LATEST UPDATE

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ইউটিউবের কিছু শর্টকাট কি আপনাদের সামনে তুলে ধরলাম।








আমারা সবাই ইউটিউব কম বেশি ব্যবহার করে থাকি। ইউটিউবের শর্টকাট কিছু কি আছে যেটা আপনাদের কাজে লাগবে বলে আমি মনে করি।

ইউটিউবের শর্টকাট কি:
F : ফুলস্ক্রিনে ভিডিও দেখার জন্য F প্রেস করুন।
J: ভিডিও চলার সময় এই বাটন চাপলে ১০ সেকেন্ড পেছন থেকে আবার দেখা যাবে।
K: ভিডিও প্লে কিংবা পজ করার জন্য রয়েছে এই বাটনটি। অনেকেই কিন্তু ভিডিও পজ করার জন্য স্পেস বার প্রেস করে থাকেন যার ফলে পেজটি নিচের দিকে নেমে যায়।
L: এই শর্টকাট কি দিয়ে ভিডিও ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যায়।
M: মিউট করার জন্য এই বাটন ব্যবহার করুন।
লেফট/রাইট অ্যারো: ৫ সেকেন্ড পিছনে (&larr যেতে বাম দিকের অ্যারো চাপুন আর ৫ সেকেন্ড সামনে যেতে ডান দিকের অ্যারো (&rarr।
আপ/ডাউন অ্যারো: ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে আপ (↑) এবং ডাউন (&darr এই দুটি কি ব্যবহার করে।
0: ভিডিও পুনরায় শুরু থেকে দেখতে 0 (শূন্য) চাপুন।
1 থেকে 9 কি: ইউটিউবে ভিডিওগুলোর ব্যাপ্তিকাল ৯ টি অংশে বিভক্ত হয়ে থাকে। এখন যেকোনো অংশ দেখতে সরাসরি 1-9 পর্যন্ত যেকোনো বাটন চাপুন। এতে ঐ ভিডিওর সমান ৯ অংশের নির্দিষ্ট অংশটি প্লে হবে।
Home: এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে।
End: এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে
Es ফুলস্ক্রিন মোড বন্ধ করতে রয়েছে এই বাটন।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates