LATEST UPDATE

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

সহজে মনে রাখার চার উপায়





দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় প্রায়ই আপনি যদি ভুলে যান, তাহলে কয়েকটি সহজ টিপস মাথায় রাখুন৷ তাহলে এই সমস্যাটা সহজেই কাটিয়ে উঠতে পারবেন৷
১. সময়ে অসময়ে নানা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাওয়ার একটা অন্যতম কারণ হলো, মনঃসংযোগের অভাব৷ অর্থাৎ কেউ যখন আপনাকে কিছু বলেন, আপনি তখন তার কথা মন দিয়ে শোনেন না৷ কারণ আপনি তখন তার কথার উত্তরে কী বলবেন, সেটাই ভাবছেন৷ তাই তিনি যা বলছেন, তা আপনার মাথায় থাকছে না৷ আপনি মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছেন৷ বাড়িতে ফিরে গাড়ির চাবি রাখার সময় আপনি ঠিক সচেতন থাকেন না৷ তাই রোজ ভুলে যান৷ সুতরাং এখন থেকে যা করবেন, তা সচেতন হয়ে করুন৷ এবং যখন যে মুহূর্তে যে কাজ করছেন, তার ওপর মনোসংযোগ করুন৷
২. কিছু কিছু বিষয়, যেমন কোনো জায়গার ঠিকানা, কারো নাম, অদ্ভুত কোনো জিনিসের নাম ইত্যাদি মনে রাখার সবচেয়ে সোজা উপায় হলো, মনে মনে কয়েকবার বলে নেয়া৷ তবে এই ধরনের জিনিস মনে রাখার আরও সোজা উপায় হলো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ড্রাফট ফোল্ডারে সেভ করে রাখা৷ নিজেকে মেইল করে রাখতে পারেন৷ আজকাল সহজে যাতে কিছু ভুলে না যান, এমন হাজারটা মোবাইল অ্যাপ রয়েছে৷ সাহায্য নিতে পারেন৷
৩. মাঝে মাঝে অনেকদিন আগের ঘটনার কথা মনে করার চেষ্টা করুন৷ যেমন অমুক বছর আগে জন্মদিনে রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে ঠিক কোন কোন খাবার খেয়েছিলেন৷ বা ছোটবেলায় শেখা কোনো ছড়ার কথা মনে করুন৷ এতদিন আগের কথা না ভাবলেও মাত্র দুদিন আগে আপনি লাঞ্চে কী খেয়েছেন ভেবে দেখুনতো৷ এটা আসলে খুব ভালো ব্রেন এক্সারসাইজ৷ তাছাড়া কিছু মেমারি বুস্টিং অ্যাপও রয়েছে৷ সাহায্য নেয়া যেতে পারে৷
৪.  কোনো কাজ যদি আপনাকে রোজ করতে হয়, যেমন বাড়ির পোষ্যকে খেতে দেয়া, বাইরে বের হওয়ার আগে জানালা বন্ধ করা অথবা বাড়ির মেইন সুইচ অফ করা, ইত্যাদি কাজকে আপনার দৈনন্দিন জীবনের রুটিনে পরিণত করুন৷ আপনার রোজকার কাজের তালিকায় লিখে রাখতে পারেন৷ আবার মোবাইলের অ্যাপের সাহায্য নিতে পারেন৷ এই কাজগুলোকে তুচ্ছ মনে করে আপনার কাজের তালিকার বাইরে রাখবেন না৷ বাইরে বেরোনোর আগে জানালা বন্ধ করা বা মেইন সুইচ অফ করা আপনার বাড়ির নিরাপত্তার স্বার্থেই আপনার ভুলে যাওয়া চলে না৷

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates