LATEST UPDATE

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট এর সৃষ্টি হয়েছে আজ!



ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় ৬২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে এ সব মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানবাহনের চাপ বেড়েছে।
টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট ইফতেখাইরুল বলেন, ‘মহাসড়কে কোরবানির গরুবাহী ট্রাকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তার ওপর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
এদিকে দুটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, ভোরে কালিয়াকৈর রেল ওভারব্রিজ এলাকায় দুটি ট্রাক বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। সকালে ট্রাক দুটি সরিয়ে নিয়ে যান চলাচল শুরু হয়। তবে যানবাহন খুব ধীর গতিতে চলছে।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates