LATEST UPDATE

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং - শীর্ষস্থান ধরে রাখলো অস্ট্রেলিয়া,

শীর্ষস্থান ধরে রাখলো অস্ট্রেলিয়া, নবমে পাকিস্তান

শ্রীলংকার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-১ এ জয় লাভ করেছে পরাশক্তি অস্ট্রেলিয়া। এরই সাথে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সুসংহত করেছে তারা।

অজিদের সাথে সাথে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে ইংল্যান্ড দলও। পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জয়ের পর ১০৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে ইয়ন মরগানের দল।
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট ১২৪-এ নিয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়া এখন ১১ পয়েন্ট পেছনে আছে। ষষ্ঠ স্থানে রয়েছে অজিদের বিপক্ষে সদ্যই সিরিজে পরাজিত হওয়া শ্রীলঙ্কা।
এদিকে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয়ী হয়ে এক পয়েন্ট সংগ্রহ করায় তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭। দশমিকের কম পয়েন্ট এগিয়ে থেকে প্রোটিয়াদের উপরে তৃতীয় স্থানে রয়েছে ভারত।


তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বেশ অবনতি হয়েছে পাকিস্তানের। ২০০১ সালে বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পরে এই প্রথম পাকিস্তান নিজেদের সবচেয়ে কম পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের মাত্র একটিতে জয় পাওয়া পাকিস্তানের বর্তমান সংগ্রহ ৮৬ পয়েন্ট। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে তাদের পয়েন্টের ব্যবধান ৮।
এই অবস্থায় ২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে পাকিস্তানের সংশয় সৃষ্টি হয়েছে। বিশ্বকাপে খেলার জন্য স্বাগতিক ইংল্যান্ড বাদে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতে থাকা দলগুলোই কেবল সরাসরি অংশ নিতে পারবে।
বাকি দুটি দলকে বাছাইপর্বে বাঁধা পেরিয়ে নিজেদের যোগ্যতার প্রমান দিতে হবে। ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বাছাইপর্বে ১০টি দল অংশ নিবে।
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং :
১ অস্ট্রেলিয়া -১২৪
২ নিউজিল্যান্ড- ১১৩
৩ ভারত- ১১০
৪ দক্ষিণ আফ্রিকা- ১১০
৫ ইংল্যান্ড- ১০৯
৬ শ্রীলংকা- ১০১
৭ বাংলাদেশ- ৯৮
৮ ওয়েস্ট ইন্ডিজ- ৯৪
৯ পাকিস্তান- ৮৬
১০ আফগানিস্তান- ৪৯
১১ জিম্বাবুয়ে- ৪৬
১২ আয়ারল্যান্ড- ৪৩



Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates