LATEST UPDATE

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

২০১৮ সালের মধ্যে প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট থাকবে: পলক







তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির আওতায় আসবে। এ লক্ষ্যে সরকার ১২০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।’
জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি এবং তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত প্রতিবেদন ও ফিচার লেখা এবং ই-কমার্স ও আউটসোর্সিংয়ের ওপর উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির পরিচালক ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তৃতা করেন লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের কমিউনিকেশনস স্পেশালিষ্ট অজিত কুমার সরকার, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিক, টিএসবির নির্বাহী পরিচালক ড. অলিউর রহমান এবং প্রশিক্ষক সোহেল রানা।
তৃণমূলের উন্নয়নসহ ই-কমার্স পণ্যের বিপণনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তুলে ধরার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। ফিচার ও প্রতিবেদন লেখা এবং ই-কমার্সের পাশাপাশি আয় বৃদ্ধির জন্য তাদের আউটসোর্সিংয়ের প্রশিক্ষণও দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইউডিসিগুলোর ১০ হাজার উদ্যোক্তার প্রতিবেদন ও ফিচার লেখায় দক্ষ করে তোলার মধ্য দিয়ে তৃণমূলের তথ্যপ্রবাহ নিশ্চিত হবে। তারা গ্রামবাংলা ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তথ্যপ্রযুক্তির সহায়তায় জনগণ ও বহির্বিশ্বের কাছে পৌঁছে দেবে। ইন্টারনেট ব্যবহার করে শুধুমাত্র তথ্য ও সংবাদ সংগ্রহ করা নয়, তৃণমূলের উন্নয়ন ও সাফল্যের কথা লিখে তা অনলাইনে নিয়ে আসতে হবে এবং বিশ্বে ছড়িয়ে দিতে হবে।’
উল্লেখ্য, তিন বছর মেয়াদী তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪ জেলায় সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লেখা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনায় সক্ষমতা তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাস্তবায়ন সহযোগী কাজ করছে তথ্যসেবা বার্তা সংস্থা।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates