LATEST UPDATE

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ফেলার ব্যবস্থা নিতে সারা দেশের পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান!

পৌরসভাগুলোকে কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ফেলার ব্যবস্থা নিতে সারা দেশের পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নাগরিক সমস্যা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা দ্রুত ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করে ফেলবেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ৪৮টি পৌরসভার মেয়রদের মধ্যে ডাম্প ট্রাকের চাবি বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
চাবি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক।

মন্ত্রী আরও বলেন, নগর উন্নয়নে মাধ্যমেই নগরায়ন হয়। পৌরসভাই একমাত্র সংগঠন যারা কর নির্ধারণ করতে পারে। অনেক মেয়র ভোটাররা ভোট দেবেন না এ ভয়ে কর বাড়াতে চান না। ট্যাক্স ধার্য না করলে সরকার কত আর সহায়তা করবে। এজন্য নিজেদের অর্থের সংস্থান নিজেদের করার জন্য পৌরসভাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates