ত হিসেবে যুক্ত করা হয়েছে অপারেটরটির অনেক দিনের অনিস্পন্ন নিরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে।

২০১১ সালে বিটিআরসি গ্রাহক সংখ্যার বিচারে শীর্ষ অপারেটরটিতে নিরীক্ষা চালিয়ে তিন হাজার ৩৪ কোটি টাকার বিষয়ে আপত্তি দেয়। একই সঙ্গে গত বছর নতুন আরেকটি নিরীক্ষা কার্যক্রম শুরু করতে গেলে সেটি নিয়েও নানা জটিলতা তৈরি হয়।
কমিশন বলছে, তারা অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চান।
এ ছাড়া নতুন নম্বর সিরিজ দেওয়ার আগে কমিশনের বিভিন্ন বিভাগ অপারেটরটির কার্যকর গ্রাহক সংখ্যা, সিস্টেমে থাকা নম্বারের সংখ্যা এবং ভিওআইপি বা অন্য কোনো অভিযোগে বন্ধ হয়ে যাওয়া নম্বরও যাচাই করে দেখতে চায়।
অপারেটরটির কর্মকর্তারা বলছেন, তারা ০১৭ সিরিজের ১০ কোটি নম্বর বিক্রির শেষ পর্যায়ে চলে এসেছেন। নতুন এ নম্বর সিরিজ না হলে অপারেটরটি কিছুদিন পরে নতুন সিম বিক্রি করতে পারবে না।
অপারেটরটি ০১২ নম্বর সিরিজের জন্য আগ্রহ দেখায়।
বর্তমান নম্বর প্ল্যান অনুসারে একটি অপারেটর একটি সিরিজের সর্বোচ্চ ১০কোটি নম্বর বিক্রি করতে পারবে।
গ্রামীণফোন তাদের এ সমস্যার কথা প্রথম জানিয়েছিল গত বছর ‍শুরুর দিকে। তখন নিয়ম ছিল একটি সিম টানা ২৪ মাস বন্ধ না থাকলে সেটি পুনরায় বিক্রি করা যাবে না।
অনেক নম্বর বন্ধ থাকার কারণে তাদের সিরিজের সব নম্বর শেষ হয়ে আসে। পরে কমিশন এ সমস্যা সমাধানে  বন্ধ সিমের চালু করতে ২৪ মাসের সময় কমিয়ে ১৫ মাস করে দেয়। তবে এতেও তেমন একটা সমাধান আসেনি বলে দাবি জিপির কর্মকর্তাদের।
এ বিষয়ে আলোচনাকালে  ০১৭-এর পরে এক ডিজিট বাড়িয়ে দেওয়ার কথাও ওঠে। তাতে তাদের নম্বরের ডিজিট ১১ থেকে বেড়ে ১২ হয়ে যাবে। সেটি হলে সব অপারেটরের ক্ষেত্রেই সেটি করার বিষয় চলে আসে। এত জটিলতা ও খরচ সবার জন্য বেড়ে যাবে বিবেচনায় তা বাদ দেওয়া হয়।
এর আগে গ্রামীণফোনের জন্য একটি করে দু’বার দুটি ডিজিট বাড়ানো হয়েছিল। ১৯৯৭ সালে তারা প্রথমে নয় ডিজিট দিয়ে শুরু করলেও পরে সব অপারেটর ১১ ডিজিটে চলে এসেছে।
গ্রামীণফোনকে ০১৩ নম্বর সিরিজ দিতে গিয়ে বিটিআরসি মেসার্স বিটিএল নামের একটি কোম্পানির কাছে থাকা এ সিরিজের আগের বরাদ্দ বাতিল করে।
ওই একই বৈঠকে কমিশন মেসার্স বিবিটিটি নামের আরেক এক কোম্পানির কাছে থাকা ০১৪ সিরিজও বাতিল করে।
কমিশনের নম্বর প্ল্যানিং অনুসারে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, জিপি ০১৭, রবি ০১৮ ও বাংলালিংক ব্যবহার করছে ০১৯।

লাক বাই চান্সে জয়ী আশরাফুলের সেলফি







মোহাম্মদ আশরাফুল, টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। খেলার মাঠের নায়ক তিনি। তবে এবার জয়ী হলেন একুশে টিভির বিশেষ গেইম শো ‘লাক বাই চান্স’-এ। আর বিজয়ীর হয়ে সেলফি তুললেন অপর তিন ক্রিকেটার ও চার অভিনেত্রীকে নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই সেলফিতে বদ্ধ হয়েছেন নাসির হোসেন, আল আমিন ও এনামুল হক বিজয়।

সম্প্রতি ‘লাক বাই চান্স’ গেইম শোর দৃশ্যধারণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন খেলার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। বুদ্ধির খেলার সঙ্গে গান গাওয়া ও নাচের পর্বও ছিলো। জুটি বৃষ্টি ইসলামকে সাথে নিয়ে বিজয়ী হন আশরাফুল।
ফারহানা নিশোর পরিচালনায় আগামী ঈদের অনুষ্ঠানামালা হিসেবে প্রচার করা হবে এই গেইম শোটি। তবে ঠিক কবে প্রচার করা হবে তা এখনও ঘোষনা করা হয়নি।

বাংলা টেক সাইট সমূহ ...

অনেকেই ইন্টারনেটে এ খুজতে খুজতে হয়রান হয়ে যান পছন্দের সাইট গুলো বা ইচ্ছার সাইট গুলো।
আমরা আপনাদের জন্য সেরা সাইট সমূহ একসাথে শেয়ার দিব একে একে...
আজকে দিলাম টেক সাইট সমূহ...



1.Techtunes  


2.Tunerpage


3.Techtweets

4.pchelplinebd  
 

5.Tech Priyo


6.RR Foundation
 
7.Biggan Projukti

8.Techspate

9.Moumachibd


10.Bdrong


11.Techmasterblog
 

12.Comilla-IT


13. BD-Bloggerz


14. Techgolpo 


15. Pchelpline24 

16.Ojana Info


17.Pchelpcenterbd 
 

18.Techprithibi.com

  
19. Sobkichu 


20.Geniusitzone



আরো অনেক কিছু পেতে সাথেই থাকুন...
 

জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন সহজেই





০১ঃ- সর্বপ্রথম gmail account এ প্রবেশ করতে হবে।
০২ঃ-এইবার setting menu তে ক্লিক করা লাগবে।
০৩ঃ-setting menu তে ক্লিক করার পর accounts and import নামের উপর ক্লিক করা লাগবে।
০৪ঃ-accounts and import এ প্রবেশ করার পর change password এ ক্লিক করা লাগবে।
০৫ঃ-এর পর যে কাজ টি করতে হবে তা হল,current password নামক box এ আপনার বর্তমান password টি দিতে হবে।
০৬ঃ-তারপর new password and confirm password নামক ঘরে আপনার নতুন password টি দিবেন।
০৭ঃ-এই বার আপনি sign out দিয়ে বের হয়ে জান।
০৮ঃ-নতুন password দিয়ে প্রবেশ করুন।

গ্রামীনফোন আসছে ০১৩ সিরিজ এর নাম্বার নিয়ে




০১৭ এর পাশাপাশি এবার ০১৩ সিরিজ নিয়ে আসছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীনফোন। মানে এবার আপনার নতুন গ্রামীনফোন নাম্বার ও শুরু হতে পারে ০১৩ দিয়ে।

প্রতিটি অপারেটর প্রায় ১০ কোটি নাম্বার ব্যবহার করতে পারে। কিছুদিন আগে গ্রামীনফোন বিটিআরসির কাছে এই মর্মে আবেদন করে যে তাদের মোট ১০ কোটি নাম্বার প্রায় শেষের দিকে এবং এজন্য তারা নতুন নাম্বার সিরিজ হিসেবে ১০৩ সিরিজটি চায়।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ তারিখ রোববার বিটিআরসি শর্তসাপেক্ষে গ্রামীনফোনকে ১০৩ সিরিজ ব্যবহারের অনুমতি দেয়। তবে কি শর্ত ছিলো তা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি কেউ ই। বিটিআরসি চেয়ারম্যান বলেন, “গ্রামীণফোন এ সিরিজের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে বলেই তাদের এ সিরিজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ  হোসেন গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ” আমরা নম্বর স্কিমের অনুমোদনপত্র পেয়েছি। নতুন সিরিয়াল পেলেও তা চালু করতে কিছু সময় প্রয়োজন হবে।আমাদের কিছু উন্নয়ন কাজ করতে হবে বিশেষ করে নেটওয়ার্কের। এটা শেষ হলেই শিগগিরই আমরা ০১৩ চালু করব।”
এখন অব্দি গ্রামীনফোন ১০৭,বাংলালিংক ১০৯,এয়ারটেল ১০৬,সিটিসেল ০১১,টেলিটক ১০৫ সিরিজ ব্যবহার করে চলেছে।  জিপি ০১৩ পাওয়ার পর এখনো অব্যবহৃত আছে ১০২.১০৪,১০৮ সিরিজ।

স্যামসাং বিক্রয় স্থগিত করল




সম্প্রতি গ্যালাক্সি নোট সেভেন বিক্রয় বন্ধ করে দিয়েছে বাজারের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং। স্যামসাং অফিসিয়াল ফোরামে জানিয়েছেন যে সকল ক্রেতাগন স্মার্টফোনটি ক্রয় করেছেন তাদের স্মার্টফোন ফেরত নিয়ে বদলে নতুন স্মার্টফোন দেওয়া হবে। সম্প্রীতি স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার মত কয়েকটি ঘটনা ঘটেছে। যার কারনেই স্মার্টফোন রি-কল পদক্ষেপ নিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।
সপ্তাহ দুয়েক আগে গ্যালাক্সি নোট সেভেন বাজারে ছাড়া হয়। আর এর ভিতর প্রায় পঁচিশ লাখ ফোন বিক্রি হয়েছে এমনটাই জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। আর সেটটি বাজারে ছাড়ার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া থেকে এরকম কয়েকটি বিস্ফরন ঘটনার খবর পাওয়া গেছে। কিন্তু বিক্রিত স্মার্টফোন গুলোর ভেতরে ঠিক কোথায় সমস্যা আছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তাই স্যামসাং  কর্তৃপক্ষ ফোন গুলো ফেরত নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্যামসাং-এর মোবাইল বিজনেসের প্রধান কোহ দং জিন জানিয়েছেন, ক্রেতাদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত ৩৫টি গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা জানা গাছে। স্যামসাং এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল অ্যাপল। অ্যাপলও এখন নতুন একটি আইফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আর তাই এই প্রেক্ষাপটে অ্যাপলের সাথে টেক্কা দেয়ার জন্যে স্যামসাং কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

মনের মত ইংরেজি শেখার জন্য "হ্যালো ইংলিশ” এন্ড্রয়েড এপ্লিকেশন





তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে ইংরেজির প্রয়োজনটা দিন দিন বেড়েই চলছে। আজকাল স্মার্টফোন আর ফেসবুক চালাতে গেলেও কিছুটা ইংরেজী জানার দরকার হয়। শিক্ষা জীবনে কিংবা ভাল চাকরীর জন্যতো এর কোন বিকল্প নেই। সেই নার্সারি, ক্লাসওয়ানে ইংরেজিতে A for Apple, B for Ball শেখা থেকে শুরু করে শিক্ষাজীবন শেষ পর্যন্ত দীর্ঘ ১৬, ১৭ বছর ইংরেজি শেখার পরও এর প্রতি দুর্বলতা থেকে যায় অধিকাংশের। বিদেশি ভাষা বলে স্বাভাবিকভাবেই ইংরেজির প্রতি কিছুটা ভয় কাজ করে। তার উপর আবার গদবাঁধা রসকষহীন শিক্ষা ব্যবস্থাও কিছু অংশে দায়ি।







 রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে অনেক কিছু। জীবন হয়েছে সহজ থেকে সহজতর। সবকিছু পাওয়া যাচ্ছে হাতের নাগালে। শিক্ষাটা এখন পাঠ্যবই আর শ্রেণীকক্ষের চারদেয়ালে আবদ্ধ নেই। শিক্ষা উপকরণগুলো পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। বিভিন্ন অনলাইন ক্লাস, টিউটোরিয়াল এবং কোর্সের মাধ্যমে শেখা যাচ্ছে ইংরেজি। তৈরী হয়েছে ইংরেজি শেখার হরেক রকম মোবাইল এপ্লিকেশন। ভোকাবুলারি এপ্স থেকে শুরু করে গ্রামার, রিডিং, স্পিকিং সব ঘরনার এপ্লিকেশনই আছে। তারপরও সব সেকশনের সমন্বয়ে ভালমানের এপ্লিকেশনের ঘাটতি ছিল বহুদিন।
সেই ঘাটতি পূরণ করেছে জনপ্রিয় এন্ড্রয়েড এপ্লিকেশন “Hello English”. ইংরেজি শেখার চারটা কোর পার্টের সুষ্ঠ সমন্বয় ডেভেলপ করা হয়েছে “হ্যালো ইংলিশ”। সমান গুরুত্ব দেয়া হয়েছে Knowing, Evaluating, listening and Presenting সেকশনে। “হ্যালো! হাউ আর ইউ?” দিয়ে শুরু করা হয়েছে প্রথম লেসন। এরপরে থাকছে গ্রামার ও এর সঠিক প্রয়োগ, রাইটিং এবং ইংলিশ স্পিকিং। সাথে থাকছে ১০ হাজার ভোকাবুলারি, ভিডিও লার্নিং, আর্টিকেল রিডিংসহ অনেক কিছু। আর পুরো এপ্সটাকে সাজানো হয়েছে ৮ টি খেলার মাধ্যমে। অর্থাৎ, শিখছেন খেলার মাধ্যমে।
এপ্লিকেশনটির ব্যবহার সম্পর্কে এবার জানা যাকঃ
প্রথমে এপ্সটি ইন্সটল করে আপনার নামে সাইন আপ করে নিন। Language সিলেক্ট করুন বাংলা। এবার ইংরেজিতে আপনার দক্ষতা যাচাইয়ের জন্য MCQ পদ্ধতির একটি টেস্ট নেয়া হবে। ঘাবড়ে যাবেন না। সঠিক উত্তরটি নির্বাচন করবেন শুধু। পরীক্ষার ফলাফল অনুযায়ী আপনাকে পরবর্তি স্তরের লেসন দেওয়া হবে।

প্রতিদিন আপনাকে একটি লেসন বাড়ির কাজ দেওয়া হবে। বাড়ির কাজ শেষে কিছু বোনাস লেসনও দেওয়া হবে। প্রতিটা লেসনের ৩ টা অংশ থাকে। প্রথম অংশে অধ্যয়ন, ২য় অংশে পঠিত বিষয়ের ওপর খেলা। ৩য় অংশে স্পেলিং গেম, লাইভ কথোপকথন অথবা অন্যকোন খেলা থাকে। প্রিতিটি অংশে আছে নির্ধারিত নাম্বার। যথার্থ উত্তর দিয়ে পাওয়া যাবে পুরো নাম্বার। অন্যদের তুলনায় নিজের র‍্যাংকিং এগিয়ে রাখতে নাম্বার গুরুত্বপুর্ণ।
ব্যবহারকারীকে ইংরেজিতে পুরোপুরি দক্ষ করে তোলার জন্য এপ্সটিতে ১৭ টি ধাপে মোট ৪২৫ টি লেসন আছে। প্রতিটি পাঠ সাজানো হয়েছে পর্যায়ক্রমিকভাবে। প্রারম্ভিক আলাপচারিতা, বেসিক গ্রামার, নিত্য প্রয়োজনীয় সংলাপ, ইন্টারভিউ, এডভান্সড গ্রামার, স্টান্ডার্ড রাইটিং এবং স্পিকিং দিয়ে। কিছুদিন পর পর তারা এপ্লিকেশন আপডেট করে। তখন যোগ হয় আরো কিছু নতুন অডিও কিংবা ভিডিও লেসন। “সমস্ত লেসন” অপশনের ১৭ টি ধাপের গুরুত্বপুর্ণ বিষয়গুলো হলো, Parts of speech, tense, দৈনন্দিন কথোপকথন, ইমেল লেখা, ইন্টারভিউ দেয়া, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা, রিপোর্ট লেখা, কমন এরর, কনফিউজিং বিষয়গুলো, voice, narration, connector সহ আরো অনেক। এপ্লিকেশনটি এমনভাবে সাজানো হয়েছে যে, একাধারে স্কুলছাত্র থেকে চাকরি প্রত্যাশীদের পর্যন্ত কাজে লাগবে।

প্র্যাকটিস অপশনে গিয়ে কনভারসেশন, আর্টিকেল রিডিং, অডিও লিসেনিং, ভিডিও দেখা এবং গেম প্র্যাকটিস করা যাবে। আর্টিকেল রিডিং আজানা শব্দের উপর ক্লিক করে অর্থ জানা যাবে। এখানে ৩০ নাম্বারের ৩ টি প্রশ্ন থাকে। ভিডিও লেসনও একই রকম।
গেম অপশনে পছন্দ অনুসারে খেলা যাবে, বানান, দ্রুত পঠন, সঠিক উত্তর নির্বাচন, শব্দ প্রতিস্থাপন, সমার্থক শব্দসহ ৭টি খেলা। আরো আছে বই পড়া, অডিও শোনা এবং অন্যের সাথে কথোপকথন।
এপ্সটিতে রয়েছে ১০ হাজার ভোকাবুলারির বিশাল শব্দ ভান্ডার। একে মোবাইলের ডেফল্ট ডিকশনারি হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
পৃথিবী জুড়ে এর ব্যবহারকারী ১ কোটি ৫০ লক্ষ। শুধু ঢাকা শহরেই ব্যবহারকারীর সংখ্যা ২ লাখের বেশী। প্রত্যেক ইউজারের প্রাপ্ত নাম্বার অনুসারে র‍্যাংকিং করা হয়। সিটি টপলিস্ট এবং গ্লোবাল টপলিস্টের ১০ জনের তালিকা দেয়া আছে। এপ্সটির মাধ্যমে হিন্দি, মালয়, আরবি, ইন্দোনেশিয়, মারাঠি, পাঞ্জাবি, তেলেগুসহ অনেকগুলো ভাষা শেখা হয়। অর্থাৎ, সবাই নিজ মাতৃভাষার থেকে ইংরেজি শেখে। তাই এপ্সটি ইন্সটলের পর ভাষা বাংলা সিলেক্ট করে নিন।

দুনিয়া ব্যাপী এপ্লিকেশনটির বিশাল জনপ্রিয়তার কারণ এর উঁচুমানের কন্টেন্ট, সহজ ও সুন্দর উপস্থাপন। শিক্ষণ পদ্ধতিতে সকল ইন্দ্রিয়ের সক্রিয় অংশগ্রহন। এখানে শুধু নিয়মই শেখানো হয় না, তার যথাযথ প্রয়োগ এবং ভুলগুলো শুধরিয়ে দেওয়া হয়। খেলাচ্ছলে শেখা এবং প্রত্যেক লেসনে নাম্বার থাকায় শেখার প্রতি বাড়তি আগ্রহ এবং প্রতিযোগী মনোভাব কাজ করে। তাহলে দেরি না করে শুরু করে দিন ইংরেজি শেখা।
সম্পুর্ণ ফ্রি এপ্লিকেশনটির ডাউনলোডের লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.CultureAlley.japanese.english&referrer=utm_campaign%3DApp+Referral%26utm_source%3DEmail%26utm_medium%3Dreferral%26utm_content%3DKAWS01HJ


অ্যান্ড্রয়েডের নিউ ভার্সন অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ রিলিজ পেল



অনেক যল্পনা কল্পনার পর রিলিজ পেয়েছে অ্যান্ড্রয়েড ওএস এর নতুন আপডেট অ্যান্ড্রয়েড  নুগাট ৭,০। আপাতত শুধু গুগল নেক্সাস এর হলেও শীঘ্রই সকল ইউজার দের জন্য উম্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। আর অপেক্ষা না করে চলুন সংক্ষেপ এ জেনে নেই এর কিছু দারুণ ফিচার।
১-অ্যাপ স্প্লিট স্ক্রিন-এই ফিচারটির মাধ্যমে আপনি একাধিক অ্যাপ একসাথে চালাতে পারবেন।এর ফলে মাল্টিটাস্কিং এ যোগ হবে নতুন মাত্রা।স্যামসাং নোট সিরিজ গুলোয় এটি কাস্টম রম হিসাবে দেয়া থাকলেও অ্যান্ড্রয়েড অফিসিয়ালি এটি নুগাট এ নিয়ে এসেছে
২-ডোয মোড-আমার মতে মার্রশমেলো ইউজাররা এই ফিচারটির ফ্যান। সেই ডস মোডের আপগ্রেডেশন এসেছে নুগাট এ। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সেটি না চালালে এটি সব অ্যাপ কে হাইবারনেট করে দেয়। যার ফলে ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে।
৩-ডাটা সেভার- অ্যান্ড্রয়েড  চালাবেন কিন্তু ইন্টারনেট বাবহার করবেন না তা কি হয়?ব্যাক গ্রাউন্ড ডাটা কন্সাম্পসন নিয়ে অনেকেই হতাশ ছিলেন। কিন্তু নুগাট এর “ডাটা সেভার” ফিচার আনইউসড অ্যাপ গুলর ব্যাক গ্রাউন্ড ডাটা স্টপ করে দেয়,ফলে বিনা কারনে ইন্টারনেট খরচের টেন্সন আর নেই।
৪-নতুন নোটিফিকেশন প্যানেল-আমার কাছে বেস্ট মনে হয়েছে এটি। কাস্টমাইজেশন,কুইক রিপ্লাই,নাইট মোড সহ অনেক সুবিধা এতে যোগ করা হয়েছে।বার বার মেনু থেকে জরুরী অ্যাপ গুলোতে যাওয়ার সময় বাচাতে এর নোটিফিকেশন প্যানেলে আপনি সেই অ্যাপটির শর্টকাট অ্যাড করতে পারবেন।ইমেইল এর ইন্সটেণ্ট রিপ্লাই ও দিতে পারবেন এখান থেকেই।
৫- ফাস্ট অ্যাপ অপ্টিমাইজেশন- নুগাট এর অ্যাপ অপ্টিমাইজেশন আগের যে কোন ভার্সন থেকে এটা ফাস্ট। ফলে অ্যাপ সোয়াইপিং এ ল্যাগিং হবে কম।
আমার কাছে অ্যান্ড্রয়েড  নুগাট ৭,০ এর ফিচার গুলো ভাল লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে। তবে ট্রাই করার জন্য কিছু দিন অপেক্ষা করতে হতে পারে। লেখাটি হেল্পফুল হলে শেয়ার করতে ভুলবেন না। আবার কথা হবে অন্য কোন টেক নিয়ে।

WELCOME TO OUR SITE

WELCOME

বাংলালিংক ০১০ সিরিজ চেয়ে আবেদন করলো বিটিআরসির কাছে!





বাংলালিংকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল দেশের অন্যতম মোবাইল অপারেটর গ্রামীনফোন। বাংলালিংক দাবি করেছে অন্য অপারেটরগুলো দুটি করে নম্বর সিরিজ নিয়ে ব্যাবসায় এগিয়ে যাচ্ছে। আর এই কারন দেখিয়ে বাংলালিংক অপারেটর ০১০ নম্বর সিরিজ চেয়ে বিটিআরসির কাছে আবেদন করেছে।
এর আগে গ্রামীনফোন অপারেটরকে ০১৭-এর পাশাপাশি ০১৩ নম্বর সিরিজ বরাদ্দের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। তাই বাংলালিংক এর এখন গ্রাহক সেবায় টেক্কা দেয়ার জন্ন্য নতুন সিরিজের নম্বর প্রয়োজন। বাংলালিংক জানিয়েছে ২০০৫ সাল থেকে শুরু করে এই পর্যন্ত সব সিম বিক্রির হিসাব ধরলে তারা তাদের ক্ষমতার ৮০ শতাংশ নম্বরই ব্যবহার করে ফেলেছে। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ১৪ লাখ অতিক্রম করেছে বলে জানিয়েছে এই অপারেটরটি। সে কারনে তাদের এখন নতুন সিরিজের নম্বর প্রয়োজন।
বর্তমানে ০১০, ০১২ ও ০১৪ এই চারটি সিরিজ এর নম্বর খালি রয়েছে। এর তাই এর ভিতর বাংলালিংক এর পছন্দমত ০১০ সিরিজটি চেয়ে অপারেটরটি বিটিআরসির কাছে আবেদন করেছে। জনপ্রিয় এই অপারেটরটির ধারনা নতুন সিরিজের নম্বর পেলে তারা তাদের সেবার মান আরও অধিক বৃদ্ধি করতে পারবে।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates