LATEST UPDATE

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

টুইটার বিক্রি হয়ে যাচ্ছে—ইন্টারনেটে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে!


টুইটারের পরিচালকেরা আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে টুইটারের ভাগ্য নির্ধারণে বসতে পারেন। গতকাল বুধবার প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট রিকোডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে টুইটার বিক্রির গুঞ্জন উঠছে। টুইটারের সম্ভাব্য ক্রেতার তালিকায় অ্যাপল ও গুগলের মতো বড় প্রতিষ্ঠানের নাম এসেছে।
রিকোডের প্রতিবেদনে জানানো হয়, টুইটার কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের নাম এসেছে। অ্যাপল-গুগল ছাড়াও মিডিয়া মুঘল রুপার্ট মারডক, ২১ ফার্স্ট সেঞ্চুরি ফক্স বা নিউজ করপোরেশনের নামও এ তালিকায় রয়েছে।
সম্প্রতি টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্যা ইভান উইলিয়ামস টুইটারের ভাগ্য প্রসঙ্গে বলেন, টুইটারের সঠিক সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। তাঁর মন্তব্যের পর টুইটারের শেয়ারের দাম ৬ শতাংশ বেড়ে যায়।
রিকোডের প্রতিবেদন অনুসারে টুইটারের দাম উঠতে পারে ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।
এ বছরে জুন মাসের তথ্য অনুযায়ী, বর্তমানে টুইটারে ৩ হাজার ৮৬০ জন কর্মী রয়েছে।


তথ্য সূত্র: আইএএনএস।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates