LATEST UPDATE

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

'রক অন ২' এর টিজার প্রকাশিত!!

রক অন ২ এর টিজার প্রকাশিত হয়েছে।
ছবিটি  বন্ধুত্ব, প্রেম, সাফল্য, বিচ্ছেদ, পুনর্মিলন এবং তাদের মধ্যে সবকিছু নিয়ে রচিত হয়েছে নতুন কিছু।


যদিও ফারহান, অর্জুন রামপাল, পুরাব কোহলি ও প্রাচী দেশাই ছবিতে তাদের ভূমিকা পালন করবে, 

দেখার বিষয় এটা কি শ্রদ্ধা কাপুর আকর্ষণীয় করে টেবিলে আনতে পারে কি না!
চলচ্চিত্র নভেম্বর ১১ তারিখ বড় পর্দায় আঘাত হানবে বলে জানা গেছে.

দেখে নিন টিজার টি
 

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates