LATEST UPDATE

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

ঠোঁট থাকুক কোমল!



সূর্যের তাপ, ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ, হরমোনের অসামঞ্জস্যতা ইত্যাদি কারণে ঠোঁট কালচে হয়ে যেতে পারে। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে ঠোঁট কোমল ও গোলাপি করার কিছু টিপস উল্লেখ করা হয়।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে সহজলভ্য ও ঘরোয়া উপাদানে ঠোঁটের যত্ন নেওয়ার কিছু পন্থা এখানে দেওয়া হল।

গোলাপ: আর্দ্রতা এনে ত্বকের সাধারণ সমস্যা উপশমের মাধ্যমে শীতলতা জোগায় গোলাপ। তাছাড়া ঠোঁটে গোলাপি আভাযুক্ত করে এই ফুল। তাই গোলাপ দিয়ে ঘরেই লিপবাম তৈরি করা যায়।

কয়েক ফোঁটা মধুর সঙ্গে এক ফোঁটা গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এটি দিনে তিন বার ব্যবহার করা যাবে। এতে ঠোঁট কোমল থাকবে এবং নিয়মিত ব্যবহারে গোলাপি আভা আসবে।

বিট: প্রাকৃতিক ব্লিচিং উপাদানে ভরপুর। তাই ঠোঁটের কালচেভাব দূর করতে এটি বেশ উপকারী।

রাতে ঘুমানোর আগে ঠোঁটে খানিকটা তাজা বিটের রস লাগিয়ে নিন। সকালে ধুয়ে ফেলুন। বিটের লালচে রং ঠোঁটের কালচেভাব দূর করে আলাদা গোলাপিভাব যুক্ত করবে।

বেদানা: শুষ্ক ও মলিন ঠোঁটে পুষ্টি জুগিয়ে আর্দ্রতার মাত্রা বজায় রাখতে সাহায্য করে বেদানা। পাশাপাশি ঠোঁটে গোলাপি আভা যুক্ত করে।

এক টেবিল-চামচ বেদানার দানা থেঁতলে খানিকটা ক্রিম ও গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ স্ক্রাব হিসেবে ব্যবহার করা যাবে। আলতো করে ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

শসা: ত্বকের যত্নে শসা কতটা উপকারী তা নতুন করে বলার কিছু নেই। চোখের কালচে দাগ বা কালি দূর করতে এটি দারুণ উপকারী। তেমনি ঠোঁটের যত্নেও এটি সমানভাবে ব্যবহার উপযোগী।

এক টুকরা শসা ঠোঁটের উপর হালকা করে ঘষতে হবে। রস পুরোপুরি ত্বক শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতিদিন পাঁচ মিনিট সময় ব্যয় করুন এই কাজে, উপকার পাবেন।

কাঠবাদামের তেল: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহারের পাশাপাশি ঠোঁটের কালচে দাগ দূর করতেও এই তেল বেশ উপকারী।

পাঁচ থেকে ছয় ফোঁটা কাঠবাদামের তেলের সঙ্গে এক টেবিল-চামচ মধু মিশিয়ে যখনই ঠোঁট শুষ্ক মনে হবে ত্বকে লাগিয়ে নিন। কয়েক দিন নিয়ম করে ব্যবহারে নিজেই পার্থক্য লক্ষ্য করতে পারবেন।

জানুন কীভাবে কাঁচের মতো চকচকে নখ পাবেন



ওয়েব ডেস্ক: তেল চকচকে নখই এখন নতুন ফ্যাশন। আপনার নখ যদি চকচক না করে, তাহলে আপনি মোটেই ফ্যাশনেবল নন। চুল, ত্বক, ঠোঁট এবং নখ যত বেশি চকচকে হবে, তত আপনাকে সুন্দর দেখতে লাগবে। কিন্তু চকচকে নখ পাওয়া মোটেই সহজ নয়। নেলপলিশ লাগানোর পর তাতে জল লাগলেই তা থেকে চকচকে ভাব উঠে যেতে থাকে। তাহলে কীভাবে রাখবেন নখ চকচকে? জেনে নিন-

চকচকে নখ পাওয়া প্রক্রিয়া শুরু করার আগে জেনে রাখুন, এর জন্য মেটালিক রঙ যেমন, মেটালিক গ্রে, নীল, সবুজ, পার্পল রং বেছে নিন।

১) প্রথমে নখে বেস কোটিং করুন।

২) বেস কোটিং শুকনো হয়ে গেলে কালো রঙের নেলপলিশ পুরো নখে ভালো করে লাগান।

৩) এবার এই নেলপলিশটিকে অল্প শুকনো হতে দিন। অর্ধের শুকিয়ে এলে নখে মেটালিক রঙের নেলপলিশ ব্যবহার করুন। নীল, সবুজ, পার্পল বিভিন্ন রং নখের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন।

৪) এবার ক্রোম পাউডার ব্যবহার করুন নখের উপর।

৫) নখকে আরও আকর্ষণীয় করে তুলতে, বিভিন্ন রং মিশিয়ে নখে ব্যবহার করতে পারেন। তাহলে রামধনু এফেক্ট আসবে।

৬) নখ শুকিয়ে গেলে আর একবার নেলপলিশ ব্যবহার করুন।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates