LATEST UPDATE

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

রূপচর্চায় লবঙ্গ তেল




লবঙ্গতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক উপাদান যা স্বাস্থ্যরক্ষায় ব্যবহৃত হয়ে আসছে সেই আদি যুগ থেকেই। ঠাণ্ডা, কাশি ও দাঁত ব্যথা উপশমে লবঙ্গের জুড়ি নেই। বেশিরভাগ টুথপেস্টেই থাকে উপকারী লবঙ্গ তেল। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি রূপচর্চাতেও লবঙ্গ তেল খুবই কার্যকরী। এতে থাকা পটাসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সি ত্বককে করে উজ্জ্বল ও সুন্দর। এছাড়া ব্রণ ও ব্রণের দাগও দূর করতে পারে লবঙ্গ তেল।


জেনে নিন রূপচর্চায় লবঙ্গ তেলের ব্যবহার-

লবঙ্গ তেলের সঙ্গে নারিকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে ম্যাসাজ করুন। ধীরে ধীরে মিলিয়ে যাবে ব্রণ ও ব্রণের কালচে দাগ।
বিভিন্ন ধরনের দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে লবঙ্গ তেল।
লবঙ্গ তেলের সঙ্গে যেকোনও একটি তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। দূর হবে বলিরেখা।
লবঙ্গ তেলমিশ্রিত ক্রিম অথবা লোশন ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করলে দূর হয় ত্বকের ক্লান্তি।
পোকার কামড়ের দাগ দূর করতে লবঙ্গ তেলের সঙ্গে লোশন অথবা তেল মিশিয়ে আক্রান্ত ত্বকে লাগান।
ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর আগে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে নিন। ত্বকের জৌলুস বাড়বে।
ত্বকে মেকআপ সহজে বসতে না চাইলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে নিন।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates