
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে ৪ঠা নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স লড়বে খুলনা টাইটান্সের বিপক্ষে। চিটাগাং ভাইকিংস পরদিন তাদের প্রথম ম্যাচ খেলবে বরিশাল বুলসের বিপক্ষে। ওইদিনই ঢাকা টাইটান্সের প্রতিপক্ষ গেলো আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা। প্রতিবারের মতো এবারও প্রতিদিন হবে দুটি করে ম্যাচ, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়। তবে জুমার নামাজের জন্য শুক্রবারের ম্যাচগুলো ৩০ মিনিট পিছিয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারের আসরে দুটি ভেন্যুতে মাঠে গড়াবে বিপিএল। ৪ঠা নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডের ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দলগুলো চট্টগ্রামে চলে যাবে। সেখানে ১৭ থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় ফিরে আসবে দলগুলো। মিরপুরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ। ডাবল লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪৬টি। ৪২টি লীগ ম্যাচ, একটি এলিমিনেটর, দুটি কোয়ালিফাইয়ার ও ফাইনাল। লীগের শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ার। আর তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটর। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে আর পরাজিত দল এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। জয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারের বিজয়ীর বিপক্ষে। ৬ই ডিসেম্বর হবে এলিমিনেটর। একইদিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। ৭ই নভেম্বর হবে ২য় কোয়ালিফায়ার। দুই কোয়ালিফায়ারের দুই বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে ৯ই ডিসেম্বর। এবার ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
বিপিএল চতুর্থ আসরের সূচি
ঢাকা পর্ব-১ (মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম)
তারিখ দুপুর ২টা সন্ধ্যা ৭টা
৪-১১-২০১৬ কুমিল্লা- রাজশাহী রংপুর- খুলনা
৫-১১-২০১৬ চিটাগাং-বরিশাল কুমিল্লা- ঢাকা
৬-১১-২০১৬ রংপুর -রাজশাহী বরিশাল-খুলনা
৮-১১-২০১৬ ঢাকা- বরিশাল চিটাগাং- কুমিল্লা
৯-১১-২০১৬ খুলনা-রাজশাহী রংপুর -চিটাগাং
১১-১১-২০১৬ কুমিল্লা- বরিশাল ঢাকা-রাজশাহী
১২-১১-২০১৬ খুলনা- চিটাগাং রংপুর-ঢাকা
১৩-১১-২০১৬ বরিশাল-রাজশাহী কুমিল্লা-খুলনা
চট্টগ্রাম পর্ব: (জহুর আহাম্মেদ চৌধুরী স্টেডিয়াম)
১৭-১১-২০১৬ চিটাগাং-ঢাকা বরিশাল-রংপুর
১৮-১১-২০১৬ চিটাগাং- রাজশাহী কুমিল্লা-রংপুর
১৯-১১-২০১৬ ঢাকা- খুলনা চিটাগাং -বরিশাল
২১-১১-২০১৬ ঢাকা- রাজশাহী কুমিল্লা - চিটাগাং
২২-১১-২০১৬ খুলনা - রংপুর বরিশাল - চিটাগাং
ঢাকা: পর্ব ২: (মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম)
২৫-১১-২০১৬ রংপুর - রাজশাহী বরিশাল - খুলনা
২৬-১১-২০১৬ কুমিল্লা- ঢাকা খুলনা- রাজশাহী
২৭-১১-২০১৬ বরিশাল - ঢাকা রংপুর - চিটাগাং
২৯-১১-২০১৬ কুমিল্লা- বরিশাল খুলনা-চিটাগাং
৩০-১১-২০১৬ রংপুর-ঢাকা বরিশাল- রাজশাহী
২-১২-২০১৬ রংপুর- বরিশাল ঢাকা- চিটাগাং
৩-১২-২০১৬ কুমিল্লা- খুলনা রাজশাহী- চিটাগাং
৪-১২-২০১৬ কুমিল্লা- রংপুর ঢাকা -খুলনা
৬-১২-২০১৬ এলিমিনেটর প্রথম কোয়ালিফায়ার
৭-১২-২০১৬ দ্বিতীয় কোয়ালিফায়ার
৯-১২-২০১৬ ফাইনাল
একটি মন্তব্য পোস্ট করুন