LATEST UPDATE

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

হোয়াইট ওয়াশ এড়াল পাকিস্তান সরফরাজের ব্যাটে!




ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াল পাকিস্তান। টানা চার ম্যাচ হারের পর সরফরাজ আহেমেদের ৯০ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৪-১ এ সিরিজ শেষ করলো পাকিস্তান।
ইংলিশদের দেয়া ৩০৩ রানের  বড় লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ৬ উইকেটের বিনিময়ে।
এরআগে রোববার(৪ সেপ্টেম্বর) কার্ডিফে পাকিস্তানের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে জ্যাসন রয়ের ৮৭ ও বেন স্টোকসের ৭৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের বড় সংগ্রহ পায় ওয়েন মর্গান বাহিনি।
পাকিস্তানের হয়ে বল হাতে হাসান আলী ৪টি, মোহাম্ম আমের ৩টি এবং উমরগুল ও ইমাদ ওয়াসিম নিয়েছেন ১টি করে উইকেট।



জবাবে জয়ের জন্য ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শোয়েব মালিকের ৭৭ ও সরফরাজ নেওয়াজের ৭৩ বলে ৯০ রানের বিষ্ফোরক ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে সফরকারী পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে বল হাতে লিয়াম ডসন, মার্ক উড ২টি করে এবং ক্রিস ওকস নিয়েছেন ১টি উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন সরফরাজ আহমেদ আর সিরিজ সেরা হয়েছেন জো রুট।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates