LATEST UPDATE

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অনলাইনে শিখে নিন সব কিছু! (Life Changing Post) অবশ্যই দেখে নিন...



Click Here
অনলাইনে আপনার যেকোন বিষয়ে শেখার আগ্রহ থাকতে পারে।
এই সাইট টি থেকে আপনি আপনার পছন্দমত কোর্স করতে পারবেন ফ্রীতে!!


এলজি এখন ঝুঁকছে রোবোটিকে

রোবটের উপর বিশাল বিনিয়োগ করার কথা জানিয়েছে এলজি ইলেকট্রনিক্স।


প্রতিদিনকার মানুষের কাজে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যন্ত্রের সহায়তা বাড়ানোর মাধ্যমে এ খাতে লাভের আশায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
এলজি জানায়, এই যন্ত্রপাতির বিভাগ রোবোটিক খাতে প্রতিষ্ঠানটির প্রবেশের রাস্তা তৈরি করছে। এক্ষেত্রে রেফ্রিজেরেটর, ওয়াশার আর এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর মতো বাসাবাড়িতে ব্যবহৃত যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবে এমন পণ্য নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির অ্যাপ্লায়েন্স ব্যবসায়ের প্রধান সিউং-জিন বলেন, "স্মার্ট হোম, রোবট আর মূল উপাদানগুলোতে জোরেসোরে বিনিয়োগের মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তৈরি হব আর হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায়ের সক্ষমতা আরও শক্তিশালী করব।"
কৃত্রিম বুদ্ধিমত্তা আর তারবিহীন যোগাযোগ খাতে উন্নয়নের মাধ্যমে আরও বেশি বাস্তবধর্মী যন্ত্র বানানো সম্ভব। এর ফলে এসব যন্ত্র ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে আর আরও জটিল কাজ সম্পাদন করতে পারবে বলে জানিয়েছে রয়টার্স।
রোবোটিকে প্রচুর বিনিয়োগ করছে বিশ্বের এমন বিভিন্ন দেশ নতুন একটি খাৎ তৈরি করতে চাচ্ছে। বাবুর্চি, কেয়ারটেকার বা শ্রমিক হিসেবে যন্ত্র কাজ করে মোট জনসংখ্যায় বার্ধক্যের হার বেড়ে যাওয়া বা নিম্ন জন্মহারের মতো আর্থ-সামাজিক সমস্যা সমাধান করা যাবে।
রোবোটিক পণ্য বের করার লক্ষ্যে ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে তা নিয়ে কিছু জানায়নি এলজি।

কাঁদুন মানসিক চাপ কমাতে!



মানুষ কখনও কখনও আনন্দে আত্নহারা হয়ে কেঁদে ফেলে আবার কখনও কখনও গভীর দুঃখেও কান্না চলে আসে। তবে যে কারণেই কান্না করি না  কেন তা আমাদের জন্য অনেক উপকারী। অনেকেই আছেন যারা মানুষের সামনে কান্না করা একেবারেই এড়িয়ে চলেন। কেউ আবার মনের অজান্তে কান্না এলে তা লুকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। গবেষকরা বলেছেন, আসলে এমনটি করা মোটেও উচিত নয়। কেননা কান্নার অন্তত তিনটি উপকারিতা রয়েছে। জেনে নিন কান্নার তিন উপকারিতার কথা- মানসিক চাপ কমায় গবেষকরা বলছেন, যদি কান্না আসে, তবে সেটা হতে দেওয়া উচিত। কেননা অশ্রুর সঙ্গে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ বেরিয়ে যায়। এর ফলে মানসিক চাপ কমে আসে। সম্পর্ক জোরদার করে সব আবেগের মধ্যে কান্নাই সবচেয়ে বেশি সংক্রামক এবং শক্তিশালী। গবেষণায় দেখা গেছে, কান্নার ফলে সামাজিক সম্পর্কগুলো আরও জোরদার হয়। বিশেষ করে সান্ত্বনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে যারা এগিয়ে আসে তাদের সঙ্গে সম্পর্ক অনেক ভালো হয়। প্রশান্তি আনে কান্নার পর মনে এবং শরীরে এক ধরনের প্রশান্তি চলে আসে। গবেষকরা জানান, চোখের জলের সঙ্গে সঙ্গে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বেরিয়ে যায়। এতে মনে এক ধরনের পরিচ্ছন্ন ভাব তৈরি হয়, এর ফলেই ভালো লাগা তৈরি হয়। তাই প্রয়োজনে লুকিয়ে হলেও কান্না করুন।

কফির সাথে কি ফ্রী দিচ্ছে জেনেভার ফ্যালাত্তিও ক্যাফে??




সুইজারল্যান্ডের চকলেট বা ছুড়ি অনেক আগেই নজর কেড়েছে সমগ্র বিশ্বের। এবার সেই তালিকায় সম্ভবত যোগ হতে যাচ্ছে কফির নামও।
তবে ভালো কফি উৎপাদন করে নয়, কফির সঙ্গে দেওয়া ফ্রি জিনিসটির জন্যই সারা বিশ্বের মানুষের নজর কাড়বে দেশটি। কারণ সেখানের একটি ক্যাফেতে কফি খেলে বিনামূল্যে যৌনসঙ্গী সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে।
জেনেভায় ফ্যালাত্তিও ক্যাফে থেকে কেনা কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে যৌনতার পসরা নিয়ে হাজির হবে সুন্দরী রমণীরা।
ক্রেতার মনোরঞ্জনের জন্য নিজের শরীরের মাধ্যমে তারা সবকিছুই করতে রাজি। এজন্য তাদের দিতে হবে না আলাদা কোনো চার্জ।
এই কাজে আইনগত কোনো ঝামেলাও নেই। কারণ যৌনতাকে ওই দেশের সংবিধানে বৈধতা দেওয়া হয়েছে। তবে বিশেষ এই ক্যাফের কফিতে চুমুক দিতে হলে আপনাকে খরচ করতে হবে ৪০ পাউন্ড।

সহজে মনে রাখার চার উপায়





দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় প্রায়ই আপনি যদি ভুলে যান, তাহলে কয়েকটি সহজ টিপস মাথায় রাখুন৷ তাহলে এই সমস্যাটা সহজেই কাটিয়ে উঠতে পারবেন৷
১. সময়ে অসময়ে নানা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাওয়ার একটা অন্যতম কারণ হলো, মনঃসংযোগের অভাব৷ অর্থাৎ কেউ যখন আপনাকে কিছু বলেন, আপনি তখন তার কথা মন দিয়ে শোনেন না৷ কারণ আপনি তখন তার কথার উত্তরে কী বলবেন, সেটাই ভাবছেন৷ তাই তিনি যা বলছেন, তা আপনার মাথায় থাকছে না৷ আপনি মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছেন৷ বাড়িতে ফিরে গাড়ির চাবি রাখার সময় আপনি ঠিক সচেতন থাকেন না৷ তাই রোজ ভুলে যান৷ সুতরাং এখন থেকে যা করবেন, তা সচেতন হয়ে করুন৷ এবং যখন যে মুহূর্তে যে কাজ করছেন, তার ওপর মনোসংযোগ করুন৷
২. কিছু কিছু বিষয়, যেমন কোনো জায়গার ঠিকানা, কারো নাম, অদ্ভুত কোনো জিনিসের নাম ইত্যাদি মনে রাখার সবচেয়ে সোজা উপায় হলো, মনে মনে কয়েকবার বলে নেয়া৷ তবে এই ধরনের জিনিস মনে রাখার আরও সোজা উপায় হলো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ড্রাফট ফোল্ডারে সেভ করে রাখা৷ নিজেকে মেইল করে রাখতে পারেন৷ আজকাল সহজে যাতে কিছু ভুলে না যান, এমন হাজারটা মোবাইল অ্যাপ রয়েছে৷ সাহায্য নিতে পারেন৷
৩. মাঝে মাঝে অনেকদিন আগের ঘটনার কথা মনে করার চেষ্টা করুন৷ যেমন অমুক বছর আগে জন্মদিনে রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে ঠিক কোন কোন খাবার খেয়েছিলেন৷ বা ছোটবেলায় শেখা কোনো ছড়ার কথা মনে করুন৷ এতদিন আগের কথা না ভাবলেও মাত্র দুদিন আগে আপনি লাঞ্চে কী খেয়েছেন ভেবে দেখুনতো৷ এটা আসলে খুব ভালো ব্রেন এক্সারসাইজ৷ তাছাড়া কিছু মেমারি বুস্টিং অ্যাপও রয়েছে৷ সাহায্য নেয়া যেতে পারে৷
৪.  কোনো কাজ যদি আপনাকে রোজ করতে হয়, যেমন বাড়ির পোষ্যকে খেতে দেয়া, বাইরে বের হওয়ার আগে জানালা বন্ধ করা অথবা বাড়ির মেইন সুইচ অফ করা, ইত্যাদি কাজকে আপনার দৈনন্দিন জীবনের রুটিনে পরিণত করুন৷ আপনার রোজকার কাজের তালিকায় লিখে রাখতে পারেন৷ আবার মোবাইলের অ্যাপের সাহায্য নিতে পারেন৷ এই কাজগুলোকে তুচ্ছ মনে করে আপনার কাজের তালিকার বাইরে রাখবেন না৷ বাইরে বেরোনোর আগে জানালা বন্ধ করা বা মেইন সুইচ অফ করা আপনার বাড়ির নিরাপত্তার স্বার্থেই আপনার ভুলে যাওয়া চলে না৷

৩০ সেপ্টেম্বর ৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা




৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টার এই পরীক্ষা নেয়া হবে।
 আজ মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। প্রিলিমিনারির পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে।
 প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের স্ব স্ব উপজেলায় নিয়োগ দেওয়া হবে– শিক্ষামন্ত্রী




এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের স্ব স্ব উপজেলাতেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসা কর্তৃপক্ষ বা সভাপতির কোনো হস্তক্ষেপ থাকবে না।
শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগেও হয়েছে। তখন সার্টিফিকেট দেওয়া হতো। এ নিয়ে নানা অনিয়মের অভিযোগও আছে। কিন্তু এবারই প্রথম আমরা পিএসসি'র (পাবলিক সার্ভিস কমিশন) মত একটি মান সম্মত উপায়ে পরীক্ষা নিচ্ছি। এক্ষেত্রে প্রথম প্রিলিমিনারি টেস্ট হয়েছে। এখন লিখিত পরীক্ষা হচ্ছে। এরপর ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী অক্টোবরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।
মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চাহিদা নিয়েছি। এর ফলাফল প্রকাশের সময় সম্পূর্ণ অনলাইনেই নিয়োগপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হবে, সে কোথায় নিয়োগ পেলেন। কাজেই এখানে ঘুষ, দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। স্কুল, কলেজ বা মাদ্রাসা সভাপতিরও নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম মানসম্মত একটি পরীক্ষার মাধ্যমে মান সম্মত শিক্ষক বাছাই করতে। এতে যারা নিয়োগ পাবেন, তারাও সম্মানিত বোধ করবেন, যে তারা একটি ভাল প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য এবার সারা দেশ থেকে ৬ লাখ ২ হাজার ৫৩৩ জন প্রার্থী প্রিলিমিনারী টেস্টে অংশ নেন। এর মধ্যে মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গত শুক্রবার ৯০ হাজার ৯৪ জন বাছাইকৃত পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা হয়েছে। আর আজ শনিবার উচ্চ মাধ্যমিক ও সমমানের ৫৫ হাজার ৬৯৮ বাছাইকৃত প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিলেন। চুড়ান্তভাবে উত্তীর্ণরা প্রতিষ্ঠানের চাহিদার নিরিখে নিজ নিজ উপজেলাতে নিয়োগ পাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা সরকারকে শিক্ষকের চাহিদা না দিয়ে অস্থায়ী শিক্ষকদের দিয়ে কার্যক্রম চালাবেন, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসময় অন্যদের মধ্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এএমএম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘যানজট কমাতে কাজ করছে মোবাইল কোর্ট’



হাসড়কগুলোতে যানজট কমাতে মোবাইল কোর্ট কাজ করছে। এতে করে ঘরেফেরা মানুষরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ রবিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি সড়ক মহামড়কে কোথাও কোনো যানজট হবে না।
সারা দেশের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে রাস্তার কোনো সমস্যা নেই। যানজট হচ্ছে দুর্বল ড্রাইভারের কারণে। এ ছাড়া ঈদুল আজহায় পশুবাহী ফিটনেসবিহীন গাড়ি চলে এবং রাস্তায় রাস্তায় বিকল হয়ে পড়ে, এটাও যানজটের একটা কারণ।
আশুলিয়া সাভারে গার্মেন্টগুলো একই সময় ছুটি হওয়ায় তখন হাজার হাজার শ্রমিক রাস্তায় চলে আসে। এতে করে যানজটের সৃষ্টি হয়।
এই সময় তিনি পুলিশ, স্কাউট, গাড়ির মালিক ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। মাওয়া চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম।
সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল কোর্ট চলে। এ সময় বিভিন্ন ক্যাটাগরির ১১টি মামলা করা হয় এবং ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাবা হলেন মোহাম্মদ আশরাফুল!



প্রথম কন্যা সন্তানের বাবা হলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। মা ও মেয়ে দু`জনেই সুস্থ আছেন।
উল্লেখ্য, রোববার বিকেল তিনটায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চিকে। স্কয়ার হাসপাতালের গায়োনকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন তিনি। সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল।

ইনজুরির কারণে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না লিওনেল মেসি




ইনজুরির কারণে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না লিওনেল মেসি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আলবিসেলেস্তে বস এডগার্দো বাউজা।
অবসর থেকে ফেরার ম্যাচেও ইনজুরির জন্য তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে কুচকিতে সমস্যা থাকলেও, ব্যথা নিয়েই মাঠে নামেন তিনি।
তার অসাধারণ নৈপুণ্যে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষে ব্যথার পরিমাণ বেড়ে গেলে বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান মেসি।
একই সঙ্গে ৭ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলার আগ্রহ প্রকাশ করেন ক্ষুদে জাদুকর। তবে কোন রকম ঝুঁকি না নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেন কোচ এদগার্দো বাউজা।
এদিকে, অবসর নিয়ে কোন নাটক করেননি বলে জানালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সে সঙ্গে ফুটবল ক্যারিয়ারে কাউকে ঠকাননি বলেও দাবি করেছেন এই ফুটবল সুপারস্টার।
২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে হার দিয়ে শুরু। এরপর দু’দুটি কোপা আমেরিকার আসরে দুইবার চিলির কাছে হেরে স্বপ্ন ভেঙ্গেছে আর্জেন্টিনার।
সমর্থকদের প্রত্যাশার শিরোপা উপহার দিতে পারেননি মেসি। তাইতো কোপার ফাইনালে চিলির কাছে হেরে অভিমানে, হতাশায় অবসরের ঘোষণা দিয়েছিলেন।
গেল মাসে অবসর ভেঙ্গে নতুন কোচ বাউজার অনুরোধে আবারো ফিরেছেন লিও। কিন্তু এতে ঘটেছে নতুন বিপত্তি। মেসির ফেরার খবরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনাসহ অনেকে মেসির অবসরের ঘটনাকে নাটক বলে মন্তব্য করলে, বিষয়টিতে হতাশা প্রকাশ করেন মেসি।
তবে, নিজের ফেরার ম্যাচে গোল করে দেশকে জয় উপহার দিয়ে স্মরণীয় করে রেখেছেন এ তারকা। সে সঙ্গে জানিয়েছেন অবসর নিয়ে কোন নাটক করেননি তিনি।
নিজের ফুটবল ক্যারিয়ারে কখনোই কারো সঙ্গে প্রতারণা করেননি বলেও মন্তব্য করেছেন এই বার্সেলোনা তারকা।

ছয় নম্বরের হাতছানি মাশরাফিদের সামনে

আফগানিস্তানের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচই জিতলে এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ।
সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও অবস্থান সংহত হবে বাংলাদেশের। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০১৯ বিশ্বকাপে খেলার।

গত বছর বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলার পর দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে; হারিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে।

বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তান ৪৯ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে। তার পরের সিরিজের প্রতিপক্ষ ইংল্যান্ড অবশ্য আছে দারুণ ফর্মে। পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ১০৭ পয়েন্ট নিয়ে ইংলিশরা আছে ৫ নম্বরে।
শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পর ১২৪ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা সুসংহত করেছে অস্ট্রেলিয়া।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে চার ঘণ্টা!




জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা আবারও ৮০ নম্বরে চার ঘণ্টায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপার্চায অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

শনিবার (০৩ সেপ্টেম্বর) ইডেন মহিলা কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০ নম্বরের পরীক্ষার জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ ছিল। পরে ২০ নম্বরের ইনকোর্স যোগ করে লিখিত পরীক্ষা ৮০ নম্বর করা হয়। যার সময় বরাদ্দ করা হয়েছিল চার ঘণ্টা।
সম্প্রতি আবার এ পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়। পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিলেন।
জঙ্গিবাদ বিরোধী এ সমাবেশে সভাপতিত্বে করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ গায়েত্রী চ্যাটার্জি।

উপার্চায ড. হারুন-অর-রশিদ বলেন, মানুষ হত্যা করে নয়, মানুষকে ভালোবেসে ও রক্ষা করেই বেহেশত মিলে। কেউ সন্ত্রাস-জঙ্গি হয়ে জন্মায় না, পরিবেশ তা সৃষ্টি করে। তাই কেউ যাতে বিপথগামী না হয়, সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ দেশের মানুষ ঐতিহ্য ও  সংস্কৃতিগতভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে। তাই এ দেশে সন্ত্রাসী-জঙ্গিদের কোনো ঠাঁই হবে না।

সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, পুলিশের রমনা বিভাগের ডিসি ইব্রাহিম খান, কলেজের উপ-অধ্যক্ষ ড. শামসুন নাহার, অভিভাবক ও ছাত্রী প্রতিনিধি বক্তব্য রাখেন।

আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক আনলো রবি





দেশে প্রথমবারের মতো আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। অফারটিকে মোবাইল টেলিযোগাযোগ শিল্পের অগ্রগতিতে এক অনন্য সংযোজন হিসেবেই দেখছে অপারেটরটি।
আজীবন মেয়াদের ইন্টারনেট অফারের আওতায় তিনটি ডাটা প্যাক রয়েছে বলে রোববার (০৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।
এর মধ্যে ৯৯ টাকায় ৩৫০ এমবি ডাটার অফারটি পেতে *১২৩*৯৯#, ১৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেটের প্যাকের জন্য *১২৩*১৯৯# এবং ২৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকটি গ্রহণ করতে #১২৩*২৯৯# কোড ডায়াল করতে হবে। প্যাকের মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যুক্ত হবে।

ইজিলোড রিচার্জ ব্যবহার করেও গ্রাহকরা এ ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারেন যথাক্রমে ১২৪, ২৪৪ ও ৩৬৪ টাকায়। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যোগ করা আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক সময়ই গ্রাহকরা নির্দিষ্ট মেয়াদের মধ্যে তাদের কেনা ইন্টারনেট প্যাকটি শেষ করতে পারেন না। এতে তার মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে এ সমস্যাটি সমাধানের জন্যই আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে রবি।

কোরবানি সংক্রান্ত অতি প্রয়োজনীয় কিছু মাসয়ালা




মুফতি আবদুস সালাম, অতিথি লেখক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম


কোরবানি যাদের ওপর ওয়াজিব : যার ওপর ফিতরা ওয়াজিব তার ওপর কোরবানিও ওয়াজিব। (অর্থাৎ ১০ জিলহজের ফজর থেকে ১২ জিলহজের সন্ধ্যা পর্যন্ত পারিবারিক প্রয়োজনীয় পণ্যসামগ্রী বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি ‘নেসাব’ পরিমাণ সম্পদের মালিক হয়, তার ওপর কোরবানি ওয়াজিব হবে। (শরিয়তের ভাষায় নেসাব পরিমাণ মাল বলা হয়, সাড়ে ৫২ তোলা রুপা অথবা সাড়ে ৭ তোলা স্বর্ণ কিংবা তৎসম মূল্যের সম্পত্তি।) কিন্তু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি কোরবানি করে, তবে নফল কোরবানির জন্য অনেক সওয়াব পাবে।
মাসয়ালা : কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়। এমনকি নাবালেগ সন্তান যদি ধনী হয়, তবুও তার ওপর কোরবানি ওয়াজিব নয়। যদি কেউ সন্তানের পক্ষ থেকে কোরবানি করতে চায় তবে তা নফল কোরবানি হবে। কিন্তু নাবালেগের সম্পদ থেকে কিছুতেই কোরবানি করবে না।
মাসয়ালা : কোনো প্রবাসী প্রবাস থেকে কোরবানির জন্য নিজ দেশে টাকা পাঠালে প্রবাসে তার জন্য আর কোরবানি ওয়াজিব নয়। তবে সেখানেও কোরবানি দিতে চাইলে অসুবিধা নেই।
মৃত ব্যক্তির নামে কোরবানি : মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ। এর দ্বারা মৃত ব্যক্তির রূহে সওয়াব পৌঁছে। তবে জীবিত ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হয়ে থাকলে, নিজের নামে না করে বাবা-মা বা অন্য কারো নামে অথবা মৃত ব্যক্তির নামে করলে নিজের ওপর অর্পিত ওয়াজিব আদায় হবে না বরং ওয়াজিব কোরবানি আদায় না করার গুনাহ হবে। তদ্রুপ ওয়াজিব কোরবানি আদায় না করে ওই টাকা দান করে দিলে ওয়াজিব আদায় না করার গোনাহ হবে। তবে হ্যাঁ, কোনো এলাকায় যদি বেশি অভাব থাকলে, কোরবানির পশু কেনার ক্ষেত্রে টাকা কম ব্যয় করে বাকী টাকা দান করে দিতে পারবে।
কোরবানির সময় : ১০ জিলহজ থেকে ১২ জিলহজের সন্ধ্যা পর্যন্ত এ তিন দিন কোরবানি করার সময়। কিন্তু প্রথম দিন সর্বাপেক্ষা উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন।
পশু জবাই : নিজের কোরবানির পশু নিজ হাতেই জবাই করা মোস্তাহাব। যদি নিজে জবাই করতে না পারে, তবে অন্যের দ্বারা জবাই করবে, কিন্তু নিজে সামনে দাঁড়িয়ে থাকা ভালো। কোরবানিদাতা নারীর পর্দার ব্যাঘাত হয় বলে- যদি সামনে উপস্থিত না থাকতে পারে, তবে তাতে কোনো ক্ষতি নেই।
মাসয়ালা : কোরবানি করার সময় মুখে নিয়ত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি নয়। যদি মনে মনে চিন্তা করে নিয়ত করে এবং মুখে শুধু ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করে তবুও কোরবানি জায়েজ হয়ে যাবে।
ভাগে কোরবানি প্রসঙ্গ : গরু, মহিষ ও উট এই তিন প্রকার পশুর এক একটিতে এক থেকে সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করতে পারবে। এখানে শরিক জোড়-বেজোড় করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে কোরবানি জায়েজ হওয়ার জন্য শর্ত হলো- কারো অংশ যেন সাত ভাগের এক ভাগের চেয়ে কম না হয় এবং কারো যেন গোশত খাওয়ার নিয়ত না হয়। সবার যেন কোরবানির নিয়ত থাকে। অবশ্য যদি কারো আকিকার নিয়ত হয়, তবে তাও জায়েজ আছে। কিন্তু যদি শুধু গোশত খাওয়ার নিয়ত হয়, কোরবানি বা আকিকার নিয়ত না হয়, তবে কারো কোরবানি জায়েজ হবে না। এভাবে যদি শুধু একজনের অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হয়, তবে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে।
মাসয়ালা : যদি গরু ক্রয় করার সময় অন্যকে শরিক করার ইচ্ছা না থাকে, একা একাই কোরবানি করার নিয়ত থাকে, পরে অন্যকে শরিক করতে চায় এমতাবস্থায় যদি ওই ক্রেতা গরিব হয় অর্থাৎ তার ওপর কোরবানি ওয়াজিব না হয়, তবে পরে সে অন্য কাউকেও শরিক করতে পারবে না, একা একাই পশুটি কোরবানি করতে হবে। আর যদি ওই ক্রেতা ধনী হয় অর্থাৎ তার ওপর কোরবানি ওয়াজিব হয়, তবে ইচ্ছা করলে পরে অন্য শরিকও মিলাতে পারবে। (তবে নেককাজে যতটুকু পারা যায় জায়েজ থাকলেও নিয়ত পরিবর্তন না করাই ভালো।)
কোরবানির গোশত বন্টন : কোরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজের, একভাগ আত্মীয়স্বজনের ও এক ভাগ গরিবদের মধ্যে বণ্টন করে দেয়া মোস্তাহাব। কোরবানির চামড়া বা তার নগদ অর্থ গরিব-দুঃখীদের দান করে দিতে হবে। (এ ব্যাপারে বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যয়নরত এতিম, অসহায় ও গরিব শিক্ষার্থীদের খেয়াল করা উচিত। কারণ তারা এর মাধ্যমে দ্বীনি শিক্ষা অর্জনে বিশেষভাবে উপকৃত হয়। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদেরও দেয়া যেতে পারে।)

শেষ মুহূর্তের গোলে ইংলিশদের জয়

ভাগ্যের সহায় হয়ে ইউরোপ অঞ্চলের রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘এফ’ এ থাকা ইংল্যান্ড জয় পেয়েছে। অ্যাডাম লালানার একমাত্র গোলে স্লোভাকিয়ার বিপক্ষে জিতেছে ওয়েইন রুনির দল।
ইংল্যান্ডের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেয়া স্যাম অ্যালারডাইসের এই ম্যাচের মধ্যদিয়ে ইংলিশদের হয়ে অভিষেক হয়।
দশজনের স্লোভাকিয়ান দলের বিপক্ষে জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংলিশদের। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে লিভাপরপুলের তারকা লালানা গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দেন।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় প্রথমবার আর ৫৭ মিনিটের মাথায় স্লোভাকিয়ার মার্টিন স্কারটেল দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় মাঠ থেকে তাকে বেড়িয়ে যেতে হয়। তারপরও প্রথমার্ধের মতোই ইংল্যান্ডকে চাপের মধ্যেই রেখেছিল স্লোভাকিয়ানরা। এ ম্যাচের আগে সবশেষ চার ম্যাচে থ্রী লায়ন্স খ্যাত ইংল্যান্ড কোনোবারই স্লোভাকিয়ার বিপক্ষে হারেনি। তিনটি জয়ের পাশপাশি একটি ম্যাচ ড্র হয়েছিল।
ইংল্যান্ডের হয়ে শুরুর একাদশে ছিলেন জো হার্ট, চাহিল, জন স্টোনস, হেন্ডারসন, লালানা, রুনি, রাহিম স্টারলিং আর হ্যারি কেনের মতো তারকারা। দ্বিতীয়ার্ধে ইংলিশদের হয়ে মাঠে নামেন থিও ওয়ালকট, ড্যানিয়েল স্টুরিজরা।

হোয়াইট ওয়াশ এড়াল পাকিস্তান সরফরাজের ব্যাটে!




ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াল পাকিস্তান। টানা চার ম্যাচ হারের পর সরফরাজ আহেমেদের ৯০ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৪-১ এ সিরিজ শেষ করলো পাকিস্তান।
ইংলিশদের দেয়া ৩০৩ রানের  বড় লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ৬ উইকেটের বিনিময়ে।
এরআগে রোববার(৪ সেপ্টেম্বর) কার্ডিফে পাকিস্তানের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে জ্যাসন রয়ের ৮৭ ও বেন স্টোকসের ৭৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের বড় সংগ্রহ পায় ওয়েন মর্গান বাহিনি।
পাকিস্তানের হয়ে বল হাতে হাসান আলী ৪টি, মোহাম্ম আমের ৩টি এবং উমরগুল ও ইমাদ ওয়াসিম নিয়েছেন ১টি করে উইকেট।



জবাবে জয়ের জন্য ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শোয়েব মালিকের ৭৭ ও সরফরাজ নেওয়াজের ৭৩ বলে ৯০ রানের বিষ্ফোরক ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে সফরকারী পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে বল হাতে লিয়াম ডসন, মার্ক উড ২টি করে এবং ক্রিস ওকস নিয়েছেন ১টি উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন সরফরাজ আহমেদ আর সিরিজ সেরা হয়েছেন জো রুট।

কোরবানির জন্য ডিএসসিসির ৫০০ স্পট

 

আসন্ন ঈদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্ধারিত ৫শ স্পটে কোরবানির আহ্বান জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত স্থানেই আপনার পশু কোরবানি করুন।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে মালিবাগ শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে এ আহ্বান জানান মেয়র।

সাঈদ খোকন বলেন, এবার কোরবানি ঈদ উপলক্ষে ডিএসসিসি থেকে ৫শ স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণের ক্ষেত্রে ডিএসসিসি নির্ধারিত স্থানগুলোকে গুরুত্ব দেওয়া হবে। তাই আপনার শহরকে পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত স্থানেই পশু কোরবানি করুন।

১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার জনগণ তাদের নাগরিক সেবার ক্ষেত্রে সমস্যাগুলো তুলে ধরেন। গ্যাস, পানি, বিদ্যুৎ, স্যুয়ারেজ লাইন, ড্রেনসহ যানজট মাদক ইত্যাদি নিয়ে নাগরিকরা নিজ নিজ এলাকার সমস্যার কথা বলেন। মেয়র একে একে তাদের সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডোর এমকে বখতিয়ার, প্রধান স্বাস্থ্য ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সাইদুর রহমানসহ ওয়াসা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, তিতাস গ্যাস ও পুলিশ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউবের কিছু শর্টকাট কি আপনাদের সামনে তুলে ধরলাম।








আমারা সবাই ইউটিউব কম বেশি ব্যবহার করে থাকি। ইউটিউবের শর্টকাট কিছু কি আছে যেটা আপনাদের কাজে লাগবে বলে আমি মনে করি।

ইউটিউবের শর্টকাট কি:
F : ফুলস্ক্রিনে ভিডিও দেখার জন্য F প্রেস করুন।
J: ভিডিও চলার সময় এই বাটন চাপলে ১০ সেকেন্ড পেছন থেকে আবার দেখা যাবে।
K: ভিডিও প্লে কিংবা পজ করার জন্য রয়েছে এই বাটনটি। অনেকেই কিন্তু ভিডিও পজ করার জন্য স্পেস বার প্রেস করে থাকেন যার ফলে পেজটি নিচের দিকে নেমে যায়।
L: এই শর্টকাট কি দিয়ে ভিডিও ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যায়।
M: মিউট করার জন্য এই বাটন ব্যবহার করুন।
লেফট/রাইট অ্যারো: ৫ সেকেন্ড পিছনে (&larr যেতে বাম দিকের অ্যারো চাপুন আর ৫ সেকেন্ড সামনে যেতে ডান দিকের অ্যারো (&rarr।
আপ/ডাউন অ্যারো: ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে আপ (↑) এবং ডাউন (&darr এই দুটি কি ব্যবহার করে।
0: ভিডিও পুনরায় শুরু থেকে দেখতে 0 (শূন্য) চাপুন।
1 থেকে 9 কি: ইউটিউবে ভিডিওগুলোর ব্যাপ্তিকাল ৯ টি অংশে বিভক্ত হয়ে থাকে। এখন যেকোনো অংশ দেখতে সরাসরি 1-9 পর্যন্ত যেকোনো বাটন চাপুন। এতে ঐ ভিডিওর সমান ৯ অংশের নির্দিষ্ট অংশটি প্লে হবে।
Home: এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে।
End: এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে
Es ফুলস্ক্রিন মোড বন্ধ করতে রয়েছে এই বাটন।

আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন আপনার সাইটে(ওয়েবসাইট, ইউটিউব বা সোশ্যাল)

আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে ভিজিটর আনার বা বাড়ানোর বিষয়ে বলব, যাতে আপনারা আনলিমিটেড ভিজিটর নিয়ে নিতে পারেন আপনার সাইটে(ওয়েবসাইট, ইউটিউব বা সোশ্যাল)। এর মধ্যে আবার কিছু সাইট থেকে আপনাদের সাইটে এস ই ও এর জন্য সহায়ক হবে। আমি আজকে আপনাদের ১৪ টি সাইট এর তথ্য দিব যে সাইট গুলতে অটো সার্ফ বা ম্যানুয়াল সার্ফ করে পয়েন্ট বা ক্রেডিট আয় করতে পারবেন যা দিয়ে আপনি আপনার ওয়েব সাইটে, ইউটিউবে ও সোশ্যাল পেজে আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন।



১। Otohits
আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন আপনার সাইটে(ওয়েবসাইট, ইউটিউব বা সোশ্যাল) Otohits এর মাধ্যমে। আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর অটোহিতস অ্যাপ পেজে গিয়ে ওদের ভিউয়ার সফটওয়্যার ডাউনলোড দিন ও আপনার পিসিতে সেটআপ দিন এর পর লগিন করে অন্নদের সাইট ভিজিট করুন বা ওদের দ্যা অটোসার্ফ পেজে গিয়ে অটোসার্ফ করে মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা।
২। Hitleap
Hitleap আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন আপনার সাইটে(ওয়েবসাইট, ইউটিউব বা সোশ্যাল)। আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ২য় সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ট্রাফিক এক্সচেঞ্জ পেজে গিয়ে ওদের ভিউয়ার সফটওয়্যার ডাউনলোড দিন ও আপনার পিসিতে সেটআপ দিন এর পর লগিন করে অন্নদের সাইট ভিজিট করুন ও মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা।
৩। Rankboostup
Rankboostup দিয়ে আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন।এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও এস ই ও এর জন্য সহায়ক সেরা। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ট্রাফিক এক্সচেঞ্জ পেজে গিয়ে স্টার্ট রেগুলার ব্রাউসিং সেশন এ ক্লিক করে অন্নদের সাইট ভিজিট করুন ও মিনিট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা। এই সাইটের জন্য আপনাদের ব্রাউজার এ আলেক্সা টুলবার ইন্সটল থাকতে হবে, ডাউনলোড-এক্সটেনশন থেকে ডাউনলোড ও ব্রাউজার এ ইন্সটল করে নিন।
৪। Alexamaster
Alexamaster দিয়ে ও আপনাদের সাইটে আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন। আমি মনে করি এই সাইট দিয়ে আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর আরন পয়েন্ট থেকে বিভিন্ন ভাবে অন্নদের সাইট ভিজিট করুন বা ভোট দিন ও পয়েন্ট আয় করুন। এখান থেকে আয় ও করতে পারবেন ভিডিও দেখে, সাইট সার্ফ করে। আপনার সাইট এড করে দিন তার পর ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন নিন বা আয় করুন। এখান থেকে আয় ও করতে পারবেন ভিডিও দেখে, সাইট সার্ফ করে।
৫।Alexasurfing
Alexasurfing এর সব কিছু Alexamaster এর মতই। আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর আরন পয়েন্ট থেকে বিভিন্ন ভাবে অন্নদের সাইট ভিজিট করুন ও পয়েন্ট আয় করুন। এখান থেকে আয় ও করতে পারবেন ভিডিও দেখে, সাইট সার্ফ করে। আপনার সাইট এড করে দিন তার পর ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন নিন বা আয় করুন।
৬। Feelingsurf
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ১-১০ এর মধ্যে থাকার উপযুক্ত। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর ওদের সার্ফবার পেজে গিয়ে স্টার্ট দ্যা সার্ফবার এ ক্লিক করে ক্রেডিট আয় করুন। আপনার সাইট এড তার পর আনলিমিটেড ভিজিটর পান।
৭। Linkcollider
Linkcollider দিয়ে আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন আপনার সাইটে(ওয়েবসাইট, ইউটিউব বা সোশ্যাল) ও এস ই ও করুন। আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ও এস ই ও এর জন্য সহায়ক সেরা ও এস ই ও এর জন্য অনেক গুলো টুল পাবেন যা দিয়ে সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর কালেক্ট টোকেনস থেকে ট্রাফিক এক্সচেঞ্জ এ ক্লিক করে অন্নদের সাইট ভিজিট করুন ও টোকেনস আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর দেখুন মজা। এই আয় করা টোকেনস দিয়ে এস ই ও এর জন্য টুল দিয়ে আপনার সাইটে এস ই ও করাতে পারবেন।
৮। Likesplanet
এই সাইট দিয়ে ও আপনাদের সাইটে আনলিমিটেড ভিজিটর নিয়ে নিন ও অন্যোন্য সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন আনতে পা্রবেন। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তার পর আরন পয়েন্ট থেকে বিভিন্ন ভাবে অন্নদের সাইট ভিজিট করুন ও পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর ও সোশ্যাল পেজে ও আনলিমিটেড ভিজিটর বা সাবসক্রিপ্সন নিন। এখান থেকে আপনি টাকাও ইঙ্কাম করতে পারবেন ১০০০০ পয়েন্ট হল ২$ আর ২$ হলে পেজাতে নিতে পারবেন। এখান থেকে ভিডিও দেখতে ও পারেন জানার জন্য।

৯। Twistrix
আমি মনে করি এই সাইট আপনাদের ওয়েব সাইটে বা ইউটিউবে আনলিমিটেড ভিজিটর আনার জন্য ১-১০ এর মধ্যে থাকার উপযুক্ত সাইট। লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলুন এর পর ওদের দ্যা সার্ফ নাউ পেজে গিয়ে অটোসার্ফ করে পয়েন্ট আয় করুন। আপনার সাইট এড করে দিন তার পর আনলিমিটেড ভিজিটর পান।
আমি মনে করি বাকি গুলো আপনারা নিজেরা করতে পারবেন।
১০। TrafficG
১১। bighits4u
১২। Hit4hit
১৩। Klixion
১৪। 10khits

অনলাইনে পাসপোর্ট তৈরি করে নিন।। আর জেনে নিন ভিসা ছাড়া বিদেশ ভ্রমন তথ্যাদি ।।







  • ক) কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়,
  • খ) ভিসা ছাড়া বিদেশ ভ্রমন।

ক) অনলাইনে পাসপোর্টের ফর্ম পূরণ করে পাসপোর্ট অফিসে ফর্ম জমা দিয়ে ছবি তুলতে সময় লাগে মাত্র ৩০ মিনিট, তাও বিনা ঘুষে! জি , আমি সত্য কথা বলছি।

আসুন আমরা জেনে নেই কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়

 ১ম ধাপঃ

এই পেজ এ যান (Click Here for Link)

অনলাইনে ফর্মটি ফিলআপ করুন এবং প্রিন্টআউট নিন।

 ২য় ধাপঃ

পাসপোর্ট এর ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি এবং পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) সত্যায়িত করে পাসপোর্ট অফিসে চলে যান।

 ৩য় ধাপঃ

পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যঙ্ক এ । জরুরী পাসপোর্ট করতে চাইলে ৬০০০ টাকা আর সাধারনভাবে করতে চাইলে ৩০০০ টাকা জমা দিন। রশিদটি আঠা দিয়ে ফর্মের উপর  সংযজন করুন।

 ৪র্থ ধাপঃ

এবার পাসপোর্ট অফিসে সরাসরি ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন। তারা আপনার ফর্ম এর উপর সই করে একটি সিরিয়াল নম্বর লিখে দিবে।

 ৫ম ধাপঃ

এবার সরাসরি চলে যান উপ কমিশনারের রুমে এবং তাকে দিয়ে ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন।এখানে থেকে ভেরিফিকেসন করার পর পাঠিয়ে দিবে পাশের কাউন্টারের রুমে ছবি তুলতে।

 ৬ষ্ঠ ধাপঃ

ছবি তুলতে সজা এই কাউন্টারে গিয়ে আপনার ফর্মটি জমা দিন। সেখানে অফিসার আপনার ছবি তুলবে, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর নিবে এবং তারপর আপনাকে রশিদ ধরিয়ে দিবে। সেটা ভালো মত চেক করে রুম থেকে বেরিয়ে আসুন।

ব্যাস… আপনার ফর্ম জমা দেয়া শেষ। যেদিন পাসপোর্ট দেয়ার ডেট, সেদিন পাসপোর্ট অফিসে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।

মনে রাখবেনঃ

  • অবশ্যই বাসা থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন।

  • NID এর সত্যায়িত ফটোকপি এবং পুরানো পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি নিয়ে যাবেন।

  • সাদা কাপড় পড়ে ছবি তোলা যাবে না।

অনলাইন পাসপোর্টের অফিসিয়াল নির্দেশনা ২০১৩


খ) ভিসা ছাড়া বিদেশ ভ্রমন:

এবার তাহলে দেখে নেয়া যাক বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কোন কোন দেশে বেড়াতে যাওয়া যাবে আগে থেকে ভিসা না নিয়ে। এর মাঝে বেশির ভাগ দেশে যেতে গেলে কেবল টিকেট করে চলে গেলেই হবে, পর্যটক ভিসা আপনাকে ওই দেশের এয়ারপোর্টে দেয়া হবে। আর কোনো কোনো দেশে তাও লাগে না, বাংলাদেশী পাসপোর্ট দেখিয়েই ওই দেশে ঢুকে যেতে পারবেন। দেশভেদে এই সব দেশে ৫ থেকে ১২০ দিন পর্যন্ত থাকতে পারবেন। অল্প কয়টি দেশ আছে যেখানে আপনার থাকার কোনো সীমা বেধে দেয়া নেই। প্রয়োজন হলে যাওয়ার আগে সংশ্লিস্ট দেশের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে

এশিয়া মাহাদেশের মধ্যে

  • ভুটান (যত দিন ইচ্ছা),

  • শ্রীলংকা (৩০ দিন),

আফ্রিকা মহাদেশের মধ্যে

  • কেনিয়া (৩ মাস),

  • মালাউই (৯০ দিন),

  • সেশেল (১ মাস),

আমেরিকা মাহাদেশের মধ্যে

  • ডোমিনিকা (২১ দিন),

  • হাইতি (৩ মাস),

  • গ্রানাডা (৩ মাস),

  • সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস),

  • সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস),

  • টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন),

  • মন্টসের্রাট (৩ মাস),

  • ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন),

  • ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস),

  • কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন),

  • নাউরু (৩০ দিন),

  • পালাউ (৩০ দিন),

  • সামোয়া (৬০ দিন),

  • টুভালু (১ মাস),

  • নুউ (৩০ দিন),

  • ভানুয়াটু (৩০ দিন) এবং

  • মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে

এশিয়ার মধ্যে

  • আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার),

  • জর্জিয়া (৩ মাস),

  • লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার),

  • মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন),

  • নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার),

  • সিরিয়া (১৫ দিন),

  • পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার),

  • আফ্রিকা মহাদেশের মধ্যে

  • বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক),

  • মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ),

  • মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার),

  • টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং

  • উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।

ডাটা এন্ট্রি দিয়ে শুরু করুন অনলাইনে আয় – (নতুনদের জন্য)


অনলাইনে আয় এখন সবার কাছেই অতি প্রত্যাশিত একটি ব্যাপার। যারা এখানে পুরাতন তারা নানান রকমের কাজ করে আয় করে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। আর যারা একেবারেই নতুন তাদেরকে কাজ পাওয়ার জন্য খেতে হয় অনেক হিমশিম। তার উপর যদি আপনার সেরকম কোন দক্ষতা না থাকে তাহলে তো অনলাইনে আয় করা আপনার পক্ষে অসম্ভব।
ভয় দেখানো বা ডিমোটিভেট করার জন্য বলিনি, বরং এটাই সত্য।
তবে আশার কথা হচ্ছে, এই অসম্ভবের মধ্যেও আপনি চাইলে আপনার ইন্টারনেটের বিল ও পকেট খরচের টাকা অনলাইনের মাধ্যমেই আয় করে নিতে পারেন, দিনে মাত্র ২-৩ ঘণ্টা সময় ব্যয় করে।
যতদিন না পর্যন্ত অন্য কোন ফিল্ডে দক্ষতা অর্জন করছেন ততদিন যদি নিজের পকেট খরচের টাকাটা এখান থেকে আসে তাহলে মন্দ কী??
অনলাইনে ডাটা এন্ট্রির কাজের সম্পর্কে আমরা সকলেই জানি। এই ডাটা এন্ট্রির কাজ আবার বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমনঃ ফর্ম ফিলআপ, ইন্টারনেট রিসার্চ, ইমেইল প্রসেসিং, কপি-পেস্ট, ক্যাপচা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপিরাইটার ইত্যাদি।
বিভিন্ন মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রির এধরণের প্রচুর কাজ পাওয়া যায় তবে এখানে প্রতিযোগিতাও অনেক, পুরনো ফ্রিলান্সারদের টপকে কাজ পাওয়া নতুন ফ্রিলান্সারদের জন্য সোনার হরিণ হাতে পাওয়ার মতো। আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ক্যাপচা এন্ট্রি অন্যতম একটি প্লাটফর্ম। এখানে কাজের জন্য অন্যের সাথে প্রতিযোগিতায় নামতে হয় না। আপনি আপনার সময় সুযোগ মতো ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে স্বাধীনভাবে যখন খুশি তখন কাজ করে আয় করে নিতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এখানে কাজ করার জন্য আপনার অতিরিক্ত কোন দক্ষতার প্রয়োজন নেই। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং ছবিতে দেখানো অনুযায়ী শব্দ/নাম্বার ঠিকমতো এন্ট্রি করতে পারেন তাহলেই আপনি এখান থেকে আয়ের জন্য যোগ্য।
ক্যাপচা এন্ট্রি কাজের জন্য বর্তমানে অনেকগুলো সাইট রয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত কয়েকটি সাইটের সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেয়া হল।
মেগাটাইপার্স হলো ক্যাপচা এন্ট্রি কাজের জন্য সবচেয়ে ভালো ও বিশ্বস্ত একটি সাইট। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনাকে $০.৪৫ থেকে $১.৫ পর্যন্ত দেয়া হবে। এই সাইট থেকে অনেকেই মাসে $২৫০ পর্যন্ত আয় করে থাকে।
এটি পেপাল, পায়জা, বিটকয়েন, ওয়েবমানি, পারফেক্ট মানি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $৩ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
মেগাটাইপার্সে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কাছে একটি ভ্যালিড ইনভাইটেশন কোড (Invitation Code) চাইবে। এর জন্য আপনি “APTE” অথবা “APTJ” যে কোন একটি কোড ব্যবহার করবেন।
মেগাটাইপার্সের মতো প্রোটাইপার্স ও একটি জনপ্রিয় ও বিশ্বস্ত সাইট। এর ইউজার ইন্টারফেসও হুবহু মেগাটাইপার্সের মতোই। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনাকে $০.৫০ থেকে $১ পর্যন্ত দেয়া হবে। এই সাইট থেকে অনেকেই মাসে $২০০ পর্যন্ত আয় করে থাকে।
এটি পেপাল, পায়জা, বিটকয়েন, ওয়েবমানি, পারফেক্ট মানি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $৩ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
টুক্যাপচা ক্যাপচা এন্ট্রি কাজের জন্য অন্যতম একটি সাইট। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনি পাবেন $১।
এটি পেপাল, পায়জা এবং ওয়েবমানির মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $১ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
বিগত পাঁচ বৎসর যাবত কলতিবাবলো বিশ্বস্ততার সঙ্গে সকলকে পেমেন্ট করে আসছে। এটি বিশ্বের টপ ক্যাপচা এন্ট্রি সাইটগুলোর মধ্যে একট। প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য এখান থেকে আপনি পাবেন $০.৫০ থেকে $১ পর্যন্ত। এখান থেকে অনেকেই মাসে $১০০ থেকে $২০০ পর্যন্ত আয় করে থাকে।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates